রঙিন কাগজ দিয়ে বো তৈরি

in আমার বাংলা ব্লগ9 months ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে ।আজ আমি মূলত রঙিন কাগজ দিয়ে একটি বো তৈরি করেছি ।আসলে রঙিন কাগজ দিয়ে মাঝে মাঝে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে বেশ ভালই লাগে। যদিও সময়ের অভাবে খুব একটা তৈরি করা হয় না ।তার পরেও যখন তৈরি করি তখন বেশ ভালই লাগে। আজ রঙিন কাগজ দিয়ে বো টাই তৈরি করতে আমার কাছে বেশ ভালো লেগেছিল ।তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি । যদিও আজকে ভীষণ ব্যস্ত ছিলাম যার কারণে কমিউনিটির কোন কাজই করতে পারিনি ।তার পরেও তাড়াহুড়ো করে পোস্টটি লিখছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।


রঙিন কাগজ দিয়ে বো তৈরি


Polish_20240129_232721940.jpg



  • রঙিন কাগজ
  • পেন্সিল
  • কাঁচি
  • আঠা

প্রুস্তুতপ্রণালী


IMG20240120193440.jpg

IMG20240120193814.jpg

প্রথমে নয় ইঞ্চি মাপ নিয়ে একটি রঙিন কাগজ কেটে নেই।

IMG20240120194030.jpg

IMG20240120194341.jpg

তারপর কাগজটির দুইপাশ থেকে দুইটি ভাজ দিয়ে নেই।

IMG20240120194637.jpg

IMG20240120194805.jpg

তারপর নিচের দিকের অংশটা কেটে নেই।

IMG20240120194847.jpg

IMG20240120194922.jpg

IMG20240120195103.jpg

IMG20240120195140.jpg

তারপর চিত্রের মতো করে পেন্সিল দিয়ে এঁকে নেই ও কাঁচি দিয়ে কেটে নেই।

IMG20240120195326.jpg
IMG20240120195453.jpg

তারপর নিচের দিকে দুই পাশে কেটে নেই।

IMG20240120195713.jpg

IMG20240120195832.jpg

তারপর আঠা দিয়ে দুই পাশ লাগিয়ে নেই।

IMG20240120200514.jpg

এভাবে দুই পাশেই ফুলের মত করে নেই।

IMG20240120200841.jpg

IMG20240120200944.jpg

তারপর নিচের দিকে পেন্সিল দিয়ে এঁকে কাচি দিয়ে কেটে নেই।

IMG20240120201213.jpg

IMG20240120201332.jpg
IMG20240120201332~2.jpg

তারপর মাঝখানে আঠা লাগিয়ে নেই। তারপর একটি পুঁথি বসিয়ে দেই। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার রঙিন কাগজের বো তৈরি ।আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 9 months ago 

রঙ্গিন কাগজ দিয়ে চমৎকার প্রক্রিয়ার মাধ্যমে সুন্দর একটি বৌ তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। রঙ্গিন কাগজ দিয়ে বৌ তৈরি করার ক্ষেত্রে রঙ্গিন কাগজটি ভাঁজ করে নেওয়াটা এবং সর্বশেষ পর্যায়ে পুঁথি লাগিয়ে দেওয়াটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 8 months ago 

ভাইয়া সর্বশেষ ধাপে পুঁথি লাগানো আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 9 months ago 

একদম ঠিক বলেছেন কাগজের তৈরি জিনিসগুলো তৈরি করতে আসলেই অনেক ভালো লাগে তবে সময় এর অভাবে করা হয়ে ওঠে না । তারপরও আপনি সুন্দর একটি বো তৈরি করেছেন দেখে খুব ভালো লাগছে । পুঁতি দেয়ার কারণে আরো বেশি ভালো লাগছে । লাল কালারটা অনেক সুন্দর ফুটেছে ।

 8 months ago 

আপু আপনার কাছে আমার তৈরি রঙিন কাগজের বো ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 9 months ago 

রঙিন কাগজ দিয়ে বো তৈরি অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হলাম। ধাপে ধাপে উপস্থাপন দেখে শিখতে পারলাম পরবর্তী তৈরির করবো ইনশাআল্লাহ।

 8 months ago 

ভাইয়া এটি তৈরি করা খুবই সহজ। চেষ্টা করে দেখবেন নিশ্চয়ই পেরে যাবেন ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 9 months ago 

রঙিন কাগজ দিয়ে কত কে তৈরি করা যায় তা আপনাদের দ্বারা প্রমাণিত হয়। খুবই সুন্দর করে বো তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে। এই ধরনের কিছু তৈরির মধ্যে আলাদা মজা রয়েছে। যেটা আপনি খুব সুন্দর করে তৈরি করে দেখালেন। অনেক সুন্দর হয়েছে তৈরি।

Posted using SteemPro Mobile

 8 months ago 

হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন এই জিনিসগুলো বানাতে সত্যিই ভীষণ ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 9 months ago 

সর্ব শেষ ধাপে যখন ছবিটা দিয়েছেন আর মাঝে যে পুঁথি রয়েছে সেই সৌন্দর্যটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আপু। আপনার নিখুঁত কাজের দক্ষতা আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 8 months ago 

শেষে পুঁথি দেওয়ার কারনে আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে অনেক ভাল লাগল। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 9 months ago 

রঙিন কাগজ দিয়ে বো তৈরি করার দারুন পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার এই পোষ্টের মাধ্যমে নতুন ধরনের একটা জিনিস সম্পর্কে ধারণা লাভ করতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 months ago 

অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল। ভাল থাকবেন।

 9 months ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি বো তৈরি করেছেন।রেড কালার হওয়ায় এটা দেখতে খুবই সুন্দর লাগছে।আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 8 months ago 

আপু কাগজের কালার টি লাল হওয়ার কারণে আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে অনেক ভাল লাগল। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 9 months ago 

রঙিন কাগজ দিয়ে বো তৈরি দেখতে অনেক সুন্দর লাগতেছে। লাল রঙের রঙিন কাগজ এর জন্য চমৎকার ফুটে উঠেছে। ভালো ছিলো আপু। এধরনের কাজ গুলো সব সময়ই ভালো লাগে। ধন্যবাদ সবাইকে আপু।

 8 months ago 

ভাইয়া লাল কাগজের জন্য আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।আর এই ধরনের কাজগুলো আপনার কাছে ভালো লাগে জেনেও খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর বো তৈরি করেছেন। বো টি দেখতে খুবই সুন্দর লাগছে। মাঝখানে পুঁতি ব্যবহার কারণে আরো বেশি আকর্ষণীয় লাগছে ।রঙিন কাগজের জিনিসগুলো তৈরি করতে একটু সময়ের প্রয়োজন হলেও দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 8 months ago 

হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন রঙিন কাগজের তৈরি জিনিস গুলো বানাতে সময় লাগলেও যখন হয়ে যায় তখন কিন্তু বেশ ভালই লাগে ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 9 months ago 

রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকারভাবে একটি বো তৈরি করেছেন। বো টি দেখতে খুবই দারুণ লাগছে। আপনি খুব সুন্দর ভাবে বো তৈরীটি ধাপে ধাপে গুছিয়ে রেখেছেন। অনেক ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 months ago 

আপু আপনার কাছে আমার রঙিন কাগজের বো দারুন লেগেছে জেনে বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 66882.49
ETH 2597.23
USDT 1.00
SBD 2.71