DIY PROJECT : এসো নিজে করি একটি লাজুক খ্যাঁকের চিত্র অঙ্কণ||১০% আমার প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভাল আছেন ।আমিও বেশ ভাল আছি।

আজ আমি আপনাদের জন্য কোন রেসিপি নিয়ে আসিনি। আজ আমি আমাদের সবার প্রিয় লাজুক খ্যাঁকের একটি চিত্র অঙ্কন করব।এসো নিজে করি @rme দাদা খুবই ভালো একটা উদ্যোগ গ্রহণ করেছেন। আমাদের সবার ভিতর লুকায়িত সুপ্ত প্রতিভা বিকাশের জন্য দাদা এই উদ্যোগ গ্রহণ করেছেন।আমি যদিও তেমন ভালো আর্ট করতে পারি না।তবুও দাদার উদ্যোগ কে সম্মান জানাতে আমি আর্ট করার চেষ্টা করছি।আর দীর্ঘ বেশ কিছু বছর এই আর্টের সঙ্গে আমার যোগাযোগ নেই বললেই চলে।আজ অনেক বছর পর আর্টের চেষ্টা করছি ।জানি আমার আর্ট বেশি ভালো হবে না তবুও আমি আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন। এটি আমার এই আমার বাংলা ব্লগে করা প্রথম আর্ট।আরো একটা কথা বলে রাখি রং করতে যেয়ে দেখি বাচ্চা তার সব রং ভেঙে হারিয়ে ফেলেছে,তবুও একটু খুঁজে পেয়েছি সেটা দিয়েই চেষ্টা করেছি।তাহলে চলুন শুরু করি আমার লাজুক খ্যাঁকের চিত্র অঙ্কন।



একটি লাজুক খ্যাঁকের চিত্র



20210913_184313.jpg

প্রয়োজনীয় উপকরণ



20210913_182941.jpg

লাজুক খ্যাঁকের চিত্র অঙ্কণ অংকন করতে প্রয়োজনীয় উপকরণ যা যা লাগছে তা নিচে উল্লেখ করা হল:

খাতা :১টি
পেন্সিল :১টি
রাবার :১টি
রং :২টি

অঙ্কনের ধাপ সমূহ :



প্রথম ধাপ

20210913_172454.jpg

প্রথমে আমি লাজুক খ্যাঁকের নাক এঁকে নেই।

দ্বিতীয় ধাপ

20210913_172618.jpg

তারপর এর মাথাটা এঁকে নেই।

তৃতীয় ধাপ

20210913_172916.jpg

তারপর এর পিঠের অংশ টি এঁকে নেই।

চতুর্থ ধাপ

20210913_173115.jpg

তারপর আমি এর লেজ ও একটি পা এঁকে নেই।

পঞ্চম ধাপ

20210913_173323.jpg

তারপর আমি এর দ্বিতীয় পা টি এঁকে নেই।

ষষ্ঠ ধাপ

20210913_173657.jpg

এরপর আমি এর তৃতীয় পা টি এঁকে নেই।

সপ্তম ধাপ

20210913_174907.jpg

এর পর আমি এর চতুর্থ পা ও গলা এঁকে নেই।

অষ্টম ধাপ

20210913_175023.jpg

তারপর আমি এর নাক ও চোখ এঁকে নেই।

নবম ধাপ

20210913_175629.jpg

তারপর আমি এর কান দুটো এঁকে নেই।

দশম ধাপ

20210913_182201.jpg

এখন হয়ে গেল আমার লাজুক খ্যাঁকের চিত্র অঙ্কণ টি।

১১ তম ধাপ

20210913_183402.jpg

এখন আমি আমার নামটি লিখেছি।

১২তম ধাপ

20210913_184309.jpg

এবারে আমি লাজুক খ্যাঁকে রং করেছি।আমি প্রথমে লেজ ও মাথাটা কমলা কালার করেছি।তারপর বডি টা হলুদ কালার করে নিয়েছি।

কেমন লাগলো আমার লাজুক খ্যাঁক অঙ্কন? মন্তব্য করে জানাবেন।

আজকের মত এই পর্যন্তই।এরপর আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে।আমার আজকের ব্লগটি পড়ার জন্য সবাই কে ধন্যবাদ।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@wahidasuma
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ৪০

Cc-@rme

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

Sort:  
 3 years ago 

খুবই সুন্দর হয়েছে।প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে দেখিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সবার প্রিয় সাই ফক্স আর্ট করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু ।আপনার মন্তব্য শুনে ভালো লাগলো।

 3 years ago 

আপু দারুন হয়েছে। একদম অবিকল শিয়ালের ছবি এঁকেছেন। অসংখ্য ধন্যবাদ ।শুভেচ্ছা নিবেন।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।ভালো থাকবেন।

 3 years ago 

খুব সুন্দর হয়েছে লাজুক খ্যাকটি।আমার কাছে ভালো লেগেছে।আপনি আঁকতে জানেন আগে জানতাম না।ধন্যবাদ আপু।

 3 years ago 

আঁকার চেষ্টা করেছি আপু।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ফটোগ্রাফি আশ্চর্যজনক, ভাল কাজ।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ।ভালো থাকবেন।

অনেক সুন্দর ভাবে আর্ট করেছেন আপনি।রংটা বাস্তবের মত হয়েছে।আপনাকে অনেক ধন্যবাদ আপনার দক্ষতা শেয়ার করার জন্য।শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।

 3 years ago 

ল্যাজুক খ্যাঁক অনেক সুন্দর হইচে আপু

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।ভালো থাকবেন।

 3 years ago 

আমিও অংকন করেছিলাম কিন্তু কুকুরের মত হয়ে গেছে

 3 years ago 

আবার চেষ্টা করেন দেখবেন হয়ে যাবে।ধন্যবাদ আপনাকে ভাই।

 3 years ago 

আপু চিত্রটি অসাধারন ছিলো।ধন্যবাদ এবং শুভ কামনা

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.12
JST 0.027
BTC 63049.68
ETH 3022.53
USDT 1.00
SBD 2.50