আজকের ফোটা ফুলগুলি
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
বন্ধুরা আজ আমি আপনাদের সামনে চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। ফুল ভীষণ প্রিয় আমার। তাইতো এই গরমের মাঝেও মাঝে মাঝে ছাদে গিয়ে দেখি আজকে কি ফুল ফুটেছে। আজ সকালেও তেমনি গিয়েছিলাম ছাদে। তখনো রোদ ওঠেনি। ছাদে যেয়ে দেখি আমার কিছু গাছে আজ প্রথম ফুল ফুটেছে, যা দেখে সত্যি মুগ্ধ হয়েছিলাম আমি। আসলে ফুল দেখলে যে কোন মানুষেরই মানসিক প্রশান্তি আসে। যদিও অতিরিক্ত রোদের কারণে গাছগুলোর অবস্থাও খুব একটা ভালো না। আর বৃষ্টি হলে গাছগুলো যেন সতেজ ও প্রাণবন্ত হয়ে ওঠে এবং ফুলও প্রচুর পরিমাণে ফোটে। যাইহোক আজ সকালের ফোটা কয়েকটি ফুলের ফটোগ্রাফ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে।
আজকের ফোটা ফুলগুলি
এই গাছটি আমি কেনার পর এই প্রথম গাছে ফুল ফুটেছে। সত্যি আমি সকালবেলায় ফুলটি দেখে মুগ্ধ হয়েছি। কেননা এর আগে যখন গাছটি কিনেছিলাম তখন বেশ কিছু কলি ছিল। কিন্তু বাসায় আনার পর সবগুলো কলি ঝরে পড়ে গিয়েছিল। একটিতেও ফুল ফোটেনি। কিন্তু এবার আবার নতুন করে বেশ কিছু কলি এসেছে কিছুদিন আগে দেখলাম। আজ তাতে ফুল ফুটেছে। চমৎকার কালারের ফুল। তবে যখন কিনেছিলাম তখন ডিপ খয়েরী ছিল। এখন দেখলাম ডিপ লাল কালারের হয়েছে। দেখতে কিন্তু ভীষণ চমৎকার।
এই গাছটি দু-তিন মাস আগের কেনা। কিন্তু অলসতা করে এখনো কোনো টবে লাগানো হয়নি। তারপরেও এত ছোট জায়গার মধ্যেও গাছটিতে চমৎকার ফুল ফুটেছে এটিই দেখার বিষয়। আসলে জবা ফুল একদিকে যেমন সৌন্দর্য বহন করে তেমনি অন্যদিকে এর গুনাগুন প্রচুর রয়েছে। এটি মানুষের বিভিন্ন কাজে আসে। ত্বক চুলসহ আরো বেশ কিছু কাজে এই জবা ফুলের ব্যবহার করা হয়।
আর এটি হচ্ছে চমৎকার কালারের গোলাপ ফুল। বেশ আনকমন দেখতে এই ফুলটি। আমার কাছে ভীষণ ভালো লাগে। এবার বেশ কিছু কলি এসেছে গাছে এবং ফুলও ফুটেছে। দেখতে চমৎকার লাগছিল সবগুলো ফুল একসঙ্গে ফোটার পরে। তাইতো আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
আসলে গাছে অনেকগুলো কলি একসঙ্গে থাকলে দেখতে বেশ ভালো লাগে। তবে অতিরিক্ত রোদের কারণে কলি গুলো কেমন যেন কালো হয়ে যাচ্ছে। ফুলও বেশ ছোট হয়ে আসছে।
এটি আরো একটি চমৎকার কালারের গোলাপ ফুলের কলি। এই ফুলের একটি বিশেষ গুণ হল এই ফুল যত সময় যায় তত কালার পরিবর্তন করে। দুই থেকে তিন রকমের কালার হয় এর। দেখতে বেশ ভালো লাগে।
আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
ফটোগ্রাফার: | @wahidasuma |
---|---|
ডিভাইস: | স্যামসাং গ্যালাক্সি এ৪০ |
🔚ধন্যবাদ🔚
@wahidasuma
আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
আপনার ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে প্রত্যেকটা ফটোগ্রাফি মন ছুয়ে গেছে। গোলাপ ফুল গুলো সত্যিই আনকমন লালের মাঝে সাদা সাদা কালার হওয়াতে বেশি ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমার ফুলের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন। ফুলের প্রতিটা ফটোগ্রাফি আমার খুবি ভালো লেগেছে। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
আমার প্রতিটি ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার ছাদের ফুল গাছগুলোর মধ্যে, প্রথমবার ফোঁটা ফুলগুলোর ফটোগ্রাফি করে আমাদের মাঝে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন তো। আমার কাছে আপনার প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে দেখতে। এত সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখলে সবাই অনেক বেশি পছন্দ করবে। আমি তো বেশ কিছুক্ষণ পর্যন্ত একেবারে মুগ্ধ হয়েই তাকিয়ে ছিলাম এই ফটোগ্রাফির দিকে। আপনার ফটোগ্রাফির বর্ণনাও খুবই সুন্দর ভাবে লিখেছেন। সব মিলিয়ে অসাধারণ একটা পোস্ট তুলে ধরেছেন আপনি।
ভাই আপনার এত সুন্দর একটি মন্তব্য পড়ে সত্যিই ভীষণ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে এভাবে মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য। ভালো থাকবেন।
ছাদে বাগান থাকলে বেশ ভালো লাগে আপু মাঝে মাঝে যেয়ে ঘুরে আসা যায়। তবে ফুল গাছের যত্ন নিতে হবে শুধু কিনে রাখে ফেলে রাখলে হবে না আপু। কিন্তু জবা ফুলের কালার টা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি অনেক সুন্দর হয়েছে জবা ফুলের কালারটা। মনে হয় বৃষ্টির পানিতে জবা ফুলের গাছটি তরতাজা হয়ে গেছে। আর গোলাপ ফুলটাও অসাধারণ ছিল বিভিন্ন কালার মিশ্রণে।
হ্যাঁ আপু এই গরমে আর গাছ লাগাতে মন চায় না। তার পরেও চেষ্টা করি লাগানোর জন্য। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আজকের ফোটা সকল ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আসলে সবকয়টি ফুল দেখতে অসাধারণ সুন্দর লাগছে। জবা ফুলের ফটোগ্রাফিটি এবং চমৎকার গোলাপ ফুলের ফটোগ্রাফিটি দেখতে আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে। দুর্দান্ত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জবা ও গোলাপ ফুলের ফটোগ্রাফি টি আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
জবা ও গোলাপ ফুলের বেশ কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আজ আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন এই পোস্ট এর মধ্যে। এত সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে আমার তো বেশ ভালো লেগেছে আরো বেশি ভালো লাগলো এই জন্য যে ফটোগ্রাফিগুলো ছিল বেশ পরিষ্কার। একদম ফুলগুলো ক্লিয়ার ভাবে ক্যামেরায় ধারণ করেছেন এবং তা আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ ।
আপনার কাছে আমার ফুলের ফটোগ্রাফি গুলো বেশ ভালো লেগেছে জেনে ভালো লাগলো । আসলে ফুলগুলোকে পরিষ্কারভাবে ক্যামেরায় বন্দি করার চেষ্টা করেছিলাম ।আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা । ধন্যবাদ।