গল্প|| কালো রংয়ের মেয়ে(পর্ব-১)

in আমার বাংলা ব্লগ3 months ago (edited)

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



আজ আমি আপনাদের মাঝে একটি গল্প শেয়ার করতে এসেছি।আসলে গল্প মানেই আমাদের আশেপাশে ঘটে যাওয়া কোন ঘটনা । যেই ঘটনা গুলো এক একটি গল্প আকারে আমাদের কাছে এসে ধরা দেয় ।আসলে প্রতিটি গল্পই আমাদের সমাজে ঘটে যাওয়া কোন ঘটনা। আজকে আমি যে গল্পটি আপনাদের সঙ্গে শেয়ার করব এটি বাস্তবতার সঙ্গে মিল রেখেই মূলত লেখা। আশা করছি আপনাদের কাছে আজকের গল্পটি ভালো লাগবে । তাহলে আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল গল্পে।


alone-8603184_1280.png

source

গল্প|| কালো রংয়ের মেয়ে(পর্ব-১)


গ্রামের মধ্যবিত্ত পরিবারের মেয়ে ময়না। মোটামুটি স্বচ্ছল ছিল তাদের পরিবার ।তার বাবা কৃষি কাজ করত ।যেহেতু তারা গ্রামে থাকতো সেহেতু বেশ ভালোভাবেই তাদের জীবন কাঁটছিল ।এভাবেই যেতে যেতে সময়ের সাথে সাথে ময়না বড় হতে থাকে ।বেশ আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ময়নার জীবন কাটতে থাকে ।সাধারণত গ্রামের মেয়েরা বেশ খোলামেলা পরিবেশে বড় হয় এবং দেশ আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে তাদের জীবন অতিবাহিত হয় ।শহরের চার দেয়ালের বন্ধি জীবন তাদের হয় না। তারা নদীতে ঝাঁপাঝাঁপি করে, বান্ধবীরা মিলে গোল্লাছুট আরও বিভিন্ন ধরনের খেলায় মেতে ওঠে ।


এভাবে তারা কখন যে শৈশব পেরিয়ে, কৈশোরে, আবার কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করে তারা নিজেরাও বুঝতে পারে না ।কিন্তু সময় কারো জন্য থেমে থাকে না ।একটা সময় সবার নজরে পড়তে থাকে। ময়না বড় হয়েছে তাকে বিয়ে দিতে হবে। এভাবেই একটার পর একটা প্রস্তাব আসতে থাকে ময়নার বিয়ের ।কিন্তু তখনও ময়না বিয়ে বিষয়টা ভালোভাবে বুঝতো না। সে বিয়ে করতে চাইতো না ।কিন্তু পরিবারের সবাই বিয়ের জন্য অস্থির হয়ে উঠলো। আসলে গ্রামের বাবা-মায়ের এই এক সমস্যা মেয়ে একটু বড় হলেই বিয়ে দেওয়ার জন্য মাথা খারাপ হয়ে যায়। ময়নার বেলায়ও তেমন টি ঘটলো।


ময়নাদের পাশের বাড়ি ছিল ময়নার চাচার বাড়ি ।সেখানে ময়নার এক চাচাতো ভাই ছিল ।ময়না দেখতে মোটামুটি ভালই ছিল ।তবে তার গায়ের রঙ ছিল কালো ।গ্রামের মেয়েদের গায়ের রং কালো হলে তাদের বেশ সমস্যা পোহাতে হয়। যাইহোক ময়নার চাচা একদিন ময়নার বাবার কাছে প্রস্তাব দিল ঘরের মেয়ে বাইরে বিয়ে দেওয়ার দরকার কি ?আমার ছেলের সঙ্গেই ময়নাকে রেখে দেই। এ কথা শুনে ময়নার বাবা প্রথমে একটু অবাক হলো। কেননা তারা এই বিষয়টা একেবারেই চিন্তা করেনি। কিন্তু তার ভাই যখন বিষয়টা তাকে বুঝিয়ে বলল ।তখন ময়নার বাবাও ভেবে দেখল তাহলে মেয়েও কাছে থাকবে, চোখের সামনে থাকবে ,তাকে দেখতে পারবো ।আর ছেলেও খারাপ না ।তারপর ময়নার বাবা ও বিয়েতে রাজি হয়ে যায়।


