গতকাল রাতে ঢাকার শহর ঘুরে বেড়ানোর কিছু মুহূর্ত||১০%বেনিফিশিয়ারী আমার প্রিয় shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম



বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন ,সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে মোটামুটি একপ্রকার ভালো আছি।



আজ আমি আপনাদের সঙ্গে রাতের বেলা ঘুরে বেড়ানোর কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করব। গতকাল রাতে খাবার পর হঠাৎ সিদ্ধান্ত হল সবাই মিলে রাতের বেলায় একটু ঘুরে বেরিয়ে আসি। তারপর ড্রাইভার কে আসতে বলা হলো ,সে আসলো। তারপর রাতে আমরা কয়েকজন মিলে ঘুরতে বেরিয়ে গেলাম। তখন রাত সাড়ে দশটা বাজে, দিনটি ছিল শুক্রবার তাই রাস্তাটা মোটামুটি ফাঁকাই ছিল।এমনিতে দিনের বেলায় ঢাকার রাস্তায় বের হলে জ্যামে পরে থেকে কান্না আসে।প্রথমে আমি যেতে রাজি হয়নি পরে আবার গেলাম।রাতের ভ্রমণ বেশ ভালোই লাগলো।সেই মুহূর্ত গুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি।

Polish_20211023_182056672.jpg

ফটোগ্রাফি-১

20211022_225824.jpg

স্থান-লিংক

এটি আমাদের যাত্রা শুরুর প্রথম ছবি। এটি বাংলাদেশ টেলিভিশনের সামনে থেকে তোলা ছবি। এরপর আমরা যাই টিএসসি চত্বরে ।সেখানে যেয়ে দেখি রাতের বেলাও অনেক লোক সমাগম ।সেখানে কোন একটা কনসার্ট হচ্ছিল। এত লোকের ভিড়ে কোন ছবি তুলতে পারিনি ।তারপর সেখান থেকে গেলাম জাতীয় শহীদ মিনারে সেখানেও অনেক লোকের সমাগম ।ওই জায়গাগুলোতে গেলে মনে হয় না যে খুব একটা বেশি রাত হয়েছে, দেখতে ভালই লাগে।

ফটোগ্রাফি-২

20211022_234947.jpg

ফটোগ্রাফি-৩

20211022_234953.jpg

ফটোগ্রাফি-৪

20211022_234959.jpg

ফটোগ্রাফি-৫

20211022_235007.jpg

স্থান-লিংক

এরপর আমরা গেলাম সংসদ ভবনের সামনে। দিনের বেলায় সংসদ ভবন দেখতে যেমন লাগে রাত্রিবেলা ঠিক যেন তার উল্টো লাগে। দেখতে অসম্ভব সুন্দর লাগে ।চারিদিকে লাইটিং করা দেখতে দারুন সুন্দর লাগে ।আমরা গাড়ি থেকে নেমে একটু হাঁটাহাঁটি করছিলাম আর কয়েকটা ছবি তুললাম ।এর মধ্যে সিকুউরিটি গার্ড এসে বলল স্যার এখানে বেশিক্ষণ থাকা যাবে না। পাঁচ মিনিট ঘুরে চলে যান, এত রাতে এখানে লোকজন থাকার নিয়ম নেই। তারপর আমরা কয়েকটা ছবি তুলে সেখান থেকে চলে গেলাম অন্য জায়গায় ঘোরার জন্য।

ফটোগ্রাফি-৬

20211023_000943.jpg

ফটোগ্রাফি-৭

20211023_000956.jpg

ফটোগ্রাফি-৮

20211023_000933.jpg

ফটোগ্রাফি-৯

20211023_000945.jpg

ফটোগ্রাফি-১০

20211023_001004.jpg

স্থান-লিংক

এরপর আমরা গেলাম হাতির ঝিলে ।হাতিরঝিল রাত্রে বেলায় দেখতে চমৎকার সুন্দর। এর আগে আমি দিনের বেলায় গিয়েছিলাম তখনও সুন্দর লেগেছিল কিন্তু রাত্রিবেলায় এটি দেখতে অনেক বেশী সুন্দর ।চারিদিকে আলো ঝিকিমিকি করছে দেখতে দারুন সুন্দর লাগছে ।আমরা গাড়ী থেকে নেমে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। ওখানে আরো অনেক দর্শনার্থী ছিল ।সবাই এখানে ঘুরতে আসে আর লেকটির সৌন্দর্য উপভোগ করে।

