বিকেল বেলায় নদীর পাড়ে ঘোরাঘুরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বিকেল বেলায় নদীর পাড়ে ঘোরাঘুরি




বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একদিন বিকেলবেলায় নদীর পাড়ে ঘোরাঘুরির কিছু গল্প নিয়ে এসেছি । নদীর পাড়ে বিকেল বেলায় ঘুরতে আমার কাছে ভীষণ ভালো লাগে । তাই যখনই যেদিন সময় পাই তখনই হাজবেন্ডকে বলি নদীর পাড় থেকে ঘুরিয়ে নিয়ে আসার জন্য । মাঝে মাঝে নিয়ে যেতে রাজি হয় আবার মাঝে মাঝে নেয় না ।তারপরও বেশ কিছুদিন আগে একবার নদীর পাড়ে গিয়েছিলাম । তখনকার সময়টা ছিল বন্যার পরবর্তী সময় । সেই সময় নদীর পানি বেশ বেড়েছিল । সেই সময়ের কিছু ফটোগ্রাফ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আশা করছি আপনাদের ভালো লাগবে ।



20220920_173524.jpg


নদীর পাশ দিয়ে এই রাস্তা দিয়ে হেঁটে বেড়াতে আমার কাছে ভীষণ ভালো লাগে । একপাশে গাছপালা আর চিকন রাস্তা ধরে বহু দূর হেঁটে যাওয়া যায় । এই রাস্তাটি অনেক দূরে যেয়ে শেষ হয়েছে । একবার বেশ কিছুদিন আগে রাস্তা দিয়ে বহুদূর হাঁটতে শুরু করেছিলাম । দেখতে চেয়েছিলাম রাস্তাটি কতদূর পর্যন্ত যাওয়া যায় । দেখি রাস্তার কোন শেষ নেই । বেশ ভালো লাগছিল হাঁটতে ।

20220920_173456.jpg

20220920_173451.jpg

20220920_173453.jpg

20220920_173551.jpg


সেদিনকার আবহাওয়াটা ছিল খুবই সুন্দর । ঘুরে বেড়ানোর জন্য একদম পারফেক্ট । খুব বেশি গরমও ছিল না আবার ঠান্ডাও ছিল না । মোটামুটি আবহাওয়া ছিল । আকাশটাও ছিল বেশ চমৎকার । সব কিছু মিলে পরিবেশটা ছিল খুবই সুন্দর । যার জন্য সেদিনকার সময়টা বেশ ভালো উপভোগ করেছিলাম আমরা।

20220920_173626.jpg


এই জায়গাতে পানিটা বেশ খানিকটা উপরের দিকে উঠে এসেছিল । রাস্তার একদম কাছেই ছিল । এখানটায় দাঁড়িয়ে নদীর সৌন্দর্য দেখতে বেশ ভালো লাগছিল । বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে নদীর সৌন্দর্য উপভোগ করেছিলাম ।

20220920_173447.jpg

20220920_173527.jpg

20220920_173549.jpg


উপরের ফটোগ্রাফিতে যে বোটগুলি দেখা যাচ্ছে সেগুলো নদীর তীরবর্তী মানুষের সুবিধার জন্য। যাতে যেকোনো সময় বন্যায় আক্রান্ত হলে মানুষকে উদ্ধার করতে পারে । এজন্য বোট গুলি সর্বক্ষণ এখানে দাঁড় করানো থাকে। এ বিষয়টা আমার কাছে বেশ ভালো লেগেছিল। যেকোনো সময় নদীর পানি বেরে গেলে নদী তীরবর্তী মানুষজন বন্যায় আক্রান্ত হতে পারে ,তাদের নিরাপত্তার কথা চিন্তা করে বোট গুলি এখানে রাখা হয়েছে ।

20220920_173404.jpg

20220920_173354.jpg

সব গুলো ছবির স্থান-লিংক


এই ফটোগ্রাফ দুটিতে দেখা যাচ্ছে যে মানুষ নৌকা বোঝাই করে নদী পার হচ্ছে ।কেননা নদীর ওপারে চড় জেগেছে ।সেই চড়ে মানুষজন তাদের বসবাস শুরু করেছে । যাদের এপার থেকে ওপারে যাওয়ার একমাত্র বাহন হচ্ছে এই নৌকা। নৌকা করে প্রতিদিন মানুষ এপার থেকে ওপার যাওয়া আসা করে। আমরাও নৌকা করে ওপারে ঘুরতে গিয়েছিলাম।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 2 years ago 

বিকেল বেলা নদীর পাড়ে অপরূপ সৌন্দর্যময় মুহূর্ত উপভোগ করেছেন। ফটোগুলো দেখে খুবই ভালো লাগলো। আসলে নদীর পাড়ে মুহূর্তগুলো সত্যিই খুবই ভালো লাগে।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই ধরেছেন নদীর পাড়ের মুহূর্তগুলো সত্যিই চমৎকার। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।ভালো থাকবেন।

 2 years ago 

বিকেলে ঘুরতে গেলে এম্নিতেই মন ভাল হয়ে যায়। আর আপনি নদীরপাড়ে ঘুরতে গেলেন, তা তো আরো বেশি আনন্দের।আপনি নদীরপাড়ের সুন্দর মূহুর্তগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন, জেনে ভাল লাগলো। আর সাথে কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদেরকে উপহার দিলেন, সত্যি ই খুব ভাল লেগেছে।অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য। অনেক অঅভিনন্দন আপনাকে আপু।

 2 years ago 

হ্যা আপু আপনি ঠিকই বলেছেন নদীর পাড়ে গেলে আমারও মন ভালো হয়ে যায় ।বেশ ভালো লাগে সময় কাটাতে ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

নদীর পাড়ে বিকেলে ঘুরতে গিয়েছেন দেখে খুবই ভালো লাগলো। আসলে ঘোরাঘুরি করার মজাটাই আলাদা। বিশেষ করে নদীর পাড়ে ঘুরতে গেলে মনটা একেবারে স্থির হয়ে যায়। নদীর কূলে ভোট গুলো দাঁড়িয়ে আছে দেখে আমারও ভীষণ ভালো লাগলো। বন্যার সময় আসলেই অনেক মানুষের নিরাপত্তা থাকে না। কিন্তু আপনি যেখানে ঘুরতে গিয়েছেন ওখানে তারা আগে থেকেই ভোট গুলো দাঁড় করিয়ে রাখে এটি দেখে ভীষণ ভালো লাগলো। মানুষের নিরাপত্তার জন্য সবারই এগিয়ে আসা উচিত। আপনার ঘুরাঘুরির পাশাপাশি ফটোগ্রাফি গুলো ও আমার ভীষণ ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আমার ফটোগ্রাফ গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য ।ভালো থাকবেন।

 2 years ago 

আসলে বিকেল বেলা নদীর পাড়ে ঘুরার মজাই আলাদা,আর আবহাওয়াটা সত্যিই খুব সুন্দর। আমিও মাঝেমধ্যে বিকেল বেলা নদীর পাড়ে ঘুরতে যাই। আপনার ফটোগ্রাফি গুলোও বেশ সুন্দর লাগছে দেখতে। সবকিছু মিলিয়ে বিকেল বেলা, আপনি খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে, পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনিও মাঝে মধ্যে নদীর পাড়ে ঘুরতে যান জেনে বেশ ভালো লাগলো। আসলে আপনি ঠিকই বলেছেন নদীর পাড়ে ঘোড়ার মজাই আলাদা। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 68156.06
ETH 3517.56
USDT 1.00
SBD 2.81