মুচমুচে মজাদার ডাল পিয়াজু বানানোর রেসিপি||১০% বেনিফিশিয়ারি আমার প্রিয় @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি মজার রেসিপি নিয়ে এসেছি। আর আমার রেসিপিটি হচ্ছে মুচমুচে মজাদার ডাল পিয়াজু বানানোর রেসিপি। এখন রমজান মাস ।ছোলা পিয়াজু না হলে যেন ইফতারি জমে ওঠে না ।তাই প্রতিদিনের ইফতারিতে পিয়াজু থাকতেই হবে ।আর পিয়াজু মুচমুচে না হলে আমার কাছে খেতে ভালো লাগেনা ।তাইতো আমি সামান্য ডাল দিয়ে অনেক বেশি পরিমাণ পেঁয়াজ দিয়ে মুচমুচে করে পেঁয়াজু তৈরি করি ।যেটি একদম দোকানের থেকেও বেশি সুস্বাদু লাগে ।আজ আমি সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে অবশ্যই আপনারা ডালের থেকে পেঁয়াজ অনেক বেশি পরিমাণে দেবেন ।তাহলেই দেখবেন পেঁয়াজু অনেক বেশি মুচমুচে হয়েছে ।তাহলে চলুন দেখে আসি আমার আজকের রেসিপি মুচমুচে মজাদার ডাল পিয়াজু বানানোর রেসিপি ।



মুচমুচে মজাদার ডাল পিয়াজু বানানোর রেসিপি



20220414_180652.jpg





Polish_20220415_231827442.jpg

উপকরণপরিমান
ডাল১কাপ
পেঁয়াজ কুচি২কাপ
আদা বাটা১/২ চা চামচ
রসুন বাটা১/২ চা চামচ
হলুদ গুঁড়া১/২ চা চামচ
মরিচ গুঁড়া১/২ চা চামচ
লবন১/২ চা চামচ
চালের গুঁড়া২ চা চামচ

প্রুস্তুতপ্রণালী



ধাপ-১

20220403_153333.jpg20220403_164328.jpg

প্রথমে ডালগুলি দুই ঘণ্টা ভিজিয়ে রাখি । তারপর পানি ঝরিয়ে নেই।

ধাপ-২

20220414_173751.jpg20220414_173914.jpg

তারপর পাটায় হালকা করে বেটে নেই। একদম মিহি করে বাটা যাবে না তাহলে পেঁয়াজু মুচমুচে হবে না ।আবার ব্লেন্ডারে ব্লেন্ড করলেও পেঁয়াজু ভালো মুচমুচে হয় না ।এইজন্য পাটায় বেটে নিতে হবে ।তারপর আদা বাটা, রসুন বাটা দিয়ে দেই।

ধাপ-৩

20220414_173924.jpg20220414_174022.jpg

তারপর সব গুঁড়ো মশলা ও লবণ দিয়ে ভালোমতো হাত দিয়ে মেখে নেই।

ধাপ-৪

20220414_174107.jpg20220414_174220.jpg

তারপর এক ভাগ ডাল ও দুই ভাগ পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে নেই।

ধাপ-৫

20220414_175106.jpg20220414_175353.jpg

তারপর একটি কড়াইয়ে তেল দিয়ে দেই। তেল গরম হলে ছোট ছোট করে পেঁয়াজুগুলো ছেড়ে দেই।

ধাপ-৬

20220414_175457.jpg20220414_180428.jpg

তারপর এপাশ-ওপাশ উল্টিয়ে ভালো করে বাদামি করে ভেজে নেই।

ধাপ-৭

20220414_180652.jpg

তারপর একটি প্লেটে বেড়ে গরম গরম খেয়ে নেই ।খুব মুচমুচে হয়েছিল কিন্তু ।আপনারা এভাবে করে দেখবেন ভালো লাগবে।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

logo.gif

Sort:  
 3 years ago 

আহ কী দেখালেন আপু দেখেই তো আমার খেতে ইচ্ছা করছে হিহি। দারুণ তৈরি করেছেন ডাল পিয়াজু টা। পিয়াজু আমার অনেক পছন্দের একটি খাবার। এবং রমজান মাসে এগুলো অনেক বেশি খাওয়া হয়। অনেক সুন্দর একটি পোস্ট ছিল। দারুণ পরিবেশন করেছেন। ধন্যবাদ আপনাকে।।

 3 years ago 

ভাইয়া এসে খেয়ে যান ।আপনার ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

পেঁয়াজু খেতে আমার ভালো লাগে। আর যদি মুচমুচে হয় তাহলে তো কথাই নাই। আপনার ডাল পিঁয়াজু মনে হচ্ছে খেতে খুব মুচমুচে।আমার কাছে এ রকম মুচমুচে পিয়াজু ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার কাছে পিয়াজু ভাত দিয়ে খেতে ভালো লাগে জেনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্যের জন্য ।আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

