রঙিন কাগজ দিয়ে স্কুল ব্যাগ তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।




বন্ধুরা আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ডাই পোষ্ট নিয়ে । আমার আজকের ডাই পোস্টটি হচ্ছে রঙিন কাগজ দিয়ে একটি স্কুল ব্যাগ তৈরি । রঙিন কাগজ দিয়ে সবসময়ই ভিন্ন ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে বেশ ভালো লাগে। কিন্তু সময়ের কারণে সব সময় বানানোর সুযোগ হয়ে ওঠে না । এই স্কুল ব্যাগটি বানাতে বেশ সময়ের প্রয়োজন হয়েছিল। অনেকগুলো ধাপ তৈরি হয়েছিল। একেবারে সহজ ছিল না। তারপরেও এই নতুন স্কুল ব্যাগ টি বানাতে পেড়ে বেশ ভালো লাগছে । আশা করছি আপনাদের কাছে আমার স্কুল ব্যাগটি ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আমার আজকের ডাই পোস্ট রঙিন কাগজ দিয়ে তৈরি স্কুল ব্যাগ।



রঙিন কাগজ দিয়ে স্কুল ব্যাগ তৈরি


Polish_20221106_225200750.jpg





  • রঙিন কাগজ
  • কলম
  • কাঁচি
  • আঠা
  • সাদা রং


প্রুস্তুতপ্রণালী



20221018_205138.jpg20221018_205240.jpg

প্রথমে a4 সাইজের একটি কাগজ নেই। তারপর মাঝখান থেকে ভাঁজ দিয়ে কেটে নেই। তারপর কাটা একটা অংশ মাঝখান থেকে ভাঁজ দেই।

20221018_205351.jpg20221018_205419.jpg
20221018_205502.jpg20221018_205540.jpg

তারপর চিত্রের মত করে ধাপে ধাপে ভাজ করে নেই।

20221018_205712.jpg20221018_205740.jpg
20221018_205813.jpg20221018_205902.jpg
20221018_210411.jpg20221018_210556.jpg

তারপর চিত্রের মত একটার পর একটা ভাজ দিয়ে দিয়ে ঘরের মতো তৈরি করে নেই।

20221018_210932.jpg20221018_211026.jpg

তারপর এভাবে ভাঁজ দিয়ে কৌটার মত করে নেই।

20221018_211039.jpg20221018_211231.jpg

তারপর উল্টো করে নেই ও আরো একটি কাগজ নেই।

20221018_211257.jpg20221018_211341.jpg
20221018_211451.jpg20221018_211517.jpg

তারপর এভাবে ধাপে ধাপে ভাঁজ দিয়ে আঠা দিয়ে লাগিয়ে নেই।

20221018_211610.jpg20221018_211716.jpg

তারপর আগে থেকে বানিয়ে রাখা কৌটার মত কাগজের সঙ্গে বড় কাগজটি আঠা দিয়ে লাগিয়ে দেই।

20221018_212022.jpg20221018_212028.jpg

তারপর এভাবে ভাঁজ করে নেই।

20221018_212145.jpg20221018_212225.jpg
20221018_212347.jpg20221018_212725.jpg

তারপর আরো একটু কাগজ চিত্রের মতো করে ভাঁজ করে করে কেটে চিকন ভাঁজ দিয়ে নেই।

20221018_212903.jpg20221018_213058.jpg
20221018_222351.jpg20221018_222357.jpg

তারপর কাগজটি ব্যাগের সঙ্গে আঠা দিয়ে লাগিয়ে দেওয়ার পর আরও কয়েকটি কাগজ ভাঁজ করে নেই।

20221018_222650.jpg20221018_222913.jpg
20221018_223331.jpg20221018_223738.jpg
20221018_223819.jpg20221018_224118.jpg

তারপর এভাবে ধাপে ধাপে সবগুলো অংশ আঠা দিয়ে লাগিয়ে , ব্যাগের চোখ মুখ কলম দিয়ে এঁকে ব্যাস তৈরি হয়ে গেল আমার স্কুল ব্যাগ। আশা করছি আপনাদের ভালো লেগেছে।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 2 years ago 

