প্রকৃতির সান্নিধ্যে কাটানো কিছু সময়

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।


বন্ধুরা কিছু দিন আগে এক বিকেলে হাঁটতে বেরিয়েছিলাম । আসলে হাঁটা আমাদের সবার জন্য খুবই জরুরী। হাঁটলে শরীর ও মন দুটোই ভালো থাকে। আমাদের সবারই নিয়মিত হাঁটা প্রয়োজন । কিন্তু আলসেমি করে আমার নিয়মিত হাঁটা হয় না। অতিরিক্ত গরমেও যেমন হাঁটা যায় না তেমনি আবার বৃষ্টির কারণেও হাঁটা যায় না । বিভিন্ন কারণে হাঁটা বন্ধ হয়ে যায়। তবে হাঁটতে বের হলে প্রকৃতির অপরূপ সৌন্দর্য চোখে পড়ে । তখন আপনা আপনি মনটা ভালো হয়ে যায়। তেমনি একদিন হাঁটতে বেরিয়ে চমৎকার কিছু দৃশ্য আমার চোখে পড়েছিল যা ক্যামেরাবন্দি করে রেখেছিলাম । আর সেগুলোই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব । আশা করছি আপনাদের ভালো লাগবে।


প্রকৃতির সান্নিধ্যে কাটানো কিছু সময়


20230517_181335~2.jpg

20230517_181348~2.jpg

বেশ কিছুদূর হাঁটতে হাঁটতে সবুজ প্রকৃতি দেখে সত্যি মনটা ভীষণ ভালো লেগেছিল । সবুজ প্রকৃতির দিকে তাকিয়ে থাকলে নাকি চোখের ক্লান্তি দূর হয়ে যায় জানিনা এর সত্যতা কতটুকু । তবে সবুজের দিকে তাকিয়ে থাকতে আমার কাছে বেশ ভালই লাগে। সব সময় শহরের চার দেয়ালে গৃহবন্ধি থাকি, হয়তো তার কারণে সবুজের সান্নিধ্যে গেলে মনটা ভালো লাগে।



20230517_181613~2.jpg

20230517_181620~2.jpg

বেশ কিছুদূর হাঁটতে হাঁটতে দেখতে পেলাম একটি মেয়ে একটি পুকুরের সামনে দাঁড়িয়ে কিছু পাথর পুকুরে ছুঁড়ছে।আমি ব্যাপারটা দেখে একটু দাঁড়িয়ে গেলাম । তারপর দেখতে পেলাম মেয়েটি হাঁস তাড়ানোর জন্য পাথর ছুঁড়ছে ।মেয়েটি তখন আমাদেরকে বলল হাঁসগুলোকে সকালবেলায় এই পুকুরে এনে ছেড়ে দিয়েছে। তাদের বাড়ি একটু পাশেই। তবে সারাদিন পুকুরে সাঁতার কেটে এখন বিকেল বেলায় হাঁস গুলোকে বাড়িতে নিয়ে যাবার জন্য এসেছে । কিন্তু হাঁসগুলি কিছুতেই পানি থেকে উঠছে না । মেয়েটি একপাশ থেকে পাথর ছুঁড়লে হাঁসগুলি অন্য পাশে চলে যায় । আবার অন্য পাশ থেকে ছুঁড়লে আরেক পাশে চলে আসে । এভাবেই চলছিল আর মেয়েটি খুব বিরক্ত হয়ে গিয়েছিল।


20230517_181634~2.jpg

20230517_181632~2.jpg

আসলে শহরের হাঁস দেরও আমাদের মত অবস্থা ।তারাও বন্দি জীবনযাপন করে যার কারণে খোলা পুকুর পেয়ে আর সেখান থেকে উঠতে মন চাইছে না ।হাঁসগুলোকে দেখে আমার নিজেদের কথা মনে হলো। আসলে শহরের বন্দী জীবনে এই প্রাণীগুলোও যেন বন্দী হয়ে পড়েছে । যেখানে গ্রামাঞ্চলে দেখা যায় হাঁসগুলো নদীতে সাঁতার কেটে বেড়ায় ইচ্ছে মতো ।আর শহরে সেই সুযোগ তাদের হয় না । যার কারণেই পানি পেয়ে সেখান থেকে আর উঠতে মন চাইছে না ।বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাপারটি লক্ষ্য করলাম বেশ ভালো লাগলো।


