ঝিঙে ও আলু দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী বন্ধুরা,আপনারা সবাই কেমন আছেন?আশা করছি সবাই খুব ভালো আছেন।আমিও বেশ ভালো আছি।

চিংড়ি মাছ এমন একটি মাছ যেটা আপনি যেভাবেই খান না কেন খুবই মজা লাগে।আমার তো খুবই প্ৰিয় একটি মাছ। আজ আমি চিংড়ি মাছ ঝোল করে রান্না করার রেসিপি টি শেয়ার করবো।

আমি আজকে চিংড়ি মাছ আলু ও ঝিঙে দিয়ে ঝোল করবো।আলু এবং ঝিঙে দুটিই খুবই পুষ্টিগুণ সম্পন্ন সবজি।যাদের পেটে গ্যাসের সমস্যা আছে তাদের জন্য এই তরকারি টি খুবই উপকারী।ঝিঙেতে প্রচুর পরিমানে খাদ্য আঁশ থাকায় এটি হজমে সহায়তা করে ও গ্যাসের সমস্যা দূর করতেও সাহায্য করে।


তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ঝিঙে ও আলু দিয়ে চিংড়ি মাছ ঝোল করার রেসিপি।


20210810_142811.jpg

উপকরণ


Polish_20210810_183555002.jpg

উপকরণপরিমাণ
চিংড়ি৩০০গ্রাম
আলু২টি
ঝিঙে২টি
পেঁয়াজ কুচি১/২কাপ
কাঁচা মরিচ২টি
পেঁয়াজ বাটা৩টেবিল চামচ
আদা বাটা১চা চামচ
রসুন বাটা১চা চামচ
হলুদ গুঁড়া১চা চামচ
ধনিয়া গুঁড়া১চা চামচ
জিরা গুঁড়া১চা চামচ
লাল মরিচ গুঁড়া১চা চামচ
সয়াবিন তেলপরিমাণ মতো
লবনস্বাদ মতো

প্রুস্তুতপ্রণালী


20210810_133547.jpg

20210810_133612.jpg

20210810_133639.jpg

20210810_133730.jpg

20210810_133845.jpg

১৷ প্রথমে একটি কড়াইয়ে তেল নেই।তারপর তেল গরম হলে, চিংড়ি গুলি হলুদ লবন মাখিয়ে তেলে দিয়ে দেই।তারপর চিংড়ি গুলি ভালো করে ভেজে একটি বাটিতে তুলে রাখি।

20210810_133853.jpg

20210810_134028.jpg

20210810_134114.jpg

20210810_134151.jpg

২৷ তারপর তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেই।পেঁয়াজ বাদামি হয়ে গেলে সব বাটা মসলা ও গুঁড়া মসলা দিয়ে কিছুক্ষণ রান্না করি।

20210810_134329.jpg

20210810_134436.jpg

৩৷ এখন সবজি গুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করি।

20210810_134525.jpg

৪৷ তারপর একটু পানি দিয়ে দেই।

20210810_134944.jpg

৫৷ পানি কমে সবজি সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা চিংড়ি গুলি দিয়ে কিছুক্ষণ রান্না করি।

20210810_135522.jpg

20210810_135630.jpg

৬৷ চিংড়ি ও সবজি কষানো হয়ে গেলে ঝোলের পানি ও কাঁচা মরিচ দিয়ে দেই।

20210810_140226.jpg

20210810_140230.jpg

৭৷ পানি ফুটে উঠলে জিরার গুঁড়া দিয়ে কিছুক্ষণ রান্না করি।

20210810_140524.jpg

৮৷ এভাবে হয়ে গেল আমার ঝিঙে ও আলু দিয়ে চিংড়ি মাছ রান্না।একটা কথা মনে রাখবেন এই ঝোলটা কিন্তু পাতলা পাতলা ঝোল হবে।এই ঝোলটা পাতলাই ভালো লাগে।এখন পরিবেশনের পালা।

20210810_142802.jpg

এখন গরম ভাতের সঙ্গে খেতে হবে।খেয়ে দেখবেন কত মজা।যারা এটি কখনো করেন নি তারা অবশ্যই করে দেখবেন ।তাহলেই বুঝতে পারবেন এই তরকারি টা কত সুস্বাদু।আজকের মতো এই পর্যন্তই।

আশা করছি আপনাদের আমার আজকের রেসিপি টি ভালো লেগেছে।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ৪০
ফটোগ্রাফার@wahidasuma

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর রেসিপি, রান্নাটি ভালো করেছেন আপনি। আমি ঝিঙে কম পছন্দ করি।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।এই তরকারি টা খেয়ে দেখবেন ভালো লাগবে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুব সুন্দর হয়েছে আপু রেসিপিটি।আমরাও আজ বাগদা চিংড়ি খেলাম । ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

মজাদার একটি রেসিপি আপু।ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে ও অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার তরকারিটা দেখে মনে হচ্ছে খুব মজা হয়েছে।ভালই রান্না করেছেন।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

চিংড়ির সাইজ তো ভালোই বড়, এই চিংড়ি দিয়ে ঝিঙে আলুর ঝোল সত্যি অপূর্ব লাগে :)

 3 years ago 

আসলেই ভালো হয়েছিল দাদা।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60191.71
ETH 2410.52
USDT 1.00
SBD 2.43