ফটোগ্রাফি-১১

20211023_001026.jpg

ফটোগ্রাফি-১২

20211023_001050.jpg

ফটোগ্রাফি-১৩

20211023_001134.jpg

স্থান-লিংক

এগুলো হাতিরঝিলেরই অংশ। এটি বিশাল বড় লেক। দূরে লাইটিংয়ের আলো পানির মধ্যে রিফ্লেকশন দেখা যাচ্ছে। দেখতে চমৎকার সুন্দর লাগছে। ছবিতে যদিও সম্পূর্ণটা ফুটিয়ে তোলা সম্ভব হয়নি ,সামনাসামনি দেখতে অনেক বেশী সুন্দর।

তারপর ঘোরাঘুরি শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম। বাসায় পৌছতে পৌছতে সাড়ে বারোটা বেজে গেল। সত্যি রাত্রিবেলায় ভ্রমণটা খুবই সুন্দর লেগেছে। খুবই এনজয় করেছি কাল রাতের ভ্রমণটা ।

আশা করছি আপনাদের সবার কাছে আমার ভ্রমনের মুহূর্তটি ভাল লেগেছে। ধন্যবাদ সবাইকে ।পরবর্তীতে দেখা হবে আবার কোনো নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন। আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার@wahidasuma
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

Sort:  
 3 years ago 

আপনি খুব আনন্দঘন সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। আপনাকে আন্তরিক ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বাহ আপু আপনি তো এক সন্ধ্যায় ঢাকা শহরের বেশ কিছু জায়গা ঘুড়ে ফেলেছেন। সাথে আমাদের কেও দেখার সুযোগ করে দিলেন। বোঝাই যাচ্ছে আপনি খুব ভালো উপভোগ করেছেন। আপনার জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

বাহ আপনার এলাকার শহরের পরিবেশ খুব সুন্দর এবং খুব ভালো, আপনার ফটোগ্রাফি বন্য।

ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

ঢাকা শহরের রাত মানে সুন্দর কিছু মুহূর্ত যার সাক্ষী আমিও। আমিও আপনার মত এমন অনেক বার রাতে ঢাকা শহরে ঘুরেছি বিশেষ করে মোহাম্মদপুর এলাকা টি অনেক সুন্দর। সুন্দর ফটোগ্রাফি করেছেন আপু শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

রাতের ঢাকা কতটাই না আলোক উজ্জল। দেখতে অসাধারণ লাগছে। জাতীয় সংসদ ভবন টাই সবচেয়ে ভালো লাগছে। রাতের আলোয় চমকাচ্ছে। আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

ঢাকা বাংলাদেশের রাজধানী। ঢাকা শহরের কিছু সুন্দর দৃশ্য আপনি তুলে ধরেছেন যা আমার কাছে ভালো লেগেছে। সুন্দর পোস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

রাতের ঢাকা শহরের চিত্র দেখতে সত্যিই অসাধারণ লাগতেছে।বিশেষ করে হাতিরঝিলের আলোকউজ্জ্বল ছবিগুলো অনেক মুগ্ধকর। আপনার রাত্রিভ্রমণ যাত্রার মুহুর্ত ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপু

 3 years ago 

রাতে ঢাকা শহরে সৌন্দর্য ফুটে উঠে। রাত্রে বেলায় শহরে কোন অনুষ্ঠান হলে বন্ধু-বান্ধব নিয়ে ঘুরে বেড়ালে আনন্দের সীমা থাকে না। এবং কি আপনি যেই যেই স্থানগুলোর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন এগুলোকে ঢাকার প্রাণকেন্দ্র বলা যেতে পারে এতে কোন ভুল নেই। আর সবচেয়ে বড় কথা আপনি অনেক সুন্দর আনন্দঘন একটা মুহূর্ত কাটিয়েছেন উপভোগ করেছেন এবং সেটি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার জন্য শুভকামনা রইল আপু

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।আপনার জন্য শুভকামনা

 3 years ago 

আপু আপনি এত ঘুরছেন! মাঝেমধ্যে আমাকেও তো নিতে পারেন। তাই না?
আচ্ছা মজা করলাম আপু।
আপনার ঘুরাঘুরি দেখে আমার অনেক ঘুরাঘুরি করতে ইচ্ছা করছে। তবে আপনার কারণে ঢাকার অনেক কিছুই দেখা হয়ে যাচ্ছে আমার একদম ঘরে বসেই। তার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে ভাইয়া।যদিও বা ফটোর এক্সপোজ টা একটু বেড়ে গিয়েছে বাট তারপরেও অনেক সুন্দর হয়েছে।শুভকামনা আপনার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.029
BTC 60808.77
ETH 3368.54
USDT 1.00
SBD 2.47