বাণিজ্য মেলায় ঘুরাঘুরি(শেষ পর্ব)

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। বেশ কিছুদিন আগে বাণিজ্য মেলায় গিয়েছিলাম এবং আপনাদের সঙ্গে এর আগে কয়েকটি পোস্টে শেয়ার করেছি। আজ শেষ পর্ব নিয়ে হাজির হয়েছি ।যদিও বেশ কিছুদিন কেটে গিয়েছে বাণিজ্য মেলা শেষ হয়েছে । বাণিজ্য মেলা যেহেতু অনেক জায়গা নিয়ে হয়েছে, যার কারণে পুরো মেলাটা ঘুরে দেখতে অনেক সময় এর প্রয়োজন হয় । বিভিন্ন ধরনের স্টল রয়েছে যা ঘুরে ঘুরে দেখতেও অনেক সময় লাগে। যদিও আমাদের হাতে খুব একটা সময় ছিল না। তারপরেও মোটামুটি ঘোরাঘুরি করেছি। তবে আরও কিছুক্ষণ সময় হাতে নিয়ে গেলে ঘুরে দেখতে আরো ভালো লাগতো ।যাইহোক আর কথা না বাড়িয়ে চলুন বাণিজ্য মেলা থেকে ঘুরে আসি।


বাণিজ্য মেলায় ঘুরাঘুরি(শেষ পর্ব)



IMG20240202211252.jpg

বাণিজ্য মেলায় ঘোরাঘুরির পর আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে যখন শেষের দিকে দেখলাম এই ঝাড়বাতির দোকান। দোকানটি সত্যি অসম্ভব সুন্দর। সুন্দর সুন্দর ঝাড়বাতি ছিল এই দোকানে। দেখে একদম মুগ্ধ হয়ে যাবার মত। যদিও প্রাইজটাও একদম মুগ্ধ হবার মতোই। তার পরেও দেখতে এত ভালো লেগেছিল যে বলার মত নয়। এর আগেও ঝাড়বাতি দেখেছি তবে এত চমৎকার ঝারবাতি একসঙ্গে এতগুলো দেখা হয়নি। এবার অসংখ্য চমৎকার চমৎকার ঝাড়বাতি দেখলাম ।দেখে সত্যিই ভীষণ ভালো লেগেছিল। রংবেরঙের লাল নীল সবুজে ভরপুর লাগছিল পুরো দোকানটি। সবাই এসে যেন মুগ্ধ নয়নে তাকিয়ে দেখছিল।


IMG20240202211958.jpg

IMG20240202212028.jpg

IMG20240202211250.jpg

IMG20240202211256.jpg

আমরাও ঝাড়বাতিগুলো দেখছিলাম। তবে কিছু ছিল অনেক বেশি ভালো লাগার মত ।তবে এই দোকানের লোকদের কাছে দাম জিজ্ঞাসা করার দরকার ছিল না, এগুলোর প্রাইস কেমন। প্রতিটির প্রাইস গায়ে লেখা ছিল। সত্যি অসাধারণ ছিল এই ঝাড়বাতিগুলো ।এই দোকানের প্রতি সবারই ভীষণ আকর্ষণ ছিল ।কেননা দেখতে এত চমৎকার লাগছিল যে সবাই মুগ্ধ নয়নে দেখছিল। কেনার কাস্টমারের থেকে দেখার কাস্টমারই এদের বেশি ছিল বলতে হয়।


IMG20240202211232.jpg

IMG20240202211209.jpg

তারপর কিছু সময় আমরা এগুলো দেখার পর আরো অন্যান্য স্টোর গুলো ঘুরে দেখতে লাগলাম। মেলায় ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের জিনিস দেখতে সবার কাছেই মনে হয় বেশ ভালো লাগে। যদিও বাণিজ্য মেলায় জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে বেশি থাকে, এটা সবারই জানা থাকে ।তারপরেও সবাই মেলায় যায় । কয়েক বছর আগে গিয়ে যেমনটি দেখেছি এখনো দেখতে ঠিক তেমনটি লেগেছে। খুব একটা পরিবর্তন চোখে পড়েনি। আসলে মেলার পরিবর্তন হবার তেমন কিছুই নেই ।একই ধরনের জিনিস বারবার থাকবে এটাই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে।


