Diy:(এসো নিজে করি)রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি||১০%বেনিফিশিয়ারী আমার প্রিয় shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন?আশা করছি সবাই খুব ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ভাল আছি।

আজ আমি আপনাদের সামনে রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করে দেখবো।আশা করছি আপনাদের সবার ভালো লাগবে।রঙিন কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করা যায়।আমিও নতুম নতুন অনেক কিছু বানাতে শিখছি।একেকদিন এক একটা জিনিস বানানোর চেষ্টা করছি।আজ তাই আমি প্রজাপতি বানানোর চেষ্টা করবো। আপনাদের সবার ভালো লাগবে আশা করছি।আপনাদের সবার ভালো লাগলেই আমার স্বার্থকতা।



রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি:

20211024_001109.jpg

উপকরণপরিমান
রঙিন কাগজ১টি
কাঁচি১ টি
আঠা১টি

20211024_140541.jpg

প্রুস্তুতপ্রণালী



১ম ধাপ

20211023_235011.jpg

প্রথমে একটি কাগজ এভাবে কেটে নিয়েছি।

২য় ধাপ

20211023_235809.jpg

৩য় ধাপ

20211023_235827.jpg

তারপর এভাবে একটি ভাঁজ দিয়ে নিয়েছি।

৪র্থ ধাপ

20211023_235912.jpg

তারপর ওই ভাঁজ বরাবর সমান করে কেটে নিয়েছি।

৫ম ধাপ

20211024_000014.jpg

৬ষ্ঠ ধাপ

20211024_000032.jpg

এভাবে ভাঁজ দিয়ে নিয়েছি।

৭ম ধাপ

20211024_000104.jpg

তারপর কোনাটা কেটে নিয়েছি।

৮ম ধাপ

20211024_000631.jpg

তারপর উল্টো করে এভাবে করে নিয়েছি।

৯ম ধাপ

20211024_000650.jpg

১০ম ধাপ

20211024_000705.jpg

তারপর দুইপাশে ভাঁজ দিয়ে নিয়েছি।

১১ম ধাপ

20211024_000838.jpg

১২ম ধাপ

20211024_000943.jpg

তারপর এক পাশের মাথাটা টেনে অন্যপাশে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।

১৩ম ধাপ

20211024_001043.jpg

ব্যাস এভাবেই হয়ে গেল আমার প্রজাপতি তৈরি।

১৪ম ধাপ

20211024_001123.jpg

এভাবে আরো বেশ কয়েকটি কালারের প্রজাপতি আমি তৈরি করে নিয়েছি।

আশা করছি আপনাদের কাছে আমার প্রজাপতিটি ভালো লেগেছে।আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সেই পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।সবাইকে আমার ব্লগ টি পড়ার জন্য ধন্যবাদ।

ফটোগ্রাফার@wahidasuma
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

Sort:  
 3 years ago 

বিভিন্ন কালারের প্রজাপতিগুলো খুব সুন্দর দেখাচ্ছে। রঙিন কাগজ দিয়ে আপনি অতি সুন্দর করে এটি বানিয়েছেন।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু

 3 years ago 

বাহ্ আপনি কাগজ দিয়ে সুন্দর করে বিভিন্ন রঙের প্রজাপতি বানিয়েছেন যা আমার কাছে খুব সুন্দর লেগেছে। সুন্দর পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

খুব সুন্দর ভাবে উপস্থাপনের সহকারে আপনি আপনার প্রজাপতিগুলো তৈরি করেছেন। দেখে খুব ভালো লাগলো। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটা অনেক সুন্দর ছিল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে

 3 years ago 

সত্যি বলতে আপনার প্রজাপতি গুলো দেখতে অসাধারণ লাগছে। আপনি খুবই দক্ষতা সাথে প্রজাপতিগুলো বানিয়েছেন রঙিন পেপার দিয়ে। বিশেষ করে লাল প্রজাপতি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া

 3 years ago 

ওয়াও আপু কাগজ দিয়ে সুন্দর প্রজাপতি তৈরি করেছেন।
ধাপে ধাপে সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন।
শুভকামনা রইলো আপু

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া

অনেক সুন্দর হয়েছে ভাই রঙিন পেপার দিয়ে প্রজাপতি। দেখতে খুব ভালই লাগছে এবং বর্ণনা গুলো দিয়েছেন অনেক সুন্দর ভাবে।

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।ভালো থাকবেন।

 3 years ago 

আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করেছেন। আপনার তৈরীকৃত প্রজাপতিগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। অসাধারন ছিল আপনার হাতের কারুকাজ টি। আপনি অনেক সুন্দর করে ধাপে ধাপে দেখিয়েছেন। আমাদের সাথে এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য। অসংখ্য ধন্যবাদ রইল আপু।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ

 3 years ago 

বেশ কিছুদিন আগে আমিও এই প্রজাপতি টা বানিয়েছিলাম। আপনি খুব সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে প্রজাপতি বানিয়েছেন ও ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করেছেন। দেখে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু

 3 years ago 

বাহ ভালোই লাগতেছে আপনার কাগজ দিয়ে বানানো প্রজাপতি গুলো। আপনার পোস্টটি দেখে খুব ভালো লাগলো

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

প্রত্যেকটা প্রজাপতি অন্য অন্য কালারের রঙিন পেপার দিয়ে তৈরি করেছেন। যা সত্যিই চোখে দেখার মত। অনেক সুন্দর হয়েছে আপু। সুন্দর প্রতিভার সাথে সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। শুভেচ্ছা ও অভিনন্দন।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ।আপনার জন্য শুভকামনা।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.15
JST 0.028
BTC 53807.82
ETH 2237.98
USDT 1.00
SBD 2.30