"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪২ || ডাই কন্টেস্ট কাগজ দিয়ে ফুল তৈরি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।


বন্ধুরা আজ আবারো হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে । তবে এবার আমি হাজির হয়েছি আপনাদের সামনে এবারের প্রতিযোগিতার দারুণ একটি ডাই পোস্ট নিয়ে। এবারের প্রতিযোগিতার বিষয়টি সত্যি চমৎকার হয়েছে, কাগজ দিয়ে ফুল তৈরি । যেটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে । এর জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকল এডমিন ,মডারেটর ভাই ,বোন ও দাদা সহ সবাইকে । বিশেষ ধন্যবাদ জানাচ্ছি তানজিরা আপুকে এত সুন্দর একটি প্রতিযোগিতার অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য।



IMG20230820215957~3.jpg

আসলে ফুল সৌন্দর্যের প্রতিক ,ভালোবাসার প্রতীক। এই ফুল বাস্তব হোক আর রঙিন কাগজেরই হোক দেখতে ভীষণ ভালো লাগে।এগুলো দেখতে যেমন ভালো লাগে তেমনি তৈরি করতে আরো বেশি ভালো লাগে।প্রতিনিয়ত আমরা রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে থাকি । যেটা তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে । এই রঙিন কাগজের তৈরি জিনিসগুলো তৈরি করতে একটু সময় ও ধৈর্যের প্রয়োজন হয় । সময় একটু বেশি হলেও যখন জিনিসটি তৈরি হয়ে যায় তখন দেখতে এত চমৎকার লাগে যে সকল পরিশ্রমের কথা ভুলে যাই। তবে এবার নির্দিষ্ট করে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করতে হয়েছে । তবে আমি চিন্তা করেছি যেহেতু রঙিন কাগজের ফুল তৈরি করব সেই সঙ্গে একটি ফুলদানিও তৈরি করি যাতে ফুলগুলো ফুলদানিতে সুন্দর করে সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। এটি তৈরি করতে আমার অনেক সময় লেগেছিল । তারপরও যখন তৈরি করেছি তখন নিজের কাছেই বেশ ভালো লেগেছিল । মূলত আমি রঙিন কাগজ দিয়ে লিলি ফুল তৈরি করেছি।আশা করছি আপনাদের কাছেও আমার রঙিন কাগজের ফুল ভালো লাগবে।



রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি


IMG20230820215150~3.jpg

IMG20230820214350.jpg

প্রয়োজনীয় উপকরণ


IMG20230820230625~3.jpg

  • রঙিন কাগজ
  • কলম
  • স্কেল
  • পেন্সিল
  • কম্পাস
  • কাঁচি
  • আঠা

প্রুস্তুতপ্রণালী


IMG20230819225229.jpgIMG20230819225249.jpg

প্রথমে ৮/২০ সেন্টিমিটারের একটি কাগজ কেটে নেই। তারপর একটি কলমের ভেতরের নিপ বের করে কাগজটির কোনায় ধরি।

IMG20230819225344.jpgIMG20230819225400.jpg

তারপর কাগজটি পেঁচিয়ে পেঁচিয়ে লাস্টের অংশ আঠা দিয়ে লাগিয়ে নেই।

IMG20230819225442.jpgIMG20230819230218.jpg

তারপর কাগজের ভেতরের নিপ্ বের করে নেই ।এভাবে সবগুলো কাগজ পেঁচিয়ে নেই।

IMG20230819223122.jpgIMG20230819223234~2.jpg
IMG20230819223335~2.jpgIMG20230819224822~2.jpg

