সময়ের গুরুত্ব

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।


বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি ভিন্ন ধরনের পোস্ট নিয়ে হাজির হয়েছি । আসলে একেক দিন একেক রকমের পোস্ট করতে আমার কাছে ভীষণ ভালো লাগে । তাই তো আজ একটু ভিন্ন ধরনের পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সময়ের গুরুত্ব নিয়ে । আসলে সময় আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ । সময় কে অবহেলা করে জীবনে কোনদিনই সফলতা অর্জন করা সম্ভব নয় । তাইতো জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমাদের সময়ের গুরুত্ব সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন।


clock-1606919_1280.jpg

source

সময়ের গুরুত্ব


পৃথিবীতে আজ অবধি যত কেউ সফলতা অর্জন করেছে তাদের সকলের সফলতার পেছনে রয়েছে সময়ের মূল্য সম্পর্কে সচেতনতা । কারণ পৃথিবীর সকল বড় গুনী ও সফল ব্যক্তিগণ সবাই সময় সম্পর্কে সচেতন ছিলেন । সময় কে অবহেলা করা মানুষ কখনোই উন্নতির শিখরে অবতীর্ণ হতে পারে না ।যারা সময়কে অবহেলা করে তারা সাময়িক সফলতা অর্জন করলেও সেটা চিরস্থায়ী হয় না ।তাই সময়কে যথাযথ মূল্যায়ন করতে হয় । কেননা সময় একবার হারিয়ে গেলে শত চেষ্টা করেও সেই সময়কে আর ফিরিয়ে আনা সম্ভব নয় । পৃথিবীতে অনেক কিছু আবিষ্কৃত হয়েছে কিন্তু হারানো সময় কে ফিরিয়ে আনার যন্ত্র আজও আবিষ্কার হয়ে ওঠেনি ।তাহলে সময় আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ এর থেকেই বোঝা যায়।


আমাদের প্রতিটি মানুষকেই সময় সম্পর্কে অনেক বেশি সচেতন হওয়া প্রয়োজন । কেননা দিনের প্রথমেই যদি আমরা নির্ধারণ করে থাকি কোন সময়ে কোন কাজটা সম্পন্ন করব ,তাহলে কাজগুলো সঠিক সময়ে সম্পূর্ণ হয়ে যায় । আলসেমি করে এখনকার কাজ তখন করব ,এরকম অবহেলা করলে দেখা যায় যে পরে অনেক গুরুত্বপূর্ণ কাজ এসে যায় ।যার কারণে পরবর্তীতে কোন কাজই করা সম্ভব হয়ে ওঠে না । যেমন আমার নিজের ক্ষেত্রেই দেখা যায় অনেক সময় আলসেমি করি আজ পোস্টটা একটু পরে করি ,এরকম করতে করতে যখন রাত বারোটার কাছাকাছি হয়ে আসে তখন মনে হয় যে থাক আজ আর পোস্ট করব না । এভাবেই সময়ের অপব্যবহার হয় । এজন্য প্রথমেই প্রতিটি কাজের সময় নির্ধারণ করা একান্ত জরুরী।


আর ছাত্র জীবনে সময়ের মূল্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ।কেননা একজন ছাত্র সময়কে যেভাবে ব্যবহার করবে তার পরবর্তী জীবনটা সেভাবেই গড়ে উঠবে । একজন ছাত্র যদি সঠিক সময়ে সঠিকভাবে পড়াশোনাটা করে, তাহলে পরবর্তীতে ভবিষ্যতে সে বেশ ভালো অবস্থানে থাকবে । আর যে ছাত্রজীবনে আলসেমি করে কাটায়, পড়াশোনা ঠিকমতো না করে তার ভবিষ্যতও খুব একটা ভালো হয় না । যারা সময়ের মূল্য দিতে জানে তারা পরবর্তী জীবনে বেশ সুখী-সমৃদ্ধ জীবন লাভ করে। আর যারা সময়ের গুরুত্ব সম্পর্কে উদাসীন থাকে তাদের জীবন হয়ে ওঠে অভিশপ্ত । সেই অভিশপ্ত ময় জীবন তাদের মৃত্যুর আগ পর্যন্ত বয়ে বেড়াতে হয়।


