টিকিয়া বানানোর রেসিপি||১০% বেনিফিশিয়ারি আমার প্রিয় @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন ,সুস্থ আছেন।আমিও বেশ ভাল আছি।


আজ আমি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে এসেছি। আর সেটি হচ্ছে টিকিয়া বানানোর রেসিপি। টিকিয়া খুবই মজাদার একটি খাবার ।এটা আমার খুবই পছন্দের। টিকিয়া পোলাও কিংবা বিরিয়ানির সঙ্গে খেতে খুবই সুস্বাদু লাগে। এটি আমি যখন বানাই একটু বেশি করে বানাই। ডিপ ফ্রিজে রেখে বেশ কিছুদিন এটা খাওয়া যায়।যখন ইচ্ছে হয় বের করে ভেজে নিলেই হয়ে যায়। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করছি আমার আজকের রেসিপি, টিকিয়া বানানোর রেসিপি।



টিকিয়া বানানোর রেসিপি


Polish_20211002_192000320.jpg

উপকরণ



Polish_20211002_191753654.jpg

উপকরণপরিমান
বুটের ডাল২৫০গ্রাম
খাসির মাংস৫০০গ্রাম
আদা বাটা২টেবিল চামচ
রসুন বাটা২টেবিল চামচ
পেঁয়াজ কুচি১কাপ
শুকনা মরিচ১০টি
কাঁচা মরিচ৭টি
এলাচ৪টি
জিরা গুড়া১চা চামচ
গরম মসলা গুঁড়া১চা চামচ
আস্ত জিরা১চা চামচ
লবণস্বাদমতো
দারচিনি২ টি
তেজপাতা১টি
ডিম১টি
ধনিয়া পাতা২০গ্রাম

প্রুস্তুতপ্রণালী



১ম ধাপ

20210924_111632.jpg20210924_120305.jpg

প্রথমে আমি ডাল টা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি।তারপর ভালো করে ধুয়ে নিয়েছি।

২য় ধাপ

20210924_120337.jpg20210924_120347.jpg

তারপর আমি মাংস ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়ে ডালের মধ্যে দিয়ে দিয়েছি।তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি।

৩য় ধাপ

20210924_120357.jpg20210924_120404.jpg

তারপর শুকনা মরিচ, কাঁচা মরিচ ,সব গুঁড়া মসলা ও লবণ দিয়ে দিয়েছি।

৪র্থ ধাপ

20210924_120418.jpg20210924_120429.jpg

তারপর সব বাটা মসলা, এলাচ ,দারচিনি ও তেজপাতা দিয়ে দিয়েছি।

৫ম ধাপ

20210924_120519.jpg20210924_120625.jpg

তারপর সামান্য একটু পানি দিয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি ।তারপর বারোটি সিটি উঠলে চুলা বন্ধ করে দিয়েছি।

৬ষ্ঠ ধাপ

20210924_123711.jpg20210924_123800.jpg

এখন সব উপকরণ সিদ্ধ হয়ে গিয়েছে ।তারপর একটি বাটিতে ঢেলে নিয়েছি।

৭ম ধাপ

20210924_131001.jpg20210924_131500.jpg

এখন পাটায় সব উপকরণ বেটে নিয়েছি। তারপর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি।

৮ম ধাপ

20210924_140441.jpg20210925_203004.jpg

এখন একটি চুলায় কড়াই বসিয়ে দেই ।তারপর তেল দিয়ে দেই ।তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দেই।

৯ম ধাপ

20210925_203759.jpg20210925_203958.jpg

পেঁয়াজ বাদামি করে ভেজে একটি বাটিতে তুলে রাখি।

১০ম ধাপ

20210925_204735.jpg20210925_204924.jpg

তারপর ধনেপাতা কুচি করে কেটে নেই এবং বেটে রাখা ওই ডাল ও মাংসের মিশ্রণের মধ্যে একটি ডিম দিয়ে দেই।

১১ম ধাপ

20210925_205224.jpg20210925_205246.jpg

তারপর কাঁচামরিচ কুচি ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেই।

১২ম ধাপ

20210925_205255.jpg20210925_210001.jpg

এখন ধনেপাতা কুচি দিয়ে দেই ও হাত দিয়ে সমস্ত উপকরণ ভালো মতো মিশিয়ে নেই।

১৩ম ধাপ

20210925_211242.jpg

তারপর হাতের সাহায্যে সবগুলো গোল গোল করে টিকিয়া আকৃতি করে নেই।

১৪ম ধাপ

20210925_211647.jpg20210925_211624.jpg

এখন একটি কড়াইয়ে তেল দিয়ে দেই। তারপর অপর একটি পাত্রে একটি ডিমের সাদা অংশ নিয়ে নেই। তারপর একটু লবণ দেই।

১৫ম ধাপ

20210925_211754.jpg20210925_211843.jpg

তারপর ওই ডিমের মধ্যে টিকিয়া টি ভালো মতো চুবিয়ে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দেই।

১৬ম ধাপ

20210925_211922.jpg20210925_212149.jpg

এখন এপাশ-ওপাশ ভালোমতো ভেজে নেই।

১৭ম ধাপ

20210926_140753.jpg

ব্যস হয়ে গেল আমার টিকিয়া ভাজা ।এখন একটি প্লেটে পরিবেশন করি। গরম গরম টিকিয়া খেতে খুবই সুস্বাদু লাগে। এটা আপনারা পোলাও কিংবা বিরিয়ানির সঙ্গেও খেতে পারেন ।খুবই সুস্বাদু লাগবে।এভাবে করে দেখবেন খুবই ভালো লাগবে।

আজকের মত এ পর্যন্তই। আগামীতে দেখা হবে আবার কোনো নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকুন ,সুস্থ থাকুন। আমার আজকের ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার@wahidasuma
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ৪০

🇧🇩ধন্যবাদ🇧🇩

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

Sort:  
 3 years ago 

তোমার টিকিয়া গুলো দেখতে খুব সুন্দর হয়েছে।অনেক লোভনীয় লাগছে দেখে খেতে মন চাইছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছো। যে কেউ বানাতে পারবে আমিও শিখে নিলাম।অনেক অনেক ধন্যবাদ মজাদার একটি খাবার আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

টিকিয়া বানানোর রেসিপি অনেক সুন্দর ছিল। আপনার পরিবেশন আমার কাছে খুব এ ভাল লাগল।শুভ কামনা রইল আপু

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

খুবই সুন্দর হয়েছে দেখেই খেতে মন চাচ্ছে, গরম ভাতের সাথে এটি খেতে খুবই মজা। ধন্যবাদ সুন্দর এই রেসিপিটি ভাগ করে নেওয়ার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

টিকিয়া আমার অনেক পছন্দের খাবার।আমি আমাদের শহরে গেলেই টিকিয়া খাই খুব ভালো লাগে।ধন্যবাদ এতো সুন্দর রেসিপিটি শেয়ার এর জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনার টিকিয়া গুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে।
দেখা মাত্রই এক্কেবারে খেতে ইচ্ছে করছে।
প্রত্যেকটা স্টেপ খুব সুন্দর ভাবেই লিখেছেন আপু।
সম্পূর্ণ পোস্টটি পড়তে পড়তেই জিভে জল চলে আসলো একদম।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64118.79
ETH 3390.14
USDT 1.00
SBD 2.51