তারপর ৭/৭ সেন্টিমিটারের কাগজ নেই ও একইভাবে পেঁচিয়ে নেই।

IMG20230819230310.jpgIMG20230819230426.jpg

তারপর প্যাঁচানো হলুদ কাগজটি সবুজ কাগজের ভেতরে ঢুকিয়ে নেই।

IMG20230819230828.jpgIMG20230819232022.jpg

এখন ১০/১০ সেন্টিমিটার এর একটি কাগজ কেটে নেই। তারপর একটি ফুলের মত এঁকে নেই।

IMG20230819232159.jpgIMG20230819233241.jpg

তারপর কাগজটি কেটে দুইপাশ আঠা দিয়ে লাগিয়ে নেই।

IMG20230819233528.jpgIMG20230819233642.jpg

এরপর ৫/৯ সেন্টিমিটার এর একটি কাগজ নেই ও পাতার মতো এঁকে নেই।

IMG20230819233728.jpgIMG20230819234334~2.jpg

তারপর কাগজটি কেটে ফুলের সঙ্গে লাগিয়ে দেই।

IMG20230820204415~2.jpgIMG20230820200625~2.jpg

এভাবে সবগুলো ফুল তৈরি করে নেই।

IMG20230820214508.jpgIMG20230820214432.jpg

IMG20230820214353.jpg

IMG20230820214350.jpg

IMG20230820214348.jpg

IMG20230820214345.jpg

IMG20230820214311.jpg

এভাবে সবগুলো ফুল তৈরি করার পর আমি কিভাবে ফুলদানি টি তৈরি করেছি তা শর্টকাটে দেখিয়ে দেই।

IMG20230820205004.jpgIMG20230820205533.jpg

প্রথমে একটি কাগজ নেই ।তারপর এর এক কোনার সঙ্গে আরেক কোনা আঠা দিয়ে মুড়িয়ে নেই।

IMG20230820205634.jpgIMG20230820205857.jpg

তারপর নিচের দিকে সামান্য কেটে নেই ও একটি কাগজ গোল করে কেটে নেই।

IMG20230820210042.jpgIMG20230820210803.jpg

তারপর গোল করে কাটা কাগজটির মাঝখানে অর্ধেক কেটে আঠা দিয়ে লাগিয়ে নেই ।তারপর আগে থেকে কেটে রাখা কাগজটি এর উপরে বসিয়ে দেই।

IMG20230820211254.jpgIMG20230820211606.jpg

তারপর আরো একটি কাগজ গোল করে কেটে নেই ও ফুলদানি টার ভিতরে আঠা দিয়ে লাগিয়ে দেই।

IMG20230820212428.jpg

IMG20230820214238.jpg

তারপর দুটি কাগজ কেটে ফুল ও পাতা বানিয়ে ফুলদানিতে লাগিয়ে দেই।

IMG20230820220439_01~3.jpg

ব্যাস এখন ফুলগুলো ফুলদানিতে সাজিয়ে রাখি।

IMG20230820215957~3.jpg

IMG20230820215150~3.jpg

IMG20230820214915~2.jpg

IMG20230820215952~2.jpg

ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার ফুলদানি সহ বেশ কয়েক কালারের লিলি ফুল । আশা করছি আপনাদের কাছে আমার ফুল গুলো ভালো লেগেছে।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 last year 

আসলেই আপু ফুল আমরা কম বেশি সবাই পছন্দ করি । আর রঙিন কাগজের তৈরি ফুল গুলো কিন্তু অসম্ভব সুন্দর লাগে । ঠিকই বলেছেন এগুলো বানাতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয় । এগুলো বানাতে বসলে কোথা দিয়ে যে সময় চলে যায় টেরই পাওয়া যায় না ।আপনার ফুল গুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে । টিউলিপ ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগে ।

 last year 

হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন এগুলো বানাতে বসলে সময় খুব দ্রুত চলে যায় । আপনার কাছে আমার ফুল গুলো ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে।

 last year 

আপু প্রথমেই আমার বাংলা ব্লগের ডাই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সত্যি বলেছেন আপু ফুল বাস্তবে ভালোবাসার প্রতীক, ফুল সৌন্দর্যের প্রতীক। আপনার তৈরি লিলি ফুলের ডাই প্রজেক্ট অসাধারণ হয়েছে আপু। আপনার জন্য শুভকামনা রইল আপু।

 last year 

ভাইয়া আপনার কাছে আমার ফুলটি ভালো লেগেছে জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।ভালো থাকবেন সব সময়।

 last year 

হ্যাঁ আপু আপনার তৈরি ডাইয়প্রজেক্ট আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার মন্তব্যের সুন্দর ফিডব্যাক দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

প্রথমেই ধন্যবাদ জানাই ৪২ তম প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। রঙিন কাগজ দিয়ে আপনি অনেক সুন্দর ফুল তৈরি করেছেন। রঙিন কাগজের মাধ্যমে কিভাবে ফুল তৈরি করতে হয় সেটা এই পোস্টে তুলে ধরেছে। বেশ ভালো লেগেছে আশা করি প্রতিযোগিতায় ভালো অবস্থানে থাকতে পারবেন।

 last year 

ভাই আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।আসলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বেশ ভাললাগে এই জন্যই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা। ধন্যবাদ আপনাকে।