আসলে মানুষের জীবন খুবই ক্ষণস্থায়ী । এই ক্ষণস্থায়ী জীবনে মানুষ স্থায়িত্ব লাভ করতে পারে না । তবে মানুষ তার কর্মের মধ্য দিয়ে পৃথিবীতে অনেক দিন বেঁচে থাকতে পারে । সে ক্ষেত্রে অবশ্যই তাকে সময়ের গুরুত্ব দিতে হবে এবং তার লক্ষ্য স্থির করে সময়ের মূল্য দিয়ে সেই লক্ষ্যে পৌঁছাতে হবে । তবেই মানুষের জীবনে সফলতা আসবে। তাই আমরা সকলেই চেষ্টা করব সময়ের কাজ সময়ে করার জন্য এবং কোন সময়ে কোন কাজটি করতে হবে সেটি পূর্ব থেকে নির্ধারণ করার চেষ্টা করব । তবেই আমাদের জীবনে সফলতা নেমে আসবে।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে এবং ঘুমাতে আমি ভীষন পছন্দ করি।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 last year 

কথায় বলে সময়ের মূল্য যে বোঝেনা তার জীবনে কোন উন্নতি হয় না। সময়ের কাজ সময় না করে যদি ফেলে রাখা যায় তাহলে সেই কাজটি আপনার জন্য ঘাটতি হবে। আপনি শত চেষ্টা করলেও ওই কাজটি কভার করে উঠতে পারবেন না। পৃথিবীতে আজ যত মানুষ উন্নতির শিখরে পৌঁছেছে তাদের মূলে ছিল এই সময়ের মূল্য। আলসেমি না করে আমাদের প্রতিটা মানুষের উচিত সময় সম্পর্কে সচেতন হওয়া। সময়কে গুরুত্ব দেয় এবং সময়ের কাজ সময় শেষ করা। আপু আপনি সব মিলিয়ে সময়ের গুরুত্ব নিয়ে খুব দারুন লিখেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলেছেন সময়ের মূল্য যে বোঝেনা তার জীবনে কোনদিনও উন্নতি হয় না। এটি আমাদের সকলেরই মনে রাখা প্রয়োজন ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

এটা ঠিক কথা বলেছেন আপু আমাদের সকলেরই নিজেদের সময়ের একটা সঠিক রুটিন তৈরি করে নেয়া প্রয়োজন। যদি এই সঠিকভাবে রুটিনটা তৈরি করে নেয়া যায় তাহলে যে কোন কাজে এই সহজেই করা সম্ভব হবে বলে আমি মনে করি। আপনার মত আমিও মাঝে মাঝে আলসেমি করি আর একদিনের কাজ অন্যদিনে নিয়ে চলে যাই।

 last year 

আসলে ভাইয়া আলসেমি আমাদের সবার জীবনেই মনে হয় রয়েছে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।ভালো থাকবেন।

 last year 

জী আপু আপনি ঠিক বলেছেন। আমাদের জীবনের প্রত্যেকটা ‍মূহর্ত খুবই দামি। আমরা অবহেলায় সময় নষ্ট করে ফেলি। পড়ে আমরা বুঝতে পারি সময়ের গুরুত্ব না দিয়ে কত বড় ভুল করেছি। খুবই মূ্ল্যবান একটি ব্লগ। ধন্যবাদ।

 last year 

ভাই আপনার কাছে আমার ব্লগ টি ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 last year 

