🥭ম্যাংগো জুস তৈরির রেসিপি||🥭

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি ।আর সেই রেসিপিটি হচ্ছে ম্যাংগো জুস রেসিপি ।এই গরমে এক গ্লাস ঠান্ডা জুস পেলে শরীরের সকল ক্লান্তি দূর হয়ে যায়। এখন বাজারে টক মিষ্টি আম পাওয়া যাচ্ছে। এই আম দিয়ে জুস বানালে খেতে বেশ সুস্বাদু লাগে। হালকা টক টক মিষ্টি মিষ্টি জুস খেতে খুবই মজার ।আর এখন যে পরিমাণ গরম পড়ছে তাতে এক গ্লাস ঠান্ডা জুস খেলে বেশ তৃপ্তি পাওয়া যায়। তাই আজ আমি ম্যাংগো জুস তৈরি করেছি। সেই রেসিপিটিই এখন আপনাদের সঙ্গে শেয়ার করব ।আশা করছি আপনাদের ভালো লাগবে ।তাহলে চলুন দেখে আসি আমার আজকের রেসিপি ম্যাংগো জুস রেসিপি।

🥭ম্যাংগো জুস রেসিপি🥭



Polish_20220730_230020389.jpg





  • আম-১টি
  • চিনি- ২টেবিল চামচ
  • বিট লবন-১/২চা চামচ
  • ঠান্ডা পানি- ১গ্লাস
  • বরফ- ২ টুকরো

আম🥭

20220730_220012.jpg

চিনি

20220729_225927.jpg

বিট লবন

20220729_225934.jpg

ঠান্ডা পানি

20220729_225618.jpg

বরফ

20220729_230540.jpg

প্রুস্তুতপ্রণালী



ধাপ-১

20220728_220038.jpg20220729_230001.jpg

প্রথমে আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেই ।তারপর একটি ব্লেন্ডারে কেটে রাখা আম গুলি দিয়ে দেই।

ধাপ-২

20220729_230014.jpg20220729_230028.jpg

তারপর ওই আমগুলির মধ্যে চিনি ও বিট লবণ দিয়ে দেই।

ধাপ-৩

20220729_230052.jpg20220729_230153.jpg

তারপর পরিমাণ মতো পানি দিয়ে ব্লেন্ড করে নেই।

ধাপ-৪

20220729_230308.jpg20220729_230540.jpg

ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল ম্যাংগো জুস। এখন একটি গ্লাসে দুই টুকরো বরফ দিয়ে নেই।

ধাপ-৫

20220729_230658.jpg20220729_230953.jpg

এখন ছাকনি দিয়ে ছেকে জুস ঢেলে নেই। তারপর ঠান্ডা ঠান্ডা ম্যাংগো জুস খেয়ে নিতে হবে। খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়েছিল। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে।

আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

logo.gif

Sort:  
 2 years ago 

ঠিক বলেছেন আপু এই গরমের মধ্যে এরকম টক মিষ্টি এক গ্লাস আমের জুস হলে আর কি লাগে। এখনকার বাজারে এই আম গুলো একটু টক টক হয়। এমনি খেতে তেমন একটা ভালো লাগে না। এভাবে জুস বানিয়ে খেলে নিশ্চয়ই খুব সুস্বাদু লাগবে। দেখেই তো খেতে ইচ্ছা করছে।

 2 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।ভালো থাকবেন ।আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনি খুব সুন্দর করে ম্যাংগো জুস তৈরি রেসিপি আমাদের সামনে তুলে ধরেছেন। সত্যিই যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। এই গরমে ম্যাংগো জুস অনেক কাজে দিবে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন এই শুভকামনা রইল।

 2 years ago 

প্রচন্ড গরমে একম এক গ্লাস আমের জুস পেলে আর কি লাগে। আপনার তৈরি করা আমের জুস থেকে মনটা ভরে গেলো। তৈরির কৌশল অসাধারণ ছিলো।

 2 years ago 

আমার তৈরি আমের জুস দেখে আপনার মনটা ভরে গেল দেখে বেশ ভালো লাগলো।ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

ম্যাংগো জুস তৈরির রেসিপি শেয়ার করেছেন দারুন হয়েছে। দেখে তো খেতে ইচ্ছা করছে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে আপু

 2 years ago 

আমার জুসটি দেখে আপনার খেতে ইচ্ছা করছে জেনে বেশ ভালো লাগলো ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।ভালো থাকবেন।

 2 years ago (edited)

ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দর ভাবে ম্যাংগো জুস তৈরি করেছেন এবং সেটি ধাপে ধাপে আমাদের সাথে তুলে ধরেছেন বর্ণনার মাধ্যমে। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সব সময় এই কমানা করি।

 2 years ago 

আপনার মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

হালকা টক টক মিষ্টি মিষ্টি জুস খেতে খুবই মজার

ঠিক বলেছেন আপু হালকা টক টক মিষ্টি আমের জুস খেতে খুবই মজা লাগে। আপনার তৈরি ম্যাংগো জুস দেখে মনে হচ্ছে খেতে অনেক মজাদার হবে। আসলে আমি কিছুদিন আগে জুস তৈরি করেছিলাম খেতে অনেক মজা ছিল।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া খেতে বেশ মজার হয়েছিল। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

 2 years ago 

খুবই সুন্দর ভাবে আপনি মজাদার ম্যাংগো জুস তৈরি করেছেন আপু। যা দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। এত সুন্দর ভাবে ম্যাংগো জুস তৈরি করার পদ্ধতি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন খেতে বেশ সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।ভালো থাকবেন।

 2 years ago 

গরমে এক গ্লাস ঠান্ডা জুস খেলে শরীরের সকল ক্লান্তি দূর হয় একদম ঠিক বলেছেন। আপনি একদমই সময় উপযোগী একটু রেসিপি দিয়েছেন সত্যিই খুবই ভালো লাগছে রেসিপিটি। ধন্যবাদ আপনাকে আর শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনি মন্তব্যটি পরে বেশ ভালো লাগলো ।এভাবে মন্তব্য করে পাশে থাকবেন আশা করছি। ধন্যবাদ।

 2 years ago 

ম্যাংগো জুস আমারও খুব ফেভারিট আপনি প্রস্তুত প্রণালী খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন প্রস্তুত প্রণালী দেখেই বুঝতে পারছি খেতে অনেক মজা হবে।

 2 years ago 

ম্যাংগো জুস আপনার পছন্দের জেনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

ম্যাংগো জুস তৈরি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখেই জিভে জল এসে গিয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে এত মজাদার একটি জুস রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমার রেসিপিটি দেখে আপনার জিভে জল চলে এসেছে জেনে বেশ ভালো লাগলো ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 60855.42
ETH 3369.56
USDT 1.00
SBD 2.50