 last year 

একদম ঠিক বলেছেন আপু ফুল পছন্দ করে না এমন লোক পাওয়া যাবে না। সেই ফুল কাগজেরই হোক বা বাস্তবের। রঙিন কাগজের ফুলগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগে। আপনার আজকের ফুলটি খুব চমৎকার হয়েছে। বিশেষ করে ফুলদানি কাগজ দিয়ে তৈরি করার কারণে আরো বেশি ভালো লাগছে। প্রতিযোগিতার জন্য শুভকামনা রইল।

 last year 

আসলে আপু কাগজের তৈরি জিনিস গুলো বেশ ভালই লাগে আমার কাছে ।তাই বেশ আনন্দ নিয়ে করি ।আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে।

 last year 

এবারের এই প্রতিযোগিতা আপনার মত আমার কাছে অনেক ভালো লেগেছে আপু। আর আপনাকে প্রথমে ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি ফুল তৈরি করার পাশাপাশি ফুলদানি টা তৈরি করেছেন ফুল সাজানোর জন্য এই আইডিয়াটা বেশ ভালো ছিল। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে এমনিতেই দেখতে ভীষণ ভালো লাগে। আর আপনার তৈরি করা ফুল আমার কাছে বেশ ভালো লেগেছে। এই ফুল তৈরি করা প্রতিটা ধাপ আপনি খুব চমৎকারভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা রইলো।

Posted using SteemPro Mobile

 last year 

ভাই আপনার কাছে ফুলগুলোর পাশাপাশি ফুলদানিটিও ভালো লেগেছে জেনে সত্যি ভীষণ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 last year 

ধন্যবাদ জানাই আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আজকে আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করেছেন। তবে বিভিন্ন কালারের রঙিন কাগজ দেওয়ার কারণে ফুল গুলো দেখতে বেশ ভালই লাগতেছে। আসলে প্রতিযোগিতা আসলে আমাদের জন্য সুবিধা হয় খুব সুন্দর সুন্দর পোস্ট দেখতে পারি এবং শিখা যায়। যদি আপনার রঙিন কাগজের ফুল ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে অনেক ভালো লাগবে। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 last year 

হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন প্রতিযোগিতার মাধ্যমে আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারি এবং শিখতেও পারি ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 last year 

আপনিও দেখছি এই কনটেস্ট উপলক্ষে অনেক সুন্দর করে ফুল তৈরি করেছেন। রংবেরঙের ফুল তৈরি করার কারনে আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে নিজের কাছেও অনেক বেশি ভালো লাগে। ফুলদানি সহ আপনি কয়েক কালারের ফুল তৈরি করেছেন যা দেখতে আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে। আপনি কিন্তু নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সম্পূর্ণটা তৈরি করেছেন বুঝতেই পারছি দেখে।

 last year 

আপু আপনার কাছে আমার ফুল গুলো ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।আশা করছি আপনিও কনটেস্টে অংশগ্রহণ করবেন । আপনার অংশগ্রহণ দেখার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।

 last year 

প্রথমেই শুভ কামনা রইলো আমার বাংলা ব্লগের প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য।কাগজের ফুলটা খুব সুন্দর হয়েছে গুছিয়ে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো।

Posted using SteemPro Mobile

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভাল থাকবেন।

 last year 

আপু প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অভিনন্দন জানাই আপনাকে। আপনি খুব সুন্দর একটি ফুল করে আমাদের মাঝে শেয়ার করলেন। চমৎকার হয়েছে আপনার ফুলদানীসহ রঙিন ফুলগুলো।আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনি খুব সুন্দরভাবে ধাপে ধাপে তুলে ধরেছেন। ধন্যবাদ আপু সুন্দর এই ফুলের ডাই পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

আপু আপনার কাছে আমার ফুলদানি সহ ফুল গুলো ভালো লেগেছে জেনে সত্যি ভীষণ ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য ।আপনার জন্য শুভকামনা।

 last year 

আপু প্রথমে আপনাকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আসলে কাগজ কেটে যেকোনো ধরনের ফুল তৈরি করতে হলে অনেক সময় এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। আপনার ফুল তৈরি দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছি আপু। এত সুন্দর ভাবে কাগজ কেটে ফুল তৈরি করে প্রতিটি স্টেপ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 last year 

ভাইয়া আপনি আমার ফুল গুলো দেখে মুগ্ধ হয়েছেন জেনে ভীষণ ভালো লাগল। এত সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অনেক অনেক শুভকামনা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58551.09
ETH 2617.32
USDT 1.00
SBD 2.44