ভেজিটেবল এগ ফ্রাইড রাইস||১০% বেনিফিশিয়ারি আমার প্রিয় @shy-foxএর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই এই করোনাকালীন সময়েও সুস্থ আছেন, নিরাপদে আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আমি আপনাদের সামনে খুবই মজার একটি রেসিপি নিয়ে এসেছি ।আর সেটি হচ্ছে ভেজিটেবল এগ ফ্রাইড রাইস ।চাইনিজ এই খাবারটি আমরা সবাই কম বেশি পছন্দ করি ।আমার কাছে তো বেশ ভালো লাগে ।আমার বাসার অন্যান্য সদস্যরাও এটি অনেক পছন্দ করে ।তাই বাড়িতেই ঝটপট তৈরি করে ফেলি ভেজিটেবল এগ ফ্রাইড রাইস ।এটি খুব সহজেই বাড়িতে রেস্টুরেন্টের স্বাদে তৈরি করা যায়। তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি ,যদি আপনাদের কাছে ভাল লাগে তাহলে আপনারা এভাবে করে দেখবেন। নিশ্চয়ই রেস্টুরেন্টের স্বাদ পাবেন ।তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করছি আমার আজকের রেসিপি ভেজিটেবল এগ ফ্রাইড রাইস।



ভেজিটেবল এগ ফ্রাইড রাইস



Polish_20220304_170231892.jpg

উপকরণপরিমান
ডিম২ টি
ফুলকপি১/২কাপ
গাজর১/২কাপ
পেঁয়াজের ফুল১/২কাপ
মটরশুঁটি১/২কাপ
পোলাওয়ের চাল১ পট
পেঁয়াজ কুচি৩ টি
আদা কুচি১টেবিল চামচ
রসুন কুচি১টেবিল চামচ
গোল মরিচ গুঁড়া১চা চামচ
লবনস্বাদমতো
তেলপরিমান মত
বাটার১টেবিল চামচ
টমেটো সস১টেবিল চামচ
রেড চিলি সস১টেবিল চামচ
সয়াসস১টেবিল চামচ

Polish_20220304_165319919.jpg

প্রুস্তুতপ্রণালী

ধাপ-১

20220226_124042.jpg20220226_130816.jpg
প্রথমে আমি পোলাওয়ের চাল টিকে 90% সিদ্ধ করে নিয়েছি ।এখানে পুরোপুরি সিদ্ধ করা যাবে না, তাহলে রাইস নরম হয়ে যাবে ।ঝরঝরে হবে না ।তারপর দুটি ডিম ভেঙে নিয়েছি।

ধাপ-২

20220226_130827.jpg20220226_130928.jpg
তারপর সামান্য একটু লবণ দিয়ে ডিম টাকে ফেটিয়ে নিয়েছি।

ধাপ-৩

20220226_131116.jpg20220226_131140.jpg
তারপর একটি সসের মিশ্রন তৈরী করার জন্য প্রথমে একটি বাটিতে টমেটো সস ও রেড চিলি সস নেই।

ধাপ-৪

20220226_131204.jpg20220226_131645.jpg
তারপর সয়া সস নিয়ে চামচ দিয়ে নেড়েচেড়ে মিশ্রনটিকে ভালো মতো মিশিয়ে নেই। তারপর একটি কড়াইয়ে এক চামচ সয়াবিন তেল ও এক চামচ বাটার দিয়ে দেই।

ধাপ-৫

20220226_131742.jpg20220226_131908.jpg
তারপর পূর্বের ফেটিয়ে রাখা ডিম দিয়ে দেই ও ভালোমতো নেড়েচেড়ে ডিমগুলো ঝুরি ঝুরি করে নেই।

ধাপ-৬

20220226_132010.jpg

তারপর ডিমগুলো হালকা ভাজা হয়ে গেলে একটি বাটিতে তুলে রাখি।

ধাপ-৭

20220226_132338.jpg20220226_132443.jpg
তারপর ওই তেলের মধ্যে আদা কুচি ও রসুন কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেই। যখন আদা রসুন থেকে একটা সুন্দর অ্যারোমা বের হবে তখন পেঁয়াজ কুচি দিয়ে দেই।

ধাপ-৮

20220226_132804.jpg20220226_132843.jpg
পেঁয়াজ বাদামি করে ভাজা হলে গাজর, ফুলকপি ও পেঁয়াজের ফুল দিয়ে দেই।

ধাপ-৯

20220226_132925.jpg20220226_132948.jpg
তারপর মটরশুঁটি ও লবণ দিয়ে ভালো মতো নেড়েচেড়ে নেই।

ধাপ-১০

20220226_133316.jpg20220226_133648.jpg
তারপর গোলমরিচ গুঁড়া দিয়ে ভালোমতো নেড়েচেড়ে সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত ভাজতে থাকি।

ধাপ-১১

20220226_133705.jpg20220226_133838.jpg
তারপর পোলাও গুলো দিয়ে দেই ও ভালোমতো নেড়েচেড়ে সবজির সঙ্গে মিশিয়ে নেই।

ধাপ-১২

20220226_133901.jpg20220226_133948.jpg
তারপর পূর্বের ওই সসের মিশ্রণটি দিয়ে ভালোমতো নেড়েচেড়ে মিশিয়ে নেই।

ধাপ-১৩

20220226_134109.jpg20220226_134203.jpg
তারপর পূর্বে থেকে করে রাখা ডিমের ঝুড়ি টা দিয়ে দেই।

ধাপ-১৪

20220226_134259.jpg20220226_134417.jpg
তারপর ভালোমতো নেড়েচেড়ে ব্যাস হয়ে গেল আমার ভেজিটেবল এগ ফ্রাইড রাইস।

