রঙিন কাগজ দিয়ে চাঁদনী রাতের একটি পেঁচা তৈরি||১০%বেনিফিশিয়ারী আমার প্রিয় @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আমি আবারও আপনাদের সামনে নতুন একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি। ডাই পোস্টগুলো করতে কেন জানি আমার কাছে বেশ ভালই লাগে। নিত্য নতুন জিনিস তৈরি করতে অনেক মজা লাগে ।তাইতো ভিন্ন ভিন্ন জিনিস বানিয়ে তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাই। আজও তেমনি রঙিন কাগজ দিয়ে একটি পেঁচা তৈরি করেছি। আশা করছি আপনাদের কাছে আমার পেঁচা টি ভালো লাগবে ।তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করছি আমার আজকের ডাই রঙিন কাগজ দিয়ে চাঁদনী রাতের একটি পেঁচা তৈরি ।



রঙিন কাগজ দিয়ে চাঁদনী রাতের একটি পেঁচা তৈরি



20220410_115147.jpg

প্রুস্তুতপ্রণালী



ধাপ-১

20220410_100850.jpg20220410_101023.jpg

প্রথমেই একটি কাগজে ডিমের আকৃতি করে এঁকে নেই।

ধাপ-২

20220410_101319.jpg20220410_101445.jpg

তারপর কাগজটি কেটে নেই ও পেন্সিল দিয়ে এভাবে এঁকে নেই।

ধাপ-৩

20220410_102416.jpg20220410_102431.jpg

তারপর আরো একটি কাগজ নেই ও একটি ভাঁজ দেই।

ধাপ-৪

20220410_102605.jpg20220410_102740.jpg

তারপর এভাবে এঁকে কেটে নেই।

ধাপ-৫

20220410_102913.jpg20220410_103002.jpg

তারপর আরো একটি কাগজ নিয়ে ভাঁজ দিয়ে এভাবে এঁকে নেই।

ধাপ-৬

20220410_103055.jpg20220410_103338.jpg

তারপর কাগজটি কেটে এভাবে করে নেই।

ধাপ-৭

20220410_103349.jpg20220410_103514.jpg

এখন কাগজ দুটি দেখতে এমন হয়েছে।

ধাপ-৮

20220410_103834.jpg20220410_104031.jpg

তারপর আঠা দিয়ে এভাবে লাগিয়ে নেই।

ধাপ-৯

20220410_110412.jpg20220410_110615.jpg

আঠা দিয়ে লাগানোর পর এমন একটি অবস্থায় এসেছে ।এখন আরও একটি কালো কাগজ মাঝখান থেকে ভাঁজ দিয়ে নেই।

ধাপ-১০

20220410_111049.jpg20220410_111252.jpg

তারপর গোল করে কেটে পেঁচার চোখ বানিয়ে নেই।

ধাপ-১১

20220410_111418.jpg20220410_111505.jpg

এখন হলুদ রঙের একটি কাগজ মাঝখান থেকে ভাঁজ দিয়ে এভাবে করে কেটে নেই।

ধাপ-১২

20220410_111619.jpg20220410_111942.jpg

এখন প্যাঁচার চোখে আঠা দিয়ে লাগিয়ে দেই ও কালো কলম দিয়ে চোখের মনি এঁকে নেই।

ধাপ-১৩

20220410_112239.jpg20220410_112606.jpg

চোখের মনিতে সাদা কাগজ গোল করে কেটে লাগিয়ে দেই ও ঠোঁট আঠা দিয়ে লাগিয়ে নেই।

ধাপ-১৪

20220410_113312.jpg20220410_113428.jpg

এখন একটি কালো কাগজে অন্য একটি কাগজ কেটে আঠা দিয়ে লাগিয়ে গাছের ডাল বানিয়ে নেই ও পেঁচাটিকে আঠা দিয়ে ডালে বসিয়ে দেই।

ধাপ-১৫

20220410_113935.jpg20220410_114206.jpg

তারপর সবুজ কালারের কাগজ কেটে পাতা বানিয়ে নেই ও পায়ের জন্য এভাবে করে কাগজ কেটে নেই।

ধাপ-১৬

20220410_114508.jpg20220410_115153.jpg

এখন প্যাঁচার পা আঠা দিয়ে লাগিয়ে নেই ও সাদা কাগজ কেটে চাঁদ বানিয়ে নেই ।ব্যাস এভাবেই হয়ে গেল আমার চাঁদনী রাতের পেঁচা তৈরি ।আশা করছি আপনাদের কাছে আমার পেঁচাটি ভালো লেগেছে।

আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

logo.gif

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে চাঁদনী রাতের পেঁচা পাখির চিত্র তুলে ধরলেন। যেটা তৈরি অনেক সুন্দর হয়েছে যা আমাকে মুগ্ধ করেছে। আপনার দক্ষতা সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনার এত সুন্দর একটি মন্তব্য পড়ে সত্যিই আমি আনন্দিত ।আপনাকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে উৎসাহ দেওয়ার জন্য। ভালো থাকবেন।

 2 years ago 

চাঁদনী রাতের পেঁচা দেখতে খুব ভালো লাগছে।খুব সুন্দর করে বানিয়েছেন আপু।ভালো ছিলো আপু।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি করা আমার পেঁচাটি আপনার কাছে ভাল লেগেছে জেনে খুব ভালো লাগল। অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার পেঁচা দেখে মনে করেছিলাম বাস্তবের।রঙিন কাগজ দিয়ে এত সুন্দর করে যে পেঁচা বানানো যায় জানা ছিলনা।আপনার পেঁচা দেখে মুগ্ধ হয়ে গেলাম। পেঁচার কালার দেখতে অসাধারণ হয়েছে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আমার পেঁচাটি দেখে যে আপনি বাস্তবের পেঁচা মনে করেছেন জেনে বেশ ভালো লাগলো আপু। তাহলে আমার কাজ করা স্বার্থক হয়েছে ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনি আজকে চমৎকার ভাবে রঙিন কাগজ দিয়ে চাঁদনী রাতের একটি পেঁচা তৈরি করেছেন। দেখতে অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম। ইউনিক আইডিয়া ছিলো। আপনার জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

ভাইয়া আপনার কাছে আমার চাঁদনী রাতের পেঁচা টি পছন্দ হয়েছে জেনে বেশ ভালো লাগলো ।আপনাকে অসংখ্য ধন্যবাদ ।ভাল থাকবেন।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি চাঁদনি রাতের পেঁচা পাখি তৈরি করেছেন, আপনার প্রজেক্টি আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে আপু, অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন, শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আমার তৈরি করা পেঁচাটি আপনার ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো ভাইয়া ।এভাবেই সুন্দর মন্তব্য করে পাশে থাকবেন ।ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে চাঁদনী রাতের একটি পেঁচা তৈরি বেশ দারুন হয়েছে ভাই । দেখে মনে হচ্ছে সত্যি চাঁদনী রাতে মধ্যে একটি পেঁচা উত্তপেতে বসে আছে। শুভকামনা

 2 years ago 

আপনার মন্তব্যটি পড়ে বেশ ভালো লাগলো ।এভাবে মন্তব্য করে পাশে থাকবেন ।আপনার জন্য শুভকামনা রইল।

এটাও কি সম্ভব? এত সুন্দর ভাবে কাগজ দিয়ে এটা আর্ট করা সত্যিই প্রশংসার দাবিদার। এগিয়ে যান।সামনে আরো ভালো কিছু করবেন আশা করি

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।আর সুন্দর মন্তব্য গুলো নিয়ে পাশে থাকবেন আশা করছি ।ভালো থাকবেন।

 2 years ago 

রঙ্গিন কাগজের তৈরি করা একটি চাঁদনী রাতে র পেঁচা খুবই সুন্দর । পেঁচা টি আমার খুবই ভালো লেগেছে।আগে এরকম পেঁচা কখনও দেখেনি। আপনার এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

আমার তৈরি করা পেঁচাটি এই প্রথম দেখলেন জেনে বেশ ভালো লাগলো ভাইয়া ।এভাবেই মন্তব্য করে পাশে থাকলে খুশি হব। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে চাঁদনী রাতের পেঁচা তৈরীর উপস্থাপন আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দরভাবে পেঁচাটি তৈরি করলেন এবং উপস্থাপন করলেন, আমার খুবই ভালো লাগলো। শুভকামনা রইল।

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে আমারও বেশ ভালো লাগলো।সব সময় ভালো থাকবেন আর পাশে থাকবেন ।ধন্যবাদ।

 2 years ago 

অনেক সুন্দর একটি প্যাঁচার চিত্র অঙ্কন করেছেন বিশেষ করে প্যাঁচার মাথার উপরে চাঁদের দৃশ্যটির জন্য আরো বেশি সুন্দর লাগছে।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু 🥰

 2 years ago 

ভাইয়া এটা আমি রঙিন কাগজ দিয়ে তৈরি করেছি ।আপনার কাছে ভাল লেগেছে জেনে বেশ ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.032
BTC 66903.90
ETH 3098.58
USDT 1.00
SBD 3.67