তারপর কিছুদিনের মধ্যে ময়নার বিয়ে হয়ে যায় ।তবে ময়নার বিয়ের কিছুদিন পরেই ময়নার স্বামী ময়নাকে খুব একটা পছন্দ করত না ।তার সঙ্গে সঙ্গে তার পরিবারের লোকজনও তাকে পছন্দ করত না ।এর মধ্যে ময়নার পরপর দুটি কন্যা সন্তান জন্ম লাভ করে ।সময় যেতে থাকে আর ময়নার স্বামী ময়নার সঙ্গে খারাপ ব্যবহার আরো বেশি করতে থাকে। সেই সঙ্গে পরিবারের লোকেরাও তাকে একদম অপছন্দ করে ।তার কারণ হলো সে দেখতে সুন্দর না তার গায়ের রং কালো। তখন ময়না কিছুতেই বুঝতে পারেনা তারা আমার সঙ্গে এমন কেন করছে ।এরা তো আমাকে দেখে শুনেই এনেছে। আর আমি তো বাইরের কেউ না, তাদের নিজেদেরই লোক। তাহলে আমার সঙ্গে এমন কেন করছে ।

চলবে


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 2 months ago 

গল্পের ময়নার সাথে যেমনটা ঘটেছে বর্তমান পরিস্থিতিতে এরকম অনেক ঘটনাই লক্ষ্য করা যায়। ময়নার দুই কন্যা সন্তান হওয়ার পরেও তার সংসারে সুখ আসেনি। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম আপু।

 2 months ago 

হ্যাঁ ঠিকই বলেছেন বর্তমান পরিস্থিতিতে এরকম ঘটনা অনেক ঘটে । ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 months ago 

ময়নার চাচা অর্থাৎ শশুরই তো তাকে দেখে শুনে ছেলের বউ করেছে। তাহলে পরবর্তীতে ময়নার গায়ের রং কালোর জন্য কেন সবাই তাকে অপছন্দ করবে? পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম আপু। অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

হ্যাঁ আপু দেখে শুনে নিয়েই পরবর্তীতে তার সঙ্গে খারাপ আচরণ শুরু করে। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 months ago 

আপনার লেখা আজকের এই গল্পটার সাথে আমি বাস্তবতার অনেক বেশি মিল পেয়েছি। কালো মেয়েদের সাথে এরকমটাই হয় বিশেষ করে গ্রামে। একটা মেয়ে যদি কালো হয়ে জন্মায়, তাহলে ওই মেয়েটাকে সবাই অপছন্দ করে। সেই মেয়েটার প্রতি তেমন কোন গুরুত্ব দেয় না। ময়নার চাচা নিজেই নিজের ভাইকে বিয়ের প্রস্তাব দিয়েছে। কিন্তু শেষ পর্যায়ে তো দেখছি বিয়ের পর তারাও ময়নাকে পছন্দ করতে শুরু করে। তার দুই কন্যা সন্তান হয়েছে এখন, তবুও তারা এই সময় এরকম কেন করতেছে বুঝলাম। নিজেরা দেখে শুনে এনে নিজেরাই খারাপ ব্যবহার করছে। দেখা যাক ময়নার সাথে শেষ পর্যন্ত কি হয়।

 2 months ago 

আপু গল্পটা বাস্তব ঘটনাকে কেন্দ্র করেই লেখা ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 months ago 

কেন জানিনা কালো মন রঙের মেয়েদের গুরুত্বই সবার কাছেই কম থাকে। আসলে সব মানুষই তো সৃষ্টিকর্তার সৃষ্টি তাহলে কেন এরকম হয়। কেন সবাই কালোদেরকে অপছন্দ করে এটাই বুঝতে পারি না। তারাও তো মানুষ। তবে আমি এটাই মনে করি, যারা কালো হয় তাদের মন সবথেকে বেশি ভালো হয়। বেশিরভাগ সুন্দর মানুষের মন কুৎসিত বলেই তো কালো মানুষদের অপছন্দ করে। ময়নার চাচা নিজে দেখে শুনে ময়নাকে বিয়ে করিয়েছে নিজের ছেলের সাথে। কিন্তু বিয়ের পর যে ওর সাথে এরকম আচরণ করবে এটা তো ভাবতেই পারিনি। তার দুই সন্তান হওয়ার পরও এরকমটাই করতেছে তারা। আর ময়নার মনে প্রশ্নটা তো আসবেই। এখন এটাই দেখার অপেক্ষায় আছি ময়নার সাথে কি হবে শেষ পর্যন্ত।

 2 months ago 

আসলে ভাইয়া কালো সাদা সব মানুষই সৃষ্টিকর্তার সৃষ্টি। এখানে কাউকে ছোট করে দেখা উচিত নয় ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 months ago 

একটা মেয়ে কালো হতেই পারে, তার জন্য খারাপ ব্যবহার করার কোনো মানেই হয় না। তাছাড়া ময়নার বাবার কাছে তো তারাই প্রস্তাব দিয়েছে বিয়ের জন্য। যাইহোক বিয়ের পর এমন অনেকেই পরিবর্তন হয়ে যায়। তবে ময়নার জন্য খুব খারাপ লাগছে। কারণ ইতিমধ্যেই ২ কন্যা সন্তানের মা হয়ে গিয়েছে ময়না। দেখা যাক পরবর্তী পর্বে কি হয়। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম আপু।

