ভাইয়া আপনার পোস্টটি পড়ার মাধ্যমে জানতে পারলাম আজকে নবান্ন উৎসব। আসলে আগেকার দিনে গ্রাম বাংলায় এই নবান্ন উৎসব ধুমধামে পালন করা হতো । কিন্তু এখন যতই দিন যাচ্ছে পুরানো ঐতিহ্য যেন হারিয়ে যাচ্ছে ।তার পরেও যে আপনারা এই ঐতিহ্যটাকে ধরে রেখেছেন এবং বিশাল একটি আয়োজনের মাধ্যমে পালন করেন জেনে ভালো লাগলো।তাহলে তো আপনার আজকে বিশাল খাওয়া দাওয়া আছে । আর বাজারে তো বেশ বড় বড় মাছ দেখতে পেলাম, দামটাও সেরকম ছিল ।সবকিছু মিলিয়ে বেশ ভালো লাগলো ।ধন্যবাদ ।আপনাকে।
সত্যি বলতে আগের সেই নবান্ন আর বর্তমান নবান্নের মাঝে অনেক পার্থক্য চলে এসেছে আপু। তবু যতোটুকু পারা যায় আমাদের সংস্কৃতিকে ধারণ করার চেষ্টা করে যাচ্ছি। অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।