মুচমুচে 🍗🍗চিকেন ফ্রাই🍗🍗

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার প্রিয় ব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন?আশা করছি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি।

আজ আমি আপনাদের জন্য আরও একটি রেসিপি নিয়ে এসেছি।এটি খুবই মজাদার একটি রেসিপি।সেটি হচ্ছে চিকেন ফ্রাই রেসিপি।আমরা সবাই চিকেন ফ্রাই পছন্দ করি।বিশেষ করে বাচ্চারা এটি বেশি পছন্দ করে।আর এটি যদি বাড়িতেই তৈরি করা যায় তাহলে তো আর কথাই নেই।মুচমুচে চিকেন ফ্রাই খেতে ভীষণ মজা।তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি চিকেন ফ্রাই

Polish_20210801_171559413.jpg

উপকরণ

Polish_20210801_165918845.jpg

উপকরণপরিমাণ
মাংস৪০০গ্রাম
সয়া সস১টেবিল চামচ
আদা বাটা১/২চা চামচ
রসুন বাটা১/২চা চামচ
লবন১চা চামচ
টেস্টিং সল্টএক চিমটি
লাল মরিচ গুঁড়া২টেবিল চামচ
গোল মরিচ গুঁড়া১চা চামচ
ডিম১টি
কর্নফ্লাওয়ার১/২কাপ
ময়দা২কাপ

প্রুস্তুতপ্রণালী

20210731_164747.jpg

20210731_164836.jpg

20210731_164851.jpg

20210731_164947.jpg

প্রথমে মাংস ধুয়ে পরিষ্কার করে আদা বাটা ,রসুন বাটা,লবন ,সয়াসস ও এক চিমটি টেস্টিং সল্ট দিয়ে এক ঘন্টা মেরিনেট করে রাখি।

20210731_180445.jpg

20210731_180519.jpg

তারপর চিকেন ফ্রাইয়ের উপরের আবরণ তৈরির জন্য ময়দা,কর্নফ্লাওয়ার,লবন,লাল মরিচের গুঁড়া ও গোল মরিচের গুঁড়া সব মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করি।

20210731_180130.jpg

তারপর একটি ডিম ভেঙ্গে তার কুসুম আলাদা করে ডিমের সাদা অংশের মধ্যে একটু লবন দিয়ে ভালো করে ফেটিয়ে নেই।

20210731_180652.jpg

20210731_180716.jpg

এখন চিকেন টাকে ওই ফেটানো ডিমের মধ্যে ভালো করে ডুবিয়ে পূর্বের ওই ময়দার মিশ্রণে ভালো মতো মাখিয়ে নেই।

20210731_181734.jpg

এভাবে সবগুলো চিকেন ওই মিশ্রণে মাখিয়ে একটি স্ট্যান্ডে রাখি যাতে করে চিকেনের উপরের কোঁকড়ানো ভাবটা থাকে।

20210731_182004.jpg

20210731_182027.jpg

এখন আগে যেই পাত্রে মেরিনেট করেছিলাম সেই পাত্রের মেরিনেটের মশলার মধ্যে আর একটু পানি দেই।তারপর ওই ময়দার মিশ্রণে মাখানো চিকেন গুলো ওই পানির মধ্যে ডুবিয়ে নেই।

20210731_182035.jpg

20210731_182045.jpg

তারপর ওই চিকেন গুলি আবার পূর্বের ওই ময়দার মিশ্রণে ভালো করে মাখিয়ে স্ট্যান্ডে রাখি।

20210731_182755.jpg

20210731_183254.jpg

এখন একটি কড়াইয়ে তেল দিয়ে চিকেন গুলি ভালো করে ভেজে নেই।

20210731_184221.jpg

20210731_184348.jpg

হয়ে গেল আমার মুচমুচে চিকেন ফ্রাই।এখন সস লাগিয়ে গরম গরম খেয়ে নিতে হবে। খুবই টেস্টি এবং মুচমুচে হয়েছিল কিন্তু।আপনারা আমার রেসিপি টি দেখে বাসায় বানানোর চেষ্টা করবেন দেখবেন ভালো লাগবে ।আজ এই পর্যন্তই।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@wahidasuma
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ৪০

Cc-@rme
@blacks
@rex-sumon
@amarbanglablog

🔚🔚ধন্যবাদ🔚🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

Sort:  
 3 years ago 

দেখেই খেতে ইচ্ছা করছে আশাকরি সুন্দর হয়েছে ধন্যবাদ শেয়ার করার জন্য

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।খেতে কিন্তু খুবই মজা হয়েছিল।

 3 years ago 

অনেক দারুন একটি সুস্বাদু রেসিপি । শিরোনামটা "KFC স্টাইল চিকেন ফ্রাই" লিখলে বেশ হতো । অনেক ধন্যবাদ এমন এক্সক্লুসিভ একটা রেসিপি শেয়ার করার জন্য ।

 3 years ago (edited)

জি ভাইয়া, তাই লিখতে চেয়েছিলাম কিন্তু পরে লেখা হয় নি।এটা KFC স্টাইল চিকেন ফ্রাই তৈরির রেসিপিই ছিল।আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.031
BTC 68636.49
ETH 3719.81
USDT 1.00
SBD 3.75