নির্দিষ্ট সময়ের প্রতি গুরুত্ব দেওয়া, পরিশ্রম করা, ধৈর্য ধারণ সবকিছু মিলেই সফলতা। এই তিনটি একটি বিষয় যদি নিশ্চিত করা যায় তাহলে সফলতা অবধারিত। যেখানে নিয়মিত পরিশ্রম করলাম কিন্তু সময়ের অপব্যবহার করলাম সেখানে কখনো সফলতা আসতে পারে না।তাই সময়ের নিয়মানুবর্তিতা মেনে চলে যদি এগিয়ে যাওয়া যায়। তাহলে যে কোন কিছু জয় করা সম্ভব। আপনি সময়ের গুরুত্ব নিয়ে অনেক সুন্দর লেখা লিখছেন। বেশ ভালোই লেগেছে আপনার লেখা গুলো পড়ে।

 last year 

আসলে আপু সময় এমন একটি মহামূল্যবান জিনিস যা আমরা কেউ বুঝতে পারি না । যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আপনি আমাদের মাঝে আলোচনা করেছেন। আসলে সময় খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যদিও আমি সময়ের গুরুত্ব দেই না যার কারণে সব সময় লক্ষ্য অর্জন করতে পারিনা এবং পরে হতাশ হয়ে যাই।যে কোন কাজে আমাদেরকে সফলতা অর্জন করতে হলে সময়ের গুরুত্ব দেওয়া প্রয়োজন। সত্যি খুবই ভালো লাগলো আপনারই আলোচনা গুলো পড়ে। ধন্যবাদ এত সুন্দর কিছু লেখা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আসলে আপু আমাদের সবার জীবনেই মনে হয় একই সমস্যা সময় কে গুরুত্ব না দেওয়া । তারপরেও একটু একটু করে গুরুত্ব দেওয়ার খুব প্রয়োজন । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

আমাদের সকলেরই উচিত সময় সম্পর্কে একটু বেশি পরিমাণে সচেতন হওয়া। বিশেষ করে ছাত্র জীবনে সময়ের গুরুত্ব দেয়াটা বেশি জরুরী। কারণ একবার যেয়ে সময়টা চলে যায় সেটা কোনোভাবেই আর ফিরিয়ে আনা যায় না।

 last year 

হ্যাঁ আপু ঠিকই বলেছেন ছাত্র জীবনে সময়ের গুরুত্ব দেওয়াটা সবচেয়ে বেশি জরুরী যেটা আমরা অনেকেই দিয়ে থাকি না ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি বিষয় নিয়ে পোস্ট লিখে শেয়ার করেছেন। আমি মনে করি সকল মানুষের সময়ের প্রতি সচেতন হওয়া প্রয়োজন। ঠিক বলেছেন আপু আপনি আমাদের সকলের জীবনে সময়টাকে সঠিকভাবে ব্যবহার করে শিখতে হবে তাহলে আমরা জীবনে উন্নতি করতে পারব। আসলে আপু আপনার মত আলসেমি করার অভ্যাস আমারও একটু রয়েছে। ধন্যবাদ দারুন একটি বিষয় নিয়ে পোস্ট লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আসলে সময় নিয়ে আমরা সবাই কমবেশি আলসেমি করে থাকি কিন্তু এটা আমাদের কারোরই করা উচিত নয় । আশা করি আমরা সবাই এখন থেকে সময়ানুবর্তিতা সম্পর্কে আরো বেশি সচেতন হব। ধন্যবাদ আপনাকে।

 last year 

অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে লিখেছেন। হ্যাঁ সময়ের মূল্য সম্পর্কে যাদের সচেতনতা ছিল তারাই কিন্তু জীবনে সফল হতে পেরেছে। আমার মতে সবাইকে সময়ের মূল্য দিতে শিখতে হবে তাহলে জীবনে উন্নতি সাধন করা সম্ভব।

 last year 

হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলেছেন সবাইকে সময়ের মূল্য দিতে হবে । তাহলেই জীবনে উন্নতি করতে পারবে ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58729.26
ETH 2640.67
USDT 1.00
SBD 2.47