ঈদের পর দিনের ঘোরাঘুরি
ঈদ মোবারক
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
বন্ধুরা সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ । গত দুদিন ঈদের আগের দিন ও ঈদের দিন খুবই ব্যস্ত থাকার কারণে পোস্ট করে উঠতে পারিনি । আসলে ঈদ মানে আনন্দ , ঈদ মানে খুশি । সবাই ঈদে মনে হয় অনেক আনন্দ ও ঘুরাঘুরি করেছেন । আমিও বেশ ব্যস্ত ছিলাম । যদিও আগের দিনের ঈদের আনন্দ ছিল একরকম । আর এখন ঈদের আনন্দ অন্যরকম । বিয়ের আগে ঈদের আনন্দ আমার কাছে মনে হয় অনেক বেশি ছিল ।তখন সকালবেলায় ঘুম থেকে উঠে গোসল করেই সাজুগুজু করে রেডি হয়ে বাইরে ঘুরতে বেরিয়ে যেতাম । কিন্তু এখন সকাল থেকেই রান্নাঘরে একটার উপর একটা আইটেম রান্না করে যেতে হয় । আমার কাছে এখনকার ঈদ মানে শুধু রান্না করা মনে হয় । তবে ঈদের দিন খুব একটা ঘুরাঘুরির সুযোগ না পেলেও আজ সারাদিন খুব ঘোরাঘুরি করেছি । আজ আমরা আমার মা , ভাই, বোন ,বোনের হাজবেন্ড, আমার হাসবেন্ড , বাচ্চারা আমরা সবাই মিলে আমার নানু বাড়িতে বেড়াতে গিয়েছিলাম । সেই মুহূর্তগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব । আশা করছি আপনাদের ভালো লাগবে ।
ঈদের পর দিনের ঘোরাঘুরি
সবাই মিলে ঘুম থেকে উঠে সকালবেলায় নাস্তা করে বেরিয়ে যাবার সিদ্ধান্ত ছিল । কিন্তু ঈদের পরদিন ঘুম থেকে উঠতেই সবার দেরি হয়ে গেল । তারপর নাস্তা খেতে খেতে বারোটা বেজে গেল । তারপর নানুবাড়ি যেতে যেতে প্রায়ই দুপুর একটা বেজে গেল । পথে যেতে যেতে আমি দু একটি ফটোগ্রাফ তুলেছিলাম ।
নানু বাড়ি খুব একটা দূরে নয় । অটোতে যেতে আধা ঘন্টা সময় লাগে । আমরা অটোতে ওঠার পর আমাদের শহরের সবথেকে ভালো মিষ্টির দোকানে গিয়ে কিছু মিষ্টি কিনলাম নানুবাড়িতে নিয়ে যাবার জন্য । দোকানের সামনে অটো দাঁড় করিয়ে মিষ্টি কেনা হলো । তারপর আবার নানু বাড়ির পথে যাত্রা শুরু করলাম ।
আসলে আগের দিনই নানু ফোন করেছিল নানু বাড়িতে যাবার জন্য । তো সবাই আমাদের জন্য অপেক্ষা করছিল । আমরা যাবার পর আমাদেরকে বেশ কয়েক রকমের নাস্তা দেওয়া হল । যদিও সবগুলো খাবারের ছবি তুলতে মনে নেই । আমার এই এক সমস্যা খাবার সামনে আসলে আর ছবি তোলার কথা মনে থাকে না । খেয়ে ফেলার পরে মনে পড়ে ছবি তো তুললাম না । যাই হোক আসলে অনেকদিন পর পর নানু বাড়িতে যাওয়া হয় তো গেলে বেশ ভালই লাগে । মামাতো ভাই-বোনেরা সবাই মিলে বেশ আনন্দ হয় । আজকেও বেশ ভালো একটা সময় কাটিয়েছিলাম । এবার ঈদে হাতে মেহেদী নিয়েছিলাম না কিন্তু নানু বাড়িতে গিয়ে সবার হাতে মেহেদী দেখে খুব নিতে ইচ্ছে হলো । তারপর একজনকে দিয়ে হাতে মেহেদি পড়লাম । মেহেদী পড়ার পর আজ একটু ঈদ ঈদ লাগছিল । আসলে ঈদের সময় হাতে মেহেদি না পড়লে ভালো লাগে না । তারপর আমরা সবাই মিলে গ্রামের সুন্দর সুন্দর জায়গা গুলোতে বিকেল বেলায় ঘুরতে বেড়িয়েছিলাম ।