IMG20240202210601.jpg

IMG20240202211141.jpg

IMG20240202211156.jpg

IMG20240202211157.jpg

তারপর আরো একটু ঘুরে দেখার পর শেষমেষ একটি কার্পেটের দোকানে গেলাম। যেখানে আমার কাছে একটি কার্পেট ভালো লেগেছিল। একটা ছোট কার্পেট নেওয়ার ইচ্ছা ছিল। তাই সেটি দামাদামি করছিলাম ।যদিও আমার হাজবেন্ড আমার থেকে অনেক দূরে এগিয়ে গিয়েছিল। কেননা তার মিটিং ছিল ।যার কারণে হাতে একেবারেই সময় ছিল না। কিন্তু আমার কাছে একটু দেখে ভালো লেগে যায়। তাই দোকানে দাঁড়াতে বাধ্য হই। কিন্তু সে এসে এক মিনিটও দাঁড়াতে দিলো না ।তাই আর কেনা হলো না। তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আবার সেই ভিড় ঠেলে বাণিজ্য মেলা থেকে বের হলাম।এতটা ভিড় যা বলে বোঝানোর মত নয় ।আসলে কোথাও গেলে এত ভিড় ভালো লাগেনা ।মেলার ভেতরে ঢোকাও যেমন কষ্ট , বের হওয়াও তেমন কষ্টকর।


যাই হোক আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T
লোকেশনঢাকা,বাণিজ্য মেলা

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 3 months ago 

বাণিজ্য মেলায় ঘুরতে গিয়েছিলেন শুনে ভালো লাগলো। শেষ পর্বটা সম্পূর্ণ পড়ার চেষ্টা করলাম। পুরোটা খুবই ভালো লেগেছে আমার কাছে। ঝাড়বাতির দোকানটা সত্যি খুব সুন্দর লাগতেছে। এরকম দোকানগুলো দেখলে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার মতই হয়। ছোট কার্পেট গুলো আপনার কাছে ভালো লাগলেও, ভাইয়ার কারণে কিনতে পারেননি জেনে খারাপ লাগলো। উনার মিটিং ছিল তাই তো তাড়াহুড়া করছিল, না হলে তো ঠিকই কিনে দিত। অল্প সময়ের জন্য হলেও ভালোই সময় কাটিয়েছিলেন জেনে ভালো লেগেছে।

 3 months ago 

হ্যাঁ ভাইয়া অল্প সময় হলেও সময়টা বেশ ভালই কেটেছিল ঘুরাঘুরি করে। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 months ago 

বানিজ্য মেলা ঘোরাঘুরির শেষ পর্ব খুব সুন্দর ভাবে শেয়ার করেছেন আপু। তবে ভাইয়ার ব্যস্ততা না থাকলে, আপনি কার্পেট কিনতে পারতেন, তাহলে শেষ পর্বটা আরো জমে যেত! ঝাড়বাতি স্টলের ছবি গুলোও সুন্দর হয়েছে। সব মিলে পোস্টটি অনেক ভালো লেগেছে আপু।আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 months ago 

আপু আপনার কাছে আমার পোস্টটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 3 months ago (edited)

আসলে আপু মেলাতে ঘুরাঘুরি করতে একটু সময় নিয়ে গেলেই ভালোভাবে উপভোগ করা যায়। আর সত্যি বলতে ঝাড়বাতিগুলো আপনার ফটোর মাধ্যমে দেখেও চোখ ফেরাতে পারছিনা। তাহলে আপনারা তো সরাসরি নিজ চোখে দেখেছেন তাহলে অবশ্যই অনেক চমৎকার লেগেছে। আর এটাও ঠিক বলেছেন অনেক সময় কেনার কাস্টমার এর চাইতে শুধু দেখার কাস্টমারই বেশি থাকে। যেহেতু আকর্ষণীয় একটি বিষয়।যাইহোক কার্পেটের দোকানে গিয়ে কার্পেট পছন্দ হলো কিন্তু ভাইয়ার তাড়া থাকাতে কার্পেট আর কিনতে পারলেন না। তবে স্বল্প সময়ের জন্য হলেও খুব ভালো ইনজয় করেছেন বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপু ভালো থাকবেন।

 3 months ago 

হ্যাঁ ভাইয়া ওই লাইট গুলো দেখতে সত্যিই চমৎকার ছিল ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 3 months ago 

বাণিজ্য মেলায় ঘোরাঘুরি শেষ পর্বটি চমৎকার লাগলো আপু। বাণিজ্য মেলায় গিয়ে শেষের দিকে আপনার একটি কার্পেট পছন্দ হয়েছে কিন্তু ভাই আর মিটিং এর জন্য সেটি কিনতে পারেনি এজন্য একটু খারাপ লাগলো। যাইহোক পুরো পোস্ট পড়ে ও দেখে বেশ ভালো লাগলো ধন্যবাদ।

 3 months ago 

আপু আমার পুরো পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা।

Posted using SteemPro Mobile

 3 months ago 

এরকম বাণিজ্য মেলায় অধিক লোকজন সমাগম হয়ে ভিড় তৈরি হওয়াটাই স্বাভাবিক। যাহোক আপনি বাণিজ্য মেলায় ঘোরাঘুরি করে চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার পোস্টের লেখাগুলো পড়ে আমার অনেক ভালো লেগেছে। একই সাথে বাণিজ্য মেলার বিভিন্ন প্রকারের ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর লাগছে।

