আপু আমাদের এদিকে ও এখন প্রচুর ঠান্ডা আর সেই সাথে বেশ বাতাস বইছে। আর আপনার আজকের রেসিপিটি খুবই চমৎকার হয়েছে ।আসলে সবসময় বাইরে থেকে কেনা সস টাই খাওয়া হয় ।তবে এত সহজে বাসায় তৈরি করা যায় আপনার রেসিপি দেখে বুঝতে পারলাম ।অবশ্যই আমিও একদিন ট্রাই করে দেখব ।অনেক ধন্যবাদ আপনাকে।
শীত কমার এখনো কোনো নাম গন্ধই নেই। আর হ্যাঁ আসলে বাহিরের সসটা একটু বেশি খাওয়া হয়। বাসায় এভাবে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করলে বেশ ভালই হয়।