আসলে ঈদের দিনে বাড়িতে তৈরি করা বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার থাকে , তাই বাইরের এই মিষ্টিগুলো খেতে খুব একটা ভালো লাগে না । তারপরেও একটু খেয়েছিলাম জাস্ট টেস্ট করার জন্য । তবে আজকের সময়টা বেশ ভালো কাটিয়েছিলাম ।সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের মত বিদায় নিচ্ছি ।
আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
ফটোগ্রাফার: | @wahidasuma |
---|---|
ডিভাইস: | স্যামসাং গ্যালাক্সি এ৪০ |
🔚ধন্যবাদ🔚
@wahidasuma
আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
ঈদ মোবারক আপু। আপনি ঈদের পরের দিনের ঘোরাঘুরি শেয়ার করলেন,খুব ভাল লাগলো। আপনি সবাইকে নিয়ে আপনার নানু বাড়ি গেলেন।আপনি ঠিক বলেছেন মেহেদী না দিলে ঈদ ঈদ মনে হয় না।আপনি নানু বাড়ি গিয়ে সবার হাতে মেহেদি দেখে মেহেদি দিলেন।ঈদের দিন এতো নিষ্টি খাবার থাকতে সত্যি বাইরের মিষ্টি খাবার খেতে ইচ্ছে হয় না।খুব সুন্দর কিছু অনুভূতি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু মন্তব্য করার জন্য ।আসলে ঈদে ঘুরাঘুরি করলে বেশ ভালই লাগে ।ধন্যবাদ আপনাকে ।
ঈদ মানে আনন্দ। আর ঈদের সময় বাইরে ঘুরতে না গেলে ঈদের আনন্দ কিছুটা কমতি থেকে যায়। বাইরের ঘুরতে গিয়েছেন যেন ভালো লাগলো। বাইরে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন দেখে ভালো লাগলো। বাইরে ঘুরতে যাওয়ার অনুভূতি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
ভাইয়া ঈদের সময় বাইরে ঘুরতে গেলে বেশ ভালো লাগে । আর বাড়িতে বসে থাকলে ঈদ মনে হয় না । যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য । ভালো থাকবেন ।
শুরুতেই ঈদের শুভেচ্ছা রইল আপু। বয়স বাড়ার সাথে সাথে দায়িত্ব-কর্তব্যগুলোও সমানুপাতিকভাবে বেড়ে যায়। সে দিক থেকে আমি এখনো কিছুটা শান্তিতে আছি। হিহিহিহি। মিষ্টি আমার ভীষণ প্রিয় খাবার। মিষ্টির দোকান দেখেই ইচ্ছে করছিল টপাটপ কয়েকটা গিলে ফেলি 😀। সবগুলো খাবারের ছবি যে তুলতে পারেননি এটা একদিক দিয়ে ভালো, না হলে মিছে মিছে ছবি দেখে জিভ দিয়ে জল পড়তো 😅
হ্যাঁ ভাইয়া এখন বেশ শান্তিতে আছেন । পরবর্তীতে দেখবেন কত দায়িত্ব আপনার ঘাড়ে এসে বাসা বাঁধে ।তখন আর ঈদের আনন্দ বা অন্য কোন উৎসবের আনন্দ খুব একটা টের পাওয়া যায় না । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।