খুব সুন্দর করে মজাদার মুচমুচে ডাল পিয়াজু রেসিপি তৈরি করলেন আপু। যেটা খুবই মুখরোচক খাবার দেখলেই খেতে ইচ্ছে করে। অনেক ভালো লাগলো খুব সুন্দর করে তৈরি করেছেন শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

হ্যা ভাইয়া আসলেই এটা মুখরোচক খাবার ।দেখলেই খেতে ইচ্ছে করে ।আপনার মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার মজাদার ডাল পিয়াজু রেসিপি টা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি খুব চমৎকার করে ডাল পিয়াজু রেসিপি টা আমাদের মাঝে শেয়ার করেছেন। রেসিপি দেখে মনে হচ্ছে খেতেও অনেক সুস্বাদু হবে। ডাল পিয়াজু রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া পিয়াজু টি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনার ধারণা একদম ঠিক।অনেক ধন্যবাদ আপনার সুন্দর একটি মন্তব্যের জন্য।

ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর একটা খাবারের আইটেম নিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। রমজান মাসে পিয়াজু রোজাদার ব্যক্তির একটি প্রধান খাদ্য হিসেবে চিহ্নিত।এমন কোন ব্যক্তি নেই যে পিয়াজু খায় না। রেস্টুরেন্টগুলোতে যে পিয়াজু বিক্রি করে তেমন একটা মজা হয় না। কিন্তু যদি বাসায় এসেই পিয়াজু ভাজা তাহলে খেতে খুব মজা।

 3 years ago 

ভাইয়া আমার তৈরি করা পেঁয়াজু সত্যিই অনেক মজাদার হয়ে থাকে। আপনার মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।

 3 years ago 

ডাল পিয়াজু আমার খুবই ভালো লাগে। আমিও দুইদিন আগে ডাল পিয়াজু তৈরি করার রেসিপি পোস্ট করেছি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

পিয়াজু আপনার কাছে খেতে বেশ ভালো লাগে জেনে খুবই ভালো লাগলো ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

 3 years ago 

মসুর ডালের পিয়াজু অত্যান্ত মজাদার খেতে। কারণ বেশ নরম হয় এই পীয়াজু টি। আর আপু আপনি খুব সুন্দর করে তৈরির ধাপ গুলো তুলে ধরেছেন, বেশ ভালো লেগেছে আমার কাছে।

 3 years ago 

হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন মসুর ডালের পিয়াজু অত্যন্ত মজাদার খেতে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

ডাল পিয়াজু বানানোর রেসিপি আমার কাছে খুবই ভালো লেগেছে আপু। অনেক লোভনীয় একটি রেসিপি তৈরি করেছেন আপনি। ডাল পিয়াজু খেতে খুবই ভালো লাগে। আপনার তৈরি করা এই মজার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হয়েছে। অনেক সুন্দর ভাবে রেসিপি তৈরীর পদ্ধতি উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

হ্যাঁ আপু আপনি ঠিকই ধরেছেন এটি খেতে বেশ সুস্বাদু হয়েছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর একটি মন্তব্যের জন্য ।ভাল থাকবেন।

 3 years ago 

ঠিকই বলেছেন আপু ইফতারিতে পেঁয়াজু ছাড়া কি জমে বলুন ।আর পেঁয়াজুর ভিতর বেশি করে পেঁয়াজ দিলে সেটা অনেক বেশি মজাদার ও মুচমুচে হয়। আর এটাতো দোকানের থেকে অনেক বেশি টেস্টি হয় ।আপনার পেঁয়াজু গুলো দেখে আমার খেতে ইচ্ছা করছে দেখেই মনে হচ্ছে খুব মুচমুচে হয়েছে কালারটা দেখে সেটাই বোঝা যাচ্ছে।

 3 years ago 

হ্যাঁ আপু খুবই মুচমুচে হয়েছিল। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

পিয়াজু খেতে আমার ভীষণ ভালো লাগে। আমার মনে আছে আমি একদিন পিয়াজু খাওয়ার জন্য 25 কিলো গিয়ে ছিলাম মোটরসাইকেল নিয়ে। যাইহোক আপনার রেসিপি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে তুলে ধরেছেন। এরকম সুন্দর একটি পিয়াজু রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

পিয়াজু খাওয়ার জন্য আপনি 25 কিলো গিয়েছিলেন মোটরসাইকেল নিয়ে জেনে বেশ অবাক লাগল ।তাহলেতো পিয়াজু আপনার খুবই পছন্দের ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.19
JST 0.034
BTC 89752.15
ETH 3297.99
USDT 1.00
SBD 3.02