🎇ঈদের দ্বিতীয় দিনের ঘোরাঘুরি🎇

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আমি আপনাদের সামনে আমার ঈদের দ্বিতীয় দিনের ঘোরাঘুরির কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। ঈদের দিনে সবাই খুবই ব্যস্ত থাকে ।তাই বেশিরভাগ মানুষই ঈদের পরের দিন ঘুরার প্ল্যান করে থেকে ।আমাদেরও সেরকম একটি প্ল্যান ছিল যে ঈদের পরদিন আমরা ঘুরতে বের হব। প্ল্যান ছিল খুব সকাল সকাল আমরা বেরিয়ে পড়বো ।কিন্তু ঈদের দিন খাটাখাটনির কারণে ঈদের পরদিন ঘুম থেকে উঠতে সবারই বেশ দেরি হয়ে গেল। যার কারণে বাসা থেকে দুপুর বারোটার দিকে বেরিয়ে গেলাম আমার দাদা শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। সেই মুহূর্তের কিছু ফটোগ্রাফি আপনাদের সঙ্গে শেয়ার করব ।আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


Polish_20220714_144255338.jpg



এক ঘন্টা পর আমরা যখন গ্রামের বাড়ির কাছাকাছি পৌঁছাই তখন সকলের মনে হল, গ্রামে একটি নদী আছে নদীটা একবার ঘুরে দেখে যাই ।তাই প্রথমে নদীর পাড়ে যাওয়া হলো। নদীর পাড়ে একটু ঘুরাঘুরির পর গ্রামের বাড়িতে চলে গেলাম।

ফটোগ্রাফি-১

20220711_123419.jpg

ফটোগ্রাফি-২

20220711_123422.jpg

ফটোগ্রাফি-৩

20220711_123328.jpg

এই রাস্তা ধরে আমরা নদীর পাড়ে যাচ্ছিলাম ।রাস্তাটা বেশ চমৎকার। দুই পাশে সারি সারি গাছ। গরমের দিনে এরকম রাস্তা দিয়ে হেঁটে যেতে বেশ ভালোই লাগে ।আমরা গাড়ি থেকে নেমে কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকলাম।তারপর প্রকৃতির সৌন্দর্য দেখতে লাগলাম ।দুই পাশে শুধু গাছ আর গাছ দেখতে বেশ ভালো লাগছিল।

ফটোগ্রাফি-৪

20220711_123836.jpg

এটি হচ্ছে একটি বটগাছ। রাস্তা থেকে কিছুটা নীচের দিকে নামতে হয়। এই বটগাছটা পার হতেই নদী দেখা যায় ।বিশাল বড় বট গাছটি। এর নীচে অনেক লোকজন বসে বিশ্রাম করছিল।

ফটোগ্রাফি-৫

20220711_124020.jpg

ফটোগ্রাফি-৬

20220711_124024.jpg

ফটোগ্রাফি-৭

20220711_124026.jpg

এটি হচ্ছে গ্রামের সেই নদী ।এই নদীটির নাম হচ্ছে গড়াই নদী। নদীটি বেশ প্রশস্ত দেখতে ।পানি থৈথৈ করছে ।এই গরমের মধ্যে নদী দেখলে মনে হয় যেন এখনই নদীতে নেমে গোসল শুরু করে দেই ।নদীর পানি দেখতে বেশ চমৎকার লাগছিল ।আকাশটাও দারুন লাগছিল দেখতে। নদীর পারে একটি নৌকা রাখা ছিল হয়তো মেরামতের জন্য। সবকিছু মিলিয়ে দৃশ্যটা বেশ মনোরম ছিল।

ফটোগ্রাফি-৮

20220711_124033.jpg

ফটোগ্রাফি-৯

20220711_124035.jpg

নদীতে একটি পাকা সিঁড়ি করা ঘাট বাঁধানো ছিল। এই ঘাট দিয়ে অনেকেই নদীতে নেমে গোসল করে ।একজন লোক নদীতে গোসল করছিল। তারই পাশে একটি নৌকা বাধা ছিল। নৌকায় করে এপার থেকে ওপারে লোকজন পারাপার করে ।আমাদের সামনে বেশ কিছু লোকজন নদী পার হয়ে এপারে আসলো। এভাবেই আমরা নদীর পাড় থেকে ঘোরাঘুরি করে বাড়িতে গেলাম। তারপর সারাটা দিন বাড়িতে বেশ ভালোই কাটালাম ।রাতের বেলায় আবার আমরা আমাদের নিজ বাড়িতে ফিরে আসি।

আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০
লোকেশনকামার খালি, ফরিদপুর

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

logo.gif

Sort:  

