ইলিশ মাছ জ্বাল দিয়ে রান্না করার রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী বন্ধুরা,আপনারা সবাই কেমন আছেন? এই করোনা কালীন সময়ে যে যেখানে আছেন,সবাই সুস্থ আছেন,ভালো আছেন সেই কামনাই করি।আমিও বেশ ভালো আছি।

আজ আমি আপনাদের জন্য খুবই সহজ একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি।যে কোনো কিছুই রান্না করতে পারেন না, তিনিও এই রেসিপিটি ফলো করে খুব সহজেই রান্না করে ফেলতে পারবেন।আর সেই রেসিপি টি হচ্ছে ইলিশ মাছ জ্বাল দিয়ে রান্না করার রেসিপি।তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি টি।

Polish_20210809_170206380.jpg

উপকরণ

Polish_20210809_171248603.jpg

উপকরণপরিমাণ
ইলিশ মাছ৫পিছ
পেঁয়াজ কুচি১/২কাপ
পেঁয়াজ বাটা৩টেবিল চামচ
কাঁচা মরিচ৪টি
হলুদগুঁড়া১চা চামচ
মরিচগুঁড়া১চা চামচ
জিরাগুঁড়া১/২চা চামচ
লবনস্বাদ মতো
সয়াবিন তেল২টেবিল চামচ

প্রুস্তুতপ্রণালী

20210809_131328.jpg

20210809_131404.jpg

20210809_131418.jpg

১.প্রথমে একটি কড়াইয়ে পেঁয়াজ বাটা দিয়ে দেই।তারপর হলুদ গুঁড়া,মরিচ গুঁড়া ,লবণ ও কাটা পেঁয়াজ দিয়ে দেই।

20210809_131506.jpg

২.তারপর মসলাটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেই।

20210809_131655.jpg

৩.হাত দিয়ে মসলাটা মাছের গায়ে মাখিয়ে নেই।

20210809_131756.jpg

৪.তারপর একটু পানি দিয়ে দেই।

20210809_131829.jpg

৫.তারপর তেল দিয়ে দেই।এখন চুলা অন করে ঢেকে কিছুক্ষণ জ্বাল করি।

20210809_132721.jpg

৬.পানি ফুটে উঠলে কাঁচা মরিচ দিয়ে দেই।আরো কিছুক্ষণ জ্বাল দেই।

20210809_133250.jpg

20210809_133305.jpg

৭.রান্না শেষ হওয়ার একটু আগে জিরা গুঁড়া দিয়ে আরো কিছুক্ষণ রান্না করি।

20210809_133616.jpg

৮.এখন হয়ে গেল আমার জ্বাল দেয়া ইলিশ মাছ রান্না।
এখন পরিবেশন করতে হবে।

20210809_140331.jpg

এখন খাওয়ার পালা।এই জ্বাল দেয়া ইলিশ মাছ গরম ভাতের সঙ্গে খেতে ভারি মজা।এছাড়া পান্তা ভাতের সঙ্গে জাল দেয়া ইলিশ ও সঙ্গে একটু আলু ভর্তা দিয়ে খেতে দারুন মজা। যা আমাদের দেশে পহেলা বৈশাখে অনেকেই খায়।আজকের মত এই পর্যন্তই।


আশা করছি আপনাদের আমার আজকের রেসিপি টি ভালো লেগেছে।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ৪০
ফটোগ্রাফার@wahidasuma

ধন্যবাদ

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

Sort:  
 3 years ago 

আপনার রেসিপি বরাবরি সুন্দর হয়। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

শুভ কামনা আপু।

 3 years ago 

বরাবরের মতো আবার একটা সুস্বাদু রেসিপি।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

আপু ইলিশ মাছের ডিমটি খেতে ইচ্ছে করছে।চলে আসবো নাকি আপনার বাড়ি?
সুন্দর হয়েছে।ধন্যবাদ আপু।

 3 years ago 

চলে আসুন আপু, খুব ভালো লাগবে।ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভ কামনা আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60191.71
ETH 2410.52
USDT 1.00
SBD 2.43