 2 months ago 

ভাইয়া পরবর্তী পর্ব অবশ্যই পড়বেন ।তাহলেই পরবর্তী ঘটনা জানতে পারবেন ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 months ago 

গ্রামের মেয়েরা একটু বড় হলে মা বাবা বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায়। তবে ময়নাকে তার চাচা দেখে শুনে বিয়ে করাইছেন তার ছেলেকে। তারপর বিয়ে করে তাকে অপছন্দ করার কিছু নেই। সত্যি এ ধরনের পরিবার অনেক আছে। ছেলের বউকে পছন্দ করে বিয়ে করানোর পর নানান ধরনের কথা বলে। আর এ কথাগুলো শুনে ময়নার মন কত খারাপ হইলো। দেখি আপনার পরের পর্বে কি করে সেই অপেক্ষায় রইলাম। আশা করি গল্পটি খুব তাড়াতাড়ি আমাদের মাঝে শেয়ার করবেন।

 2 months ago 

হ্যাঁ ভাইয়া খুব তাড়াতাড়ি পরের পর্ব শেয়ার করব ।আশা করছি পাশে থাকবেন ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 months ago 

এখনো আপু গ্রামাঞ্চলে কিছু কিছু জায়গায় কালো মেয়েদের অবহেলার চোখে দেখা হয়। তারপর আবার পরপর দুটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে, সেজন্য শ্বশুর বাড়ির লোক রাগারাগি করতে পারে বা খারাপ ব্যবহার করতে পারে ময়নার সাথে। তবে আমারও আসলে ওই একটাই প্রশ্ন যে, ওরা তো দেখেশুনে এনেছে, তাহলে খারাপ ব্যবহার কেন করবে! আমার মনে হয়, অন্য কোন কারণ আছে। দেখা যাক, পরবর্তী পর্বে ক্লিয়ার করে বোঝা যায় নাকি এই ব্যাপারটা ।

 2 months ago 

সাদা-কালো সবই সৃষ্টিকর্তার সৃষ্টি। কারোরই এদের সঙ্গে খারাপ ব্যবহার করা উচিত নয় ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 months ago 

আসলে গ্রামের মেয়েরা হুট করে যেন বড় হয়ে যায়। এজন্যই বাবা-মার চিন্তাও বেড়ে যায়। তাছাড়া গ্রামের মেয়েরা এমনি অনেক বেশি দূরন্ত হয়। রোদে থাকে জন্য তাদের গায়ের রং একটু চাপা থাকে। যাই হোক ময়নার চাচাইতো পছন্দ করে তাকে ছেলের বউ করলো। তাহলে পরিবারের সবাই কেন রাজি না। যাই হোক পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম আপু।

 2 months ago 

দেখে শুনে নিজেরাই পছন্দ করে বিয়ে করালো। এখন নিজেদেরই ভালো লাগেনা। আসলে এটাই মেয়েটার ভাগ্যে ছিল। কিছুই করার নেই ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 months ago 

সৃষ্টিকর্তা সকলকে সৃষ্টি করেছেন এবং তিনি সকলের মধ্যে বিভিন্ন ধরনের মানুষকে সৃষ্টি করেছেন৷ হয়তো কোন মানুষ সুন্দর অথবা কোন মানুষ কালো৷ তাই বলে কারো সাথে খারাপ ব্যবহার করা কখনো উচিত নয়৷ ময়নার এরকম ঘটনা শুনে খুবই খারাপ লাগছে৷ একইসাথে সে দুই সন্তানের মাও হয়ে গিয়েছে৷ পরবর্তী পর্ব দেখার আশায় রইলাম৷

 2 months ago 

আপনি ঠিকই বলেছেন সৃষ্টিকর্তা সবাইকে সৃষ্টি করেছে। কিন্তু কারো সঙ্গে খারাপ ব্যবহার করা উচিত নয় ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 months ago 

আসলে এরকম কাজ সৃষ্টিকর্তা কখনোই পছন্দ করেন না৷

 2 months ago 

ময়নার মতো আমারও প্রশ্ন তারা দেখেশুনে নিজেদের ভিতর বিয়েটা দিয়ে কেন পরে খারাপ ব্যবহার করছে তাদের কি কোন মতলব ছিল । ময়নার তো এখন কষ্ট পাওয়ারই কথা । বাইরের লোকজন যেখানে এরকম করবে সেখানে নিজের ফ্যামিলির লোক কেন তাকে দেখতে পারছে না । আসলে তো দেখছি ময়নার কষ্টের সীমা নেই । দুটো মেয়ে হয়েছে তারপরও তারা খারাপ ব্যবহার করছে ।

 2 months ago 

হ্যাঁ আপু ময়নার জীবনটা খুবই কষ্টের মধ্যে কাটছে এবং সে অনিশ্চিত জীবন কাটাচ্ছে ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 61521.43
ETH 3387.82
USDT 1.00
SBD 2.49