Posted using SteemPro Mobile

 3 months ago 

ভাইয়া আমার বাণিজ্য মেলায় ঘুরাঘুরির মুহূর্ত পরে আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 months ago 

বোঝাই যাচ্ছে এবারের বাণিজ্য মেলায় গিয়ে দারুন একটা মুহূর্ত অতিবাহিত করেছেন বিশেষ করে ঝাড়বাতির দোকানে গিয়ে অনেকটাই সুন্দর মুহূর্ত কাটিয়েছেন বোঝাই যাচ্ছে। আমি যদি মেলায় যাই সব সময় চেষ্টা করি ঝাড়বাতির দোকানে যাওয়ার কারণ সেখানে গেলে অনেক সুন্দর সুন্দর বাতি দেখা যায়, ধন্যবাদ আপনার কাটানো সুন্দর মুহূর্তটা আমাদের মাঝে তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 3 months ago 

হ্যাঁ ভাইয়া বাণিজ্য মেলায় দেখার মতো অনেক দোকানই রয়েছে ।বেশ ভালো লাগে দেখতে ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 months ago 

বাণিজ্য মেলাতে প্রমাণ করতে গেলে অনেক কিছু দেখা যায়, আর অজানা অনেক কিছুর সাথে পরিচিত লাভ করা যায়। যেমন সর্বশেষে এই বাতি গুলো দেখে অবাক হয়েছেন। আমারও ভালো লাগে আপু যে কোন মেলা বা এজাতীয় বাণিজ্য মেলায় অংশগ্রহণ করতে। নিজেদের প্রয়োজনীয় অনেক কিছু কিনতেও পারা যায় আবার অপ্রয়োজনীয় হোক আর যাই হোক অনেক কিছু সাথে পরিচয় লাভ করা যায়। বেশি ভালো লাগলো আপনার শেষ পর্ব টা দেখে।

 3 months ago 

ভাই আপনার কাছে বাণিজ্য মেলার শেষ পর্বটি দেখে অনেক বেশি ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 months ago 

বাণিজ্য মেলায় গেলে এই টার্কিশ ল্যাম্পের শোরুম টায় আমি অবশ্যই একবার যাই। কিন্তু এগুলো কেনার সাধ্যের বাইরে। এত বেশি দাম মাথা ঘুরে যায়। কিন্তু দেখতেও যে খুব সুন্দর। এই কার্পেট এর দোকানে আমিও গিয়েছিলাম। ভালো লেগেছিলো। কিন্তু এগুলোও অনেক দাম ছিল। ভালোই ঘোরাঘুরি করেছেন দেখছি।

 3 months ago 

হ্যাঁ আপু বাণিজ্য মেলায় প্রায় জিনিসেরই দাম অনেক বেশি ।তারপরও দেখতে বেশ ভালই লাগে ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 months ago 

বাণিজ্য মেলায় ঘুরতে গিয়ে খুব সুন্দর সুন্দর কিছু সময় অতিবাহিত করেছেন৷ তা আমাদের মাঝে শেয়ার করেছেন৷ আজকে সে ভ্রমণের শেষ পর্ব শেয়ার করার মাধ্যমে এই বাণিজ্য মেলা ভ্রমণের পর্ব আপনি শেষ করলেন যা দেখে খুবই ভালো লাগলো৷ আজকে শেষ পর্বের মধ্যে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি ও বর্ণনা শেয়ার করেছেন, যা দেখে খুবই ভালো লাগলো৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি ভ্রমণের পর্ব আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

আমার বাণিজ্য মেলা ভ্রমণের পর্বগুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 months ago 

খুব সুন্দর একটি ভ্রমণের পর্ব ছিল এটি৷ অনেক ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 months ago 

আপু হাজবেন্ডদের সাথে কোথাও ঘুরতে বেরোলে বা শপিং ঘুরতে বেরোলে এরকমই হয়। হঠাৎ করে তাদের কাজ চলে আসে আর তারা ঠিকভাবে শপিং করতেই দেয় না। শপিং করার সময় যদি একটু সময় নিয়ে ঘুরাঘুরি না করে শপিং করা হয় তাহলে কি আর ভালো লাগে। আপনার মত আমারও একই অবস্থা হয় যখনই শপিং করতে যাই। যাই হোক মেলায় ঘুরতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনার মেলার যাওয়ার পোস্টটা দেখে অনেক বেশি ভালো লেগেছে।

 3 months ago 

হ্যাঁ আপু আপনি একদম ঠিকই বলেছেন আপনার সঙ্গে আমিও একমত। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66269.64
ETH 3568.77
USDT 1.00
SBD 3.06