Defending our natural habitat.🙏👍

 2 years ago 

প্রতি ঈদেই ঘোরাঘুরি অনেক বেশি হয়ে থাকে, তবে এইবার ঈদে তেমন একটা ঘোরাঘুরি হয়নি। কারণ ঈদের পরপরই কর্মব্যস্ততা শুরু হয়ে গিয়েছিল। যাইহোক আপনার ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যাচ্ছে অনেক আনন্দ করেছেন প্রকৃতির মাঝে ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কর্মব্যস্ততার কারণে আপনার এই ঈদে বেশি ঘোরাঘুরি হয়নি জেনে বেশ খারাপ লাগলো। তবে এটাই জীবনের বাস্তবতা মেনে নিতে হবে ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি সত্য কথা বলেছেন আপনার সাথে আমি ও একমত ব্যস্ততা নিয়েই জীবন। আর ব্যস্ততা জীবনের একটা অংশ ধন্যবাদ।

 2 years ago 

খুবই ভালো লাগলো আপনার ঈদের দ্বিতীয় দিনের ঘোরাঘুরি ছবিগুলো, এত চমৎকার রাস্তা নীল আকাশ সব মিলিয়ে যেন প্রাণ জুড়িয়ে গেল।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করে আমার পাশে থাকার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

 2 years ago 

সুন্দর ফটোগ্রাফি করেছেন আর এই ফটোগ্রাফি গুলোর মাধ্যমে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন নদী কেন্দ্রিক ছবিগুলো বেশ ভালো ছিল। এক কথায় ছবিগুলোর স্বচ্ছ এবং পরিষ্কার হওয়ায় দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু মনি।

 2 years ago 

ভাইয়া আপনার কাছে আমার নদীর ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো। আসলে গ্রাম বাংলার প্রকৃতি এমনিতেই বেশ সুন্দর। সেগুলো ফটোগ্রাফিতে অতটা ভালো আসে না ।তারপরেও চেষ্টা করেছি। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু ঈদের দিনের কাজের ব্যস্ততার কারণে কোথাও যাওয়া হয় না। ঈদের পরের দিন সাধারণত ঘুরতে যাওয়া হয়। আপনি আপনার দাদার শ্বশুরবাড়িতে ঈদের পরদিন অনেক ঘুরাঘুরি করেছেন তা ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যাচ্ছে । নদীর ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। এই গরমের মধ্যে মনে হচ্ছে যে নদীতে নেমে যাই। অনেক সুন্দর সময় কাটিয়েছেন তা দেখেই বোঝা যাচ্ছে।

 2 years ago 

ঠিকই বলেছেন এই গরমে নদীর পানি দেখে মনে হয় যেন নদীতে নেমে যাই।আর নদীতে গোসলের যে কি শান্তি তাতো সকলেই জানে ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

 2 years ago 

অনেক সুন্দর ফটোগ্রাফি পোস্ট করেছেন আপনি। কুষ্টিয়াতে আমি যখনই যাই তখনই গড়াই নদীর সাথে একটু সাক্ষাৎ করে আসি। কারণ গড়াই নদী আমার বেশ পুরনো একজন বন্ধু। এক সময় অনেক সময় কাটিয়েছি গড়াই নদীর সাথে কথা বলে।

 2 years ago 

বাহ বেশ ভালো লাগলো ভাইয়া গড়াই নদী আপনার বন্ধু জেনে। নদীর সঙ্গে কথা বলেছেন এটি জেনেও বেশ ভালো লাগলো। আসলে মানুষ একাকীত্ব অনুভব করলে নদীর সঙ্গে কথা বলে ।আপনার ক্ষেত্রেও মনে হয় এমনটি হয়েছিল। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন দেখছি আপনি। সাথে সাথে গ্রাম্য পরিবেশের একটি আমেজ ও তুলে ধরেছেন আমাদের সামনে। সত্যি কথা বলতে এরকম গ্রাম্য নদী সাথে গাছপালা আমারও বেশ ভালই লাগে। আশা করি আপনি একটি সুন্দর দিন উপভোগ করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার কাছে গ্রাম্য নদী ও গাছপালা ভালো লাগে জেনে বেশ ভালো লাগলো। আসলে গ্রাম বাংলার প্রকৃতি আমাদের সকলেরই প্রিয়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে ঈদের দ্বিতীয় দিনের ঘোরাঘুরি শেয়ার করেছেন ঈদের দ্বিতীয় দিনের এই ঘোরাঘুরির পর্ব আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি খুবই চমৎকার ভাবে আপনার মুহূর্ত ক্যামেরাবন্দি করে আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার কাছে আমার এই ঘোরাঘুরির ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো ভাইয়া ।এভাবে মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60950.68
ETH 2607.83
USDT 1.00
SBD 2.65