রঙিন কাগজ দিয়ে একটি খাম তৈরি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।




বন্ধুরা অনেকদিন পর আজ আমি আপনাদের সামনে একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি । আমার আজকের ডাই পোস্টটি হচ্ছে রঙিন কাগজ দিয়ে একটি খাম তৈরি । রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে বেশ ভালো লাগে ।কিন্তু বেশ কিছুদিন হয়েছে রঙিন কাগজের জিনিস তৈরি করা হয় না । আসলে রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে যেমনি সময়ের প্রয়োজন তেমনি মন মানসিকতা ভালো থাকারও প্রয়োজন । মনে শান্তি না থাকলে কোন কাজ করে আনন্দ পাওয়া যায় না ।তারপরেও আজ আমি চেষ্টা করেছি রঙিন কাগজ দিয়ে একটি খাম তৈরি করতে । আশা করছি আপনাদের কাছে আমার রঙিন কাগজের খামটি ভালো লাগবে । তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আমার আজকের ডাই রঙিন কাগজ দিয়ে একটি খাম তৈরি।


রঙিন কাগজ দিয়ে একটি খাম তৈরি



20230312_211509.jpg




  • রঙিন কাগজ
  • আঠা

প্রস্তুতপ্রণালী


20230312_205109.jpg20230312_205233.jpg

প্রথমে A4 সাইজের একটি রঙিন কাগজ নেই । তারপর এক পাশের কোনা ভাঁজ দেই । তারপর ওপরের দিকে এক কোনা ভাঁজ দেই ।

20230312_205158.jpg20230312_205356.jpg

তারপর চিত্রের মত করে ভাঁজ দেই ।

20230312_205537.jpg20230312_205843.jpg

তারপর আরেক পাশের কোনা ভাঁজ দেই ও কাগজটি খুলে নেই ।

20230312_205917.jpg20230312_210102.jpg
20230312_210118.jpg20230312_210244.jpg

তারপর চিত্রের মতো করে একে একে ভাঁজ দিতে থাকি ।

20230312_210423.jpg20230312_210522.jpg

ভাঁজ দেওয়া শেষ হলে কাগজটি উল্টো করে নেই ।

20230312_210537.jpg20230312_210858.jpg

তারপর চিত্রের মতো করে আরো ভাঁজ দিয়ে নেই ।

20230312_210939.jpg20230312_211121.jpg

ভাঁজ দেওয়া শেষ হলে এক পাশে আঠা লাগিয়ে নেই।

20230312_211353.jpg20230312_211447.jpg

আঠা লাগানোর পর ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার খাম ।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 last year 

রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি খাম তৈরি করেছেন। খামটি দেখতে খুবই সুন্দর হয়েছে। কালার সিলেকশনটা অসাধারণ হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

আমার রঙিন কাগজের তৈরি খামটি আপনার কাছে ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।

 last year 

আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি খাম বানিয়েছেন। আমার কাছে আপনার এই ডাই প্রজেক্ট অনেক ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে যে কোনো জিনিস বানালে দেখতে খুবই সুন্দর লাগে। প্রতিটা ধাপ খুব সুন্দর করে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু

 last year 

হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে । অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।

 last year 

রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে আমার কাছেও খুবই ভালো লাগে। তাছাড়া ঠিকই বলেছেন আপু মন মানসিকতা ভালো না থাকলে কোন কাজ করেই এই শান্তি পাওয়া যায় না তাছাড়া এসব কাজ তো অনেক আনন্দ নিয়ে বসতে হয় । যাইহোক আপনার রঙিন কাগজের খামটি কিন্তু খুব সুন্দর হয়েছে। কোনার ভাঁজটি বেশ জটিল মনে হল আমার কাছে। কিন্তু আপনি খুব চমৎকার ভাবে করেছেন জন্য সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ।

 last year 

হ্যাঁ আপু সবগুলো ভাঁজ মোটামুটি সহজই ছিল তবে কিছু কিছু ক্ষেত্রে একটু জটিল ছিল । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 last year 

আসলে এরকম কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে পারলে নিজের কাছে কোন রকম ভাললাগে কাজ করে আর এই ভালোলাগাটা হয়তোবা কখনো বলে বোঝানো সম্ভব হয়ে ওঠেনা। রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকার একটি খাম তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এই রঙিন কাগজের খাম তৈরি করে শেয়ার করার জন্য।

 last year 

ভাইয়া আপনি ঠিকই বলেছেন রঙিন কাগজ দিয়ে কোন কিছু বানানো হয়ে গেলে নিজের কাছেই অন্যরকম ভালো লাগা কাজ করে । ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.031
BTC 58951.49
ETH 2505.59
USDT 1.00
SBD 2.48