পুডিং তৈরির রেসিপি|| 10% বেনিফিশিয়ারি আমার প্রিয়shy-fox জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন ।আমিও বেশ ভাল আছি ।

আজ আমি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করব। আর সেটি হচ্ছে পুডিং তৈরির রেসিপি ।পুডিং খুবই মজাদার একটি মিষ্টি জাতীয় খাবার। সবাই আমরা কমবেশি পুডিং পছন্দ করি। আর সেটি যদি ঘরে তৈরি হয় তাহলে তো আরো বেশি ভালো হয়। খুব অল্প উপকরণ দিয়ে, খুব সহজেই পুডিং তৈরি করা যায়।পুডিং তৈরি করতে বেশি সময় লাগে না।আমি প্রেসার কুকারে পুডিংটি তৈরি করে দেখাবো।তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি পুডিং তৈরির রেসিপি।



পুডিং তৈরির রেসিপি


Polish_20210927_222111247.jpg

উপকরণ


Polish_20210927_222315675.jpg

উপকরণপরিমান
দুধ১/২লিটার
ডিম৩টি
চিনি৪টেবিল চামচ

প্রুস্তুতপ্রণালী


ধাপ:১

20210927_194442.jpg20210927_200255.jpg

প্রথমে একটি পাত্রে হাফ লিটার দুধ নেই। তারপর দুধ টাকে জ্বাল দিয়ে অর্ধেক করে ফেলি।

ধাপ:২

20210927_200516.jpg

তারপর একটি পাত্রে তিনটি ডিম ভেঙ্গে নেই।

ধাপ:৩

20210927_201318.jpg

তারপর একটি কাঁটা চামচ দিয়ে ডিম তিনটি ভালো করে ফেটিয়ে নেই।তারপর চিনি দিয়ে দেই।

ধাপ:৪

20210927_201522.jpg

তারপর চামচ দিয়ে ভালো করে নাড়তে থাকি যতক্ষণ না চিনি গোলে যায়।

ধাপ:৫

20210927_201716.jpg20210927_201954.jpg

তারপর দুধ দিয়ে দেই। দুধ দিয়ে আরো বেশ কিছুক্ষন নাড়তে থাকি ।(আর একটা কথা আপনারা এই মিশ্রণটি ব্লেন্ডারে ও দিতে পারেন।)

ধাপ:৬

20210927_202555.jpg

এখন একটি পাত্র চুলায় বসিয়ে দেই ।তারপর তার মধ্যে ২ চা চামচ চিনি দিয়ে দেই ,ক্যারামেল তৈরীর জন্য।

ধাপ:৭

20210927_202712.jpg20210927_203230.jpg

এখন চিনি গলে যাবার পর পাত্রটি এদিক-ওদিক ঘুরিয়ে সব জায়গায় চিনিকে পৌঁছাতে হবে। এক জায়গায় চিনি বেশি হলে কিন্তু লেগে যাবে। তারপর চিনি শুকিয়ে গেলে ক্যারামেল তৈরি হয়ে গেল।

ধাপ:৮

20210927_203348.jpg20210927_203836.jpg

এখন প্রেসার কুকারে সামান্য পানি দিয়ে দেই ।তারপর ওই মিশ্রণের পাত্রটি বসিয়ে দেই।

ধাপ:৯

20210927_203925.jpg

তারপর পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে দেই। ঢাকনার উপরে ভারি একটা কিছু দিয়ে চাপা দেই ।আমি এ ক্ষেত্রে পাথর দিয়ে চাপা দিয়েছিলাম। যাতে ভিতরে পানি না ঢুকে।

ধাপ:১০

20210927_204650.jpg

এখন প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে চুলায় বসিয়ে দেই ।বারোটি সিটি ওঠার জন্য অপেক্ষা করি। সিটি উঠলে চুলা বন্ধ করে দেই। তারপর ভেতরের গ্যাস পুরোপুরি বের হলে ঢাকনা খুলে দেখি।

ধাপ:১১

20210927_215831.jpg

এখন চারপাশে ছুরি দিয়ে কেটে একটি প্লেটে উপুর করে ঢেলে নেই।

ধাপ:১২

20210927_220150.jpg

এভাবেই হয়ে গেল আমার পুডিং তৈরি ।

আজকের মত এ পর্যন্তই। আশা করি আপনাদের সবার কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে। সবাইকে আমার ব্লগ টি পড়ার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।

ফটোগ্রাফার@wahidasuma
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

Sort:  
 3 years ago 

দুধ ডিম চিনি। অনেক সুন্দর করে তৈরি করেছেন এবং ধন্যবাদ এত বিস্তারিতভাবে শেয়ার করার জন্য এবং আশা করছি যে কেউ এটি দেখে খুব সহজেই বাসায় তৈরি করে ফেলতে পারবে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু সত্যিই এত সহজে দুধ,চিনি দিয়ে একটি সুন্দর পুডিং তৈরি করেছেন তা দেখার মত ছিল। আমাদের বুঝতে সক্ষম হয়েছে খুব সহজেই কথার ভাষাগুলো খুব মার্জিত ছিল। আপনার জন্য শুভকামনা রইল এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপহার দেয়ার জন্য।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

পুডিং কখনো পাওয়া হয়ে ওঠেনি। তবে আপনার পোস্ট দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু একটি রেসিপি। সময় সুযোগ মিললে অবশ্যই তৈরি করার চেষ্টা করব

 3 years ago 

হ্যা ভাইয়া করে দেখবেন খুবই ভালো লাগবে ।ধন্যবাদ আপনাকে

অগণিত এবং অফুরন্ত অভিনন্দন আপনার জন্য

 3 years ago 

একদম মানি না মানবো না, দাওয়াত না দিয়েই রেসিপি দেখাচ্ছেন এবং খেয়ে লোভ লাগাচ্ছেন। এটা ভারি অন্যায় কিন্তু, হি হি হি।

খুব সুন্দর হয়েছে কিন্তু উপরের দিকে এটা কালচে ভাব আসার কথা ছিলো সেটা কেন আসলো না? আর বাকি সব ঠিক ঠাক আছে শুধু স্বাদটা বাদ দিয়ে কারন টেষ্ট ছাড়া বলতে পারবো না ওটা কেমন হয়েছে। ধন্যবাদ

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।উপরে কালচে ভাব হয়নি তার কারন ক্যারামেল হালকা হয়েছিল তাই।স্বাদ কিন্তু খুবই হয়েছিল ভাইয়া।দাওয়াত থাকলো।

 3 years ago 

পুডিং আমার অনেক ভালো লাগে আপু। আমিও মাঝে মাঝে বানায়। এটি বানানোর পদ্ধতি অনেক সহজ। ধন্যবাদ আপু

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

দেখেই মনে হচ্ছে খুব মজা হয়েছে। অনেক ধন্যবাদ আপু মজার রেসিপি শেয়ার করার জন্য ❤️

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.11
JST 0.032
BTC 61830.08
ETH 2986.99
USDT 1.00
SBD 3.73