ধাপ-১৫

20220226_143128.jpg

এখন একটি প্লেটে বেড়ে গরম গরম পরিবেশন করতে হবে। আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে।

আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

Sort:  
 2 years ago 

বেশ লোভনীয় লাগছে আপু । সুন্দর বানিয়েছেন । দাওয়াত দেন, ভীষণ খেতে ইচ্ছে করছে ।

 2 years ago 

ভাইয়া এই বোনের বাড়িতে আপনার সব সময়ই দাওয়াত ।যখনই ইচ্ছে করবে চলে আসবেন, আসলে খুবই খুশি হবো। আপনার মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।

 3 years ago 

ভেজিটেবল এগ ফ্রাইড রাইস😋😋 কি যে লোভনীয় দেখাচ্ছে 😋😋মাত্র খেয়ে আসলাম তারপরেও রেসিপিটি দেখে ক্ষুধায় পেটটা চোঁ চোঁ করছে😋 ইচ্ছে করছে খাওয়া শুরু করে। রেসিপি সম্পর্কে ধারণা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

আমার রেসিপি দেখে আপনার খেতে ইচ্ছে করছে জেনে খুবই ভালো লাগলো ভাইয়া। এভাবে মন্তব্য করে পাশে থাকবেন। ধন্যবাদ।

 3 years ago 

ভেজিটেবল ফ্রাইড রাইস এর দারুন রেসিপি করেছেন আপু।পেট ভরা তবুও আপনার রেসিপি দেখে লোভ লাগছে খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন ধন্যবাদ এবং শুভ কামনা রইলো।

 2 years ago 

আমার রেসিপিটি আপনার কাছে ভাল লেগেছে জেনে সত্যি ভাইয়া অনেক ভালো লাগলো ।মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আহা! কি দেখালেন আপু, এই রাতের বেলা এত সুন্দর রেসিপি দেখে নিজেকে কি ঠিক রাখা যাবে? না কখনোই ঠিক রাখা যাবে না। মনে হচ্ছে আপনার সাজিয়ে রাখা প্লেটের ভেজিটেবল এগ ফ্রাইড রাইস মুহুর্তের মধ্যে গিয়ে খেয়ে আসি। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খুবই, খুবই সুস্বাদু হয়েছে। রেসিপিটি তৈরি করার প্রত্যেকটি ধাপ খুব সহজ ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া রেসিপিটি খুবই সুস্বাদু হয়েছিল ।একদিন চলে আসুন খেয়ে যাবেন। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

ভেজিটেবল এগ ফ্লাইড রাইস খেতে খুবই সুস্বাদু মজাদার হয়।আপনার টা দেখে বুঝলাম তবে মনে হয় না কখনো খেয়েছি।দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। রেসিপির প্রতিটি ধাপ আপনি খুবই সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া এভাবে একবার করে খেয়ে দেখবেন নিশ্চয়ই আপনার কাছে ভালো লাগবে। আপনার মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।

এর আগে কখনো বাসায় তৈরি করে এটি খাইনি। কিন্তু কয়েকবার রেস্টুরেন্টে খেয়েছিলাম এটি খেতে অনেক মজাদার। কিন্তু বাড়িতে যে এত সহজ ও সুন্দর ভাবে তৈরি করা যায় জানতাম না। পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো আর জানতে পারলাম খুব সহজেই এটি তৈরি করা যায়। ধন্যবাদ আপু আপনাকে রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া বাড়িতে এটি খুব সহজেই তৈরি করে ফেলা যায় ।আপনিও একদিন করে দেখবেন নিশ্চয়ই আপনার কাছে ভালো লাগবে ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

ভেজিটেবল দিয়ে খুব সুন্দর একটি ফ্রাইড রাইস রেসিপি তৈরি করেছেন। যেটা দেখে জিভে জল চলে আসলো খুবই সুস্বাদু ও লোভনীয় খাবার। এত সুন্দরভাবে তৈরি করেছেন যা আমাকে মুগ্ধ করলো। এতো সুন্দর করে রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমার রেসিপিটি দেখে আপনার জিভে জল চলে এসেছে জেনে খুবই ভালো লাগল।এভাবে মন্তব্য করে পাশে থাকবেন। ধন্যবাদ।

 3 years ago 

খুবই সুস্বাদু একটা রেসিপি শেয়ার করেছেন। আপনার রেসিপিটি দেখতে খুবই লোভনীয় লাগছে। খেতেও সুস্বাদু হবে ।রেসিপি তৈরির ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা বুঝতে সুবিধা হয়েছে।
শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া রেসিপিটি খুবই সুস্বাদু হয়েছিল ।আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।ভাল থাকবেন।

 3 years ago 

আপনার তৈরি করা ভেজিটেবল এগ ফ্রাইড রাইস দেখে লোভে পড়ে গেলাম । আপনি অনেক সুন্দর ভাবে রেসিপিটি তৈরি করেছেন । সুন্দরভাবে তৈরি করার পাশাপাশি অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন ।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

আমার রেসিপি দেখে আপনার কাছে লোভ লেগেছে জেনে অনেক ভালো লাগলো ভাইয়া ।এভাবে মন্তব্য করে আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।ভাল থাকবেন।

 3 years ago 

ওয়াও আপু খুবই লোভনীয় খাবার। এটা খেতে খুবই সুস্বাদু। আমার কাছে খেতে ভীষন ভালো লাগে। আপনার রান্না টা আমার বেশ ভালো লেগেছে। দারুন ভাবে উপস্থাপন করেছেন আপু। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আমার রান্না টা আপনার কাছে ভালো লেগেছে যিনে সত্যি অনেক ভালো লাগলো। এভাবে মন্তব্য করলে অনেক অনুপ্রেরণা পাই। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56477.82
ETH 2390.38
USDT 1.00
SBD 2.33