লেভেল ৩ হতে আমার অর্জন - By @wasim81 | ১০% পে-আউট লাজুক খ্যাঁক-কের জন্য
আমার বাংলা ব্লগের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন ও ধন্যবাদ । আশা করি আপনারা সবাই ভাল আছেন। আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আমার ব্লগ একটি জনপ্রিয় কমিউনিটি স্টিমিটে। আমার বাংলা ব্লগে আমি @abb-school থেকে যে সকল তথ্য ও উপাত্ত এবং #level03 ক্লাস করে যা শিখেছি তা আমি এখন আমার ভাষায় উপস্থাপন করার চেষ্টা করব।
মার্কডাউন কি ?
মার্কডাউন বলতে আমি যা বুঝে থাকি তা হল কতগুলো কোড বা ফরমেটের ব্যবহার এর মাধ্যমে পোস্ট কে সুন্দর ও সহজে পাঠযোগ্য করে তোলা যেমন হ্যাস ট্যাগ ব্যবহার এর মাধ্যমে লেখাকে বোল্ড করা হয়।
মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ?
আমরা যদি আর্টিকেলের মত ঢালাওভাবে লিখতে থাকি লেখাটা পাঠকের পড়ে ইচ্ছে ও করবে না। তাছাড়া সৌন্দর্যের বিষয় রয়েছেন। আমরা যদি এই মার্কডাউন এর কোডগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারি আমাদের পোস্টগুলোর সৌন্দর্য এবং কোয়ালিটি বৃদ্ধি পাবে এবং পাঠক সহজে পড়ে বুঝতে এবং পড়ার প্রতি আগ্রহ থাকবে। এর মধ্যে এই কোডগুলো ব্যবহার না করলেই নয় যেমন, জাস্টিফাইটেক্সট ,হেডার হাইলাইট, সাবস্ক্রিপ্ট, সেন্টার, ইটালিক, টেবিল, ইত্যাদি মার্কডাউন কোড লেখায় যত বেশি ব্যবহার করব ততই সৌন্দর্য বৃদ্ধি পাবে।
পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায় ?
পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে দেখানো যায় যেমনঃ-
i) শুরুতে চারটা স্পেস দিয়ে মার্কডাউনের কোডগুলো দৃশ্যমান করা যায়।
ii) Back Quote (`) লেখার শুরু এবং শেষে চিহ্ন ব্যবহার করি তাহলেও মার্কডাউনের কোডগুলো প্রতিফলিত হবে
iii) এপোস্টোপি চিহ্ন ( ' ) ব্যবহার কররে হবে মাধ্যমও মার্কডাউনের কোডগুলো প্রতিফলন করানো যায়
নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।
'|খাতা | কলম | ব্যাগ
| --------- | --------- | --------|
|২টা | ৩টা | ৫ টা |
|লাল | কালো |হলুদ |'
খাতা | কলম | ব্যাগ |
---|---|---|
২টা | ৩টা | ৫ টা |
লাল | কালো | হলুদ |
সোর্স উল্লেখ করার নিয়ম কি ?
সোর্স উল্লেখ করতে চাইলে এর মাধ্যম উল্লেখ করা সম্ভব
[লেখা] (লিংক)
বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।
# Header 1
## Header 1
### Header 1
#### Header 1
##### Header 1
###### Header 1
বাস্তবায়ন
Header 1
Header 1
Header 1
Header 1
Header 1
Header 1
টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি লিখুন।
টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড হল :-
<div class="text- justify">abc</div>
কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত?
আমরা ক্লাসে করে শিখেতে পেরেছি যে কনটেন্ট তিন টাইপের হয়। যেমন:
- ভিডিও কনটেন্ট
- টেক্সট কনটেন্ট
- অডিও কনটেন্ট
কোন টপিকস এর উপর ব্লগ লিখতে হলে যথেষ্ট জ্ঞান এবং সৃজনশীলতার বহিঃপ্রকাশ থাকতে হবে।
আমরা যে কোন বিষয়ের উপর ব্লগ লিখতে গেলে আমাদের সেই বিষয়ের উপর যথেষ্ট জ্ঞান থাকা অবশ্যই দরকার। আমি এমন একটি বিষয়ের উপর লিখতে চাচ্ছি সেই বিষয়ে আমার কোন জ্ঞান নেই তাহলে লিখা সম্ভব না। আমি অনেক গুলাে বিষয় নিয়ে ব্লগ লিখতে পারি। যেমন রেসিপি পোস্ট, মিউজিক,ভ্রমণ কাহিনী,ফোটোগ্রাফি, ইত্যাদি। ধরেন, আমি একটি ভ্রমণ কাহিনী সম্পর্কে লিখব। কিভাবে লিখলে পাঠকের কাছে উপস্থাপন করলে পাঠব আমার পোস্টটি পড়বে তা আামার জানতে হবে। যে বিষয় গুলো সম্পর্কে আমার ভাল ধারণা আছে সেই সম্পর্কে লিখা উচিত। বিশেষ করে আমি যে বিষয়ে পোস্ট করব সে বিষয় সম্পর্কে আমার দক্ষতা, অভিজ্ঞতা, সৃজনশীলতা, আছে সে সকল বিষয় কে আমি প্রাধান্য দিয়ে পোস্ট করব। খেয়াল রাখতে হবে আমি যে বর্ণনা করব সে বর্ণনার সাথে ছবিও মিল থাকতে হবে। এইজন্য যে সকল বিষয়ে গুলো নিয়ে ব্লগ লিখব সে সকল বিষয়ের উপর যথেষ্ট জ্ঞান থাকা প্রয়োজন ।
ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ?
আমি যদি কোন পোস্টে $7 ডলারের ভোট দেই তাহলে আমি কিউরেশন হিসাবে রেওয়ার্ডের অর্ধেক পাবো। তাই আমি কিউরেশন রেওয়ার্ডর পাবো $3.5 USD.
সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?
প্রথমেই আমাকে গ্রিন জোনে আর্থাৎ ৫ মিনিট পর ভোট দিতে হবে। আমাকে কোয়ালিটিপূন পোস্টে ভোট দিতে হবে। খেয়াল রাখতে হবে সে সকল পোস্টে বড় বড় ভোগ পড়ে পড়ে খুঁজে খুঁজে সে সকল পোস্টে ভোট দিলে সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়া সম্ভব। যেমনrme** দাদার পোস্ট।
নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে…?
অবশ্যই @Heroism কে ডেলিগেশন করলে বেশি আর্ন করা সম্ভব
যদি আমি নিজে ভোট প্রদান করি তাহলে কিউরেশন রেওয়ার্ড যা পাবো তা হল Steem Power বা এসপি হিসেবে আসবে। আর যদি @Heroism ডেলিগেশন করি তাহলে আমাদের কোয়ালিটিপুন পোস্টে @Heroism আপভোট দিবে। সে ক্ষেত্রে আমার রেওয়ার্ড হিসাবে পাব SBD এবং Steem Power। যেহেতু বতমানে sbd দাম steem থেকে বশি সে ক্ষেত্রে আমরা SBD থেকে Steem এ রুপান্তর করলে Steem বেশি পাওয়া সম্ভব । আবার প্রতি সপ্তাহে ডেলিগেশন আনুপাতিক স্টিম দিয়ে থাকেন।
ভাই ঠিক করে দিয়েছি ধন্যবাদ আপনাকে ভুলটা ধরিয়ে দেবার জন্য।