বাহ্ খুব চমৎকার তো। স্কুল ব্যাগ দেখে তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ছোট বাচ্চাদের দিলে স্কুলে নিয়ে যেতে পারবে। যাই হোক আপনি রঙিন কাগজ ব্যবহার করে অসাধারণ একটি স্কুল ব্যাগ তৈরি করেছেন। এটি তৈরি করতে আপনার অনেক সময় লেগেছে মনে হচ্ছে। ভাঁজে ভাঁজে তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয়। বাচ্চাদের খেলার জন্য একদম পারফেক্ট।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া এটি দিয়ে বাচ্চাদের খেলার জন্য একদম পারফেক্ট ।আমার মেয়ে তো এটি পেয়ে খুবই খুশি হয়েছে ।আর এটি তৈরি করতে প্রচুর সময়ও লেগেছে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আসলেই তো আপু স্কুল ব্যাগটা বানানো অনেক কঠিন। অনেকগুলো ভাজ দিতে হয়।হঠাৎ ছবি দেখে আমার মাথা পাগল হয়ে যাচ্ছে। তবে ব্যাগটা কিন্তু খুবই কিউট।ছোট বাচ্চারা খেলার জন্য পারফেক্ট। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন ধন্যবাদ আপনাকে

 2 years ago 

হ্যাঁ আপু স্কুল ব্যাগটি বানানো বেশ জটিলই ছিল। বানাতে বানাতে আমারই মাথা ঘুরে গিয়েছিল। তার পরেও যে শেষমেষ বানাতে পেরেছি এটাই অনেক ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু মাঝেমাঝে আমারও এমন হয় কোনো জিনিস দেখে মনে হয় একদম সহজ কিন্তু যখন বানাতে যাই পড়ে বুঝতে পারি কতটা কঠিন। আপনার ব্যাগ বানানোর ধাপ দেখেই বুঝা যাচ্ছে কতটা সময় লেগেছিল। তবে যাই বলেন সময় নিয়ে কষ্ট করে তৈরি করেছেন বলেই দেখতে এত সুন্দর লাগছে। হলুদ কালার ব্যবহার করাতে ব্যাগটি দেখতে আরও বেশি সুন্দর লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

হ্যাঁ আপু বানাতে অনেক সময় লেগেছিল । সময় নিয়ে বানিয়েছি বলেই হয়তো বেশি সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 
ডাই প্রজেক্ট গুলো করতে আসলেই অনেক সময় লেগে যায়। আমি নতুন শুরু করেছি তাই আমার সময় আরো বেশি লাগে। আপনার রঙিন কাগজ দিয়ে স্কুল ব্যাগ বানানো খুব সুন্দর হয়েছে। স্কুল ব্যাগ দেখতে সহজ মনে হয়েছিল পুরো বানানোর প্রক্রিয়া দেখে বুঝেছি অত সহজ না। ব্যাগের হলুদ কালার সিলেকশনের জন্য বেশি ফুটে উঠেছে। এই ধরনের বক্স ব্যাগ আমরা ছোটবেলায় ব্যবহার করেছি। ধন্যবাদ আপু।
 2 years ago 

হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলেছেন এ ধরনের ব্যাগগুলো ছোটবেলায় ছিল। আর আপনি যেহেতু নতুন তাহলে বানাতে বানাতেই আস্তে আস্তে পাকা হয়ে যাবেন ।চেষ্টা করতে থাকুন ।মন্তব্য করার জন্য ধন্যবাদ ।

 2 years ago 

অসাধারণ আমি সত্যিই রীতিমতো মুগ্ধ হয়ে গেলাম আপনার রঙিন কাগজের এই স্কুল ব্যাগ দেখে। আপনি খুবই চমৎকারভাবে এটি তৈরি করেছেন যদিও এরকম ব্যাগ তৈরি করতে অনেক বেশি সময় লাগে তবে আপনি ধৈর্য সহকারে এটা তৈরি করতে পেরেছেন এটাই অনেক কিছু। পরবর্তীতে তো আপনার কাছ থেকে এরকম রঙিন কাগজের অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাব বলে আশা রাখি।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলেছেন এ ধরনের ব্যাগ তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয়েছে। আর ধৈর্যেরও প্রয়োজন হয়েছে অনেক। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক কিছু বানাতে আপনার ভালো লাগে। এটার জন্যই হয়তো আমরা নিত্যনতুন কিছু কাজ আপনার কাছ থেকে দেখতে পাই। যেটি আপনি রঙিন কাগজ দিয়ে আমাদের সামনে তুলে ধরেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আশা করি এই রকম আরো চমৎকার কিছু কাজ উপহার দেবেন।

