DIY PROJECT:এসো নিজে করি||রঙিন কাগজ দিয়ে কলম তৈরি||১০% বেনিফিশিয়ারী আমার প্রিয় shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভাল আছেন ।আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি।



আজ আমি আপনাদেরকে রঙিন কাগজ দিয়ে কলম তৈরি করে দেখাবো।রঙিন কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করা যায়।আমি এর আগে সবাইকে রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে দেখেছি।আমি এর আগে তেমন কিছু বানাইনি।এখন একটু একটু চেষ্টা করছি।আশা করছি আপনাদের ভালো লাগবে।তাহলে চলুন শুরু করি রঙিন কাগজ দিয়ে কলম তৈরি।

রঙিন কাগজ দিয়ে কলম তৈরি



20211018_211617.jpg

উপকরণপরিমান
রঙিন কাগজ১টি
কলম১টি
কাচি১টি
পুঁথি১টি
আঠা১টি

প্রুস্তুতপ্রণালী



১ম ধাপ

20211018_194816.jpg

প্রথমে আমার কলমটি তৈরি করতে উপরের সবগুলো উপকরণ লাগবে।

২য় ধাপ

20211017_193503.jpg

প্রথমে একটি রঙিন কাগজ এভাবে কেটে নিয়েছি।

৩য় ধাপ

20211018_194932.jpg

৪র্থ ধাপ

20211018_194951.jpg

তারপর উপরের ছবির মত দুটি ভাঁজ দিয়ে নিয়েছি।

৫ম ধাপ

20211018_195135.jpg

এখন এভাবে এঁকে নিয়েছি।

৬ষ্ঠ ধাপ

20211018_195235.jpg

৭ম ধাপ

20211018_195301.jpg

তারপর কাচি দিয়ে কেটে নেওয়ার পর এমন হয়েছে।

৮ম ধাপ

20211018_195414.jpg

৯ম ধাপ

20211018_195457.jpg

১০ম ধাপ

20211018_195618.jpg

তারপর একটি পাতার উপর আঠা লাগিয়ে দেই ।তার উপরে কলম বসিয়ে দেই। কলমের উপরে আরো একটি পাতা আঠা দিয়ে ভাল করে লাগিয়ে নেই।

১১তম ধাপ

20211018_195951.jpg

এখন কলমের থেকে বড় আরো একটি কাগজ নেই।

১২তম ধাপ

20211018_200134.jpg

১৩তম ধাপ

20211018_200449.jpg

তারপর পুরো কলমটাকে এভাবে পেচিয়ে দেই।

১৪তম ধাপ

20211018_200555.jpg

১৫তম ধাপ

20211018_200625.jpg

এখন আরো একটু কাগজ লম্বা করে কেটে নেই ।তারপর একটা ভাঁজ দেই।

১৬তম ধাপ

20211018_200735.jpg

১৭তম ধাপ

20211018_200845.jpg

১৮তম ধাপ

20211018_200918.jpg

এভাবে এঁকে কাগজ টি কেটে নেই।

১৯তম ধাপ

20211018_201154.jpg

এখন কাগজের দুই মাথা আঠা দিয়ে মাঝ বরাবর লাগিয়ে একটি ফুল বানিয়ে নেই।

২০তম ধাপ

20211018_201547.jpg

২১তম ধাপ

20211018_201737.jpg

এখন কলমের উপরের দিকে কাচি দিয়ে ঝিরিঝিরি করে কেটে নেই।

২২তম ধাপ

20211018_201821.jpg

এখন আগের বানিয়ে রাখা ফুলটি বসিয়ে দেই।

২৩তম ধাপ

20211018_202644.jpg

২৪তম ধাপ

20211018_211617.jpg

এখন পুঁথিতি ফুলের মাঝ বরাবর বসিয়ে দেই। ব্যাস হয়ে গেল আমার রঙিন কাগজ দিয়ে কলম তৈরি। আশা করছি আপনাদের সবার কাছে আমার কলমটি ভালো লেগেছে।

আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সেই পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।সবাইকে আমার ব্লগ টি পড়ার জন্য ধন্যবাদ।

ফটোগ্রাফার|@wahidasuma

ডিভাইস|স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

Sort:  
 3 years ago 

আপু আপনার কলম তৈরি টি খুব সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে কলম তৈরির প্রতিটি ধাপ উল্লেখ করেছেন। আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

অনেক সুন্দর ছিল কলমের ডিজাইন। এতো সুন্দর করে তৈরি করেছেন দেখে ভালো লেগেছে। উপস্থাপন গুলো অসাধারণ ছিল। শুভকামনা রইল আপনার জন্য আপু।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে কলম তৈরি সুন্দরভাবে করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপু সত্যি আপনার আজকের ডাই প্রজেক্ট টা খুব ভালো লেগেছে আমার। একদম ইউনিক ছিল জাস্ট চোখে পরার মতন আপু। এই ভাবেই এগিয়ে যান পাশে আছি সব সময়।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

জাজাকাল্লাহ আপু।

 3 years ago 

ওয়াও!! খুবই সুন্দর প্রতিভার বিকাশ ঘটিয়েছেন আপনি রঙিন পেপার দিয়ে কলম বানিয়ে। আসলে রঙিন পেপার দিয়ে যে কলম বানানো যায় এরকম কখনো ভেবে দেখেনি। শুভকামনা থাকলো আপু আপনার জন্য

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই।ভালো থাকবেন।

 3 years ago 

কাগজ দিয়ে কলম তৈরি বিষয়টি অনেক মজার, ধন্যবাদ আপু এমন একটি ইউনিক পোস্ট আমাদের মাঝে উপহার দেয়ার জন্য শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

আপু এই রঙিন কাগজ দিয়ে কলম আমার অনেক পছন্দের একটা ডাই প্রজেক্ট কারণ আমার প্রিয় মানুষ টা এই টা উপহার দিছিলো আমাকে।খবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপু। শুভ কামনা রইলো।

 3 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।আপনার প্রিয় মানুষের জন্য শুভকামনা।

 3 years ago 

😊😊😊

 3 years ago 

কাগজ দিয়ে যে কলম বানানো যায় তা আপনার পোস্টটি না দেখলে যানতামই না।কলমটি খুবই সুন্দর লাগছে।প্রতিটি ধাপ সুন্দর করে তুলে ধরেছেন।শুভকামনা রইলো আপু।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই।ভালো থাকবেন।

 3 years ago 

কলমের সাথে কাগজ লাগানোর পর মনে হচ্ছে ময়ূরের পেখম লাগানো কলম। অনেক সুন্দর হয়েছে।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ।

আপনে একটা কলমকে সুন্দর ভাবে কাগজ দিয়ে ডিজাইন করেছেন। দেখতে অনেক সুন্দর লাগছে।

আপনার এতো সুন্দর অভিঙ্গতাকে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ এবং শুভ কামনা।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62647.29
ETH 2439.61
USDT 1.00
SBD 2.66