DIY- এসো নিজে করি 🎇বোতল দিয়ে ফুলের ঝুড়ি তৈরি🎇

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন?আশা করছি ভালো আছেন।আমিও ভালো আছি।

DIY- ইভেন্ট (এসো নিজে করি) খুবই ভালো একটি ইভেন্ট।।এর মাধ্যমে অনেক সুপ্ত প্রতিভা বিকশিত হবে।এই সুন্দর উদ্যোগ টি নেওয়ার জন্য আমি এডমিন ও মডারেটর দের ধন্যবাদ জানাই।আমি তেমন কিছু বানাতে পারি না।তবুও একটু চেষ্টা করেছি কিছু বানাতে। এই নিজে করি ইভেন্টে আমি বোতল দিয়ে ফুলের ঝুড়ি তৈরি করবো।তাহলে চলুন শুরু করি।



20210811_193702.jpg

উপকরণ:



●একটি বোতল
●একটি কাটার
●একটি আঠা
●একটি কাচি
●একটি স্ট্যাপলার মেশিন
● দুইটি মার্কার

20210811_194344.jpg

20210811_145831.jpg

প্রুস্তুতপ্রণালী



20210811_145954.jpg

20210811_150140.jpg

১৷ প্রথমে কাটার দিয়ে বোতলের মুখ কেটে নেই।

20210811_150257.jpg

20210811_151039.jpg

২৷ কাচি দিয়ে ঝুরি ঝুরি করে কাটি।

20210811_151241.jpg

৩৷ হাত দিয়ে নিচের দিকে ভেঙে নেই।

20210811_151452.jpg

20210811_151503.jpg

৪৷ দুই পাশের মাঝের অংশটা পিন দিয়ে লাগিয়ে দেই।

20210811_151629.jpg

20210811_151745.jpg

৫৷ এখন একটা পর পর ছোট করে কাটি।

20210811_164047.jpg

20210811_164210.jpg

20210811_164240.jpg

20210811_164339.jpg

20210811_164510.jpg

20210811_191757.jpg

৬৷ এখন দুইটা কাগজ গোল করে কেটে রং করি।তারপর একটা একটা করে মাঝে ভাজ দিয়ে দুইটা কাগজ জোড়া লাগিয়ে মাঝ বরাবর পিন লাগাই।তারপর চার পাশে আঠা লাগিয়ে জোড়া লাগাই ।মাঝখানে ফাঁকা করে দেই।এভাবে বেশ কয়েকটি ফুল তৈরি করি।

20210811_193702.jpg

20210811_193709.jpg

৭৷ এরপর বোতলের ঝুরি ঝুরি কাটা অংশের মাথায় আঠা লাগিয়ে ফুল গুলি বসাই।এভাবে হয়ে গেল আমার বোতল দিয়ে ফুলের ঝুড়ি তৈরি।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।


ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ৪০
ফটোগ্রাফার@wahidasuma

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

Sort:  

আপনার বোতল দিয়ে বানানো ফুলের ঝুরিটা অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই।

 3 years ago 

সত্যিই আপনার বোতল দিয়ে ফুলের ঝুঁড়ি টা দারুন । অনেক সুন্দর বানিয়েছেন। শুভেচ্ছা রইলো আপু অবিরাম।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।ভালো থাকবেন।

 3 years ago 

খুব সুন্দর হয়েছে আপু ফুলের ঝুরিটা।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

বুদ্ধি খাটালে যে সবকিছুকেই নতুন রুপ দেওয়া যায় তা বুঝিয়ে দিলেন।ধন্যবাদ 😊

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ।

 3 years ago 

বাহ অনেক চমৎকার একটি বস্তু তৈরি করেছেন। এবং আপনার উপস্থাপনাও ছিল খুব ভালো।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60270.61
ETH 2411.66
USDT 1.00
SBD 2.43