 2 years ago 

ভাই আমার তৈরি রঙিন কাগজের জিনিসগুলো আপনার কাছে ভালো লাগে জেনে বেশ ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর ও সাবলীল ভাষায় মন্তব্যের ফিডব্যাক দেওয়ার জন্য।

 2 years ago 

ওয়াও আপু রঙিন কাগজের স্কুল ব্যাগটি খুবই সুন্দর হয়েছে দেখতে। মনে হচ্ছে যে ব্যাগটি নিয়ে স্কুলে চলে যাই। এই ব্যাগটি বানাতে আপনার অনেক সময় লেগেছে তাছাড়া বেশ কঠিনও বটে। কারণ এতগুলো ধাপ তৈরি হয়েছে ব্যাগ বানাতে তা দেখেই বোঝা যাচ্ছে। তারপরও আপনি খুব নিখুঁতভাবে ফিনিশিং দিয়েছেন। যার কারণে এত কিউট লাগছে দেখতে।

 2 years ago 

হ্যাঁ আপু ব্যাগ টি তৈরি করা বেশ কঠিন ছিল।আর সময়ও লেগেছে প্রচুর । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য । ভালো থাকবেন।

 2 years ago 

ঠিক বলেছেন আপু এই ব্যাগটি দেখতে যতটা সুন্দর বানাতে ততটাই কঠিন। আমিও কয়দিন আগে এরকম একটি ব্যাগ বানিয়ে শেয়ার করেছিলাম বানাতে আমারও অনেক বেশি সময় লেগেছিল। একটা সময় মনে হয়েছিল ছিড়ে ফেলে দেই এত কষ্ট করে বানানোর কি দরকার। তারপর আবার ভাবলাম যে এতদূর পর্যন্ত কষ্ট করে বানিয়েছি শেষ করি। তারপরে বানানোর পরে দেখে আসলেই অনেক ভালো লেগেছিল। আমার ছেলেটা এটা পেয়ে খুবই খুশি হয়েছিল। আপনার ব্যাগটি দেখতে অনেক সুন্দর লাগছে।

 2 years ago 

আসলে আপু আপনি ঠিকই বলেছেন বানাতে বানাতে যখন ঠিকমতো মেলাতে না পারি তখন ছিড়েই ফেলে দিতে ইচ্ছে করে। তার পরেও ধৈর্য নিয়ে বানাতে হয়। আর বানানোর পরে দেখতে ভালো লাগলে সব কষ্ট ভুলে যাই ।আপনার ছেলে ব্যাগটা পেয়ে খুশি হয়েছিল জেনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ব্যাগটা দেখতে যেমন সুন্দর বানানো তেমনই কঠিন। অনেক ধৈর্য নিয়ে তৈরি করেছেন। বেশ কয়েকটি ভাজ দিতে হয় যার কারণে এই কাজগুলোতে ঝামেলা হয়। তবে ব্যাগটা খুব কিউট লাগছে দেখতে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু ব্যাগটি বানাতে বেশ ঝামেলা পোহাতে হয়েছে ।তারপরেও শেষ মেষ বানাতে পেরেছি এবং আপনাদের ভালো লেগেছে এটাই অনেক। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু দারুন লাগছে রঙিন কাগজ দিয়ে স্কুল ব্যাগটি।আপনি ব্যাগ তৈরির প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।এটা দেখে যে কেউ এই ব্যাগটি তৈরি করে ফেলতে পারবে।আমিও ট্রাই করবো ব্যাগটি তৈরি করার।ধন্যবাদ আপু আপনাকে সুন্দর ডাই পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনার কাছে ব্যাগটি ভালো লেগেছে এবং যে কেউ বানাতে পারবে জেনে ভালো লাগলো। অবশ্যই আপনি ট্রাই করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন এটি বানানো কতটা জটিল । তবে জটিল হলেও বানানোর পরে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 63968.11
ETH 2756.38
USDT 1.00
SBD 2.66