20230517_181450~2.jpg

20230517_181457.jpg

আবার সামনে হাঁটতে হাঁটতে এই রাস্তাটি দেখতে পেলাম । একটি বাড়িতে যাবার রাস্তা, যার দুই পাশে পুকুর। মাঝখানে চমৎকার একটি রাস্তা । পাশে আবার ফুলের গাছও লাগানো রয়েছে। তবে আমার মনে হয় একটু বৃষ্টি হলেই এই রাস্তাটা ডুবে যায় ।এখন কদিনের টানা বৃষ্টিতে নিশ্চিত এই রাস্তা ডুবে গিয়েছে ।তখন লোকেরা কি করে সেটি জানার বেশ ইচ্ছে ।হয়তো অন্য পাশ দিয়ে পাকা রাস্তা থাকতে পারে। যদিও সেটি আমার জানা নেই।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০
লোকেশন:ফরিদপুর

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 last year 

ঠিক বলেছেন হাঁটলে আমাদের শরীরের জন্য এবং মন ও ভালো হয়। তবে আমাদের প্রত্যেক মানুষের হাঁটাচলা করা দরকার। তবে রোদের কারণে এবং বৃষ্টির কারণে অনেক সময় মানুষ হাঁটাচলা করতে কষ্ট হয়। আর আপনি হাঁটতে গিয়ে খুব সুন্দর কিছু প্রকৃতির সান্নিধ্যে ফটোগ্রাফি করেছেন। তবে আপু মুক্ত বাতাসে খোলামেলা পরিবেশে চলাফেরা করতে সবার কাছে অনেক ভালো লাগে। তবে গ্রাম থেকে শহরে হাটা চলা করতে অনেক কষ্ট হয়। সত্যি বলতে আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 last year 

হ্যাঁ আপু আপনি একদম ঠিক বলেছেন গ্রামের তুলনায় শহরে হাঁটাচলার বেশ সমস্যা হয় । কেননা যানবাহনের অতিরিক্ত চাপ থাকে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

হাঁটাহাঁটি করা আমাদের শরীরের জন্য অনেক প্রয়োজন। প্রকৃতির মাঝে ঘোরাঘুরি অথবা সময় কাটালে মনটা একেবারে ফ্রেশ থাকে। আমি তো খুবই পছন্দ করি প্রকৃতির মাঝে সময় কাটাতে। আপনি দেখছি প্রকৃতির মাঝে বেশ ভালোই সময় কাটিয়েছিলেন। আর বেশ কিছু ফটোগ্রাফিও করেছিলেন, যেগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। সব মিলিয়ে এই ফটোগ্রাফি এবং ঘোরাঘুরি করার মুহূর্ত বেশ ভালোই উপভোগ করলাম।

 last year 

ভাইয়া আপনি প্রকৃতির মাঝে সময় কাটাতে পছন্দ করেন জেনে ভালো লাগলো ।আর এ কথা সত্যিই ঠিক হাটাহাটি করা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

প্রকৃতির সান্নিধ্যে বেশ ভালো সময় কাটিয়েছিলেন দেখেই বুঝতে পারছি। আমিও প্রকৃতির মাঝে সময় কাটাতে বেশ ভালোবাসি। মনটা একেবারে ভালো হয়ে যায় যদি প্রকৃতির মাঝে এভাবে হাঁটাহাঁটি অথবা ঘোরাঘুরি করা হয়। আমি তো দূরে কোথাও না গেলেও মাঝে মাঝে চেষ্টা করি বাড়ির আশেপাশে কোথাও ঘোরাঘুরি করার। মুক্ত আকাশের নিচে ঘোরাঘুরি করতে সবাই পছন্দ বলে আমি মনে করি। এরকম ভাবে অনেক ভালো সময় অতিবাহিত করা যায়।

 last year 

আপু আপনি বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে পছন্দ করেন জেনে ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।ভালো থাকবেন।

 last year 

আপু প্রকৃতির সাথে কাটানো সুন্দর সময় টুকু ফটোগ্রাফির মাধ্যমে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। আর এমন সবুজ প্রকৃতিতে ঘুরে বেড়াতে সত্যি মনটা প্রফুল্ল হয়ে যায়। সবুজ প্রকৃতি সবসময় আমাদেরকে ভীষণ রকম আকর্ষণ করে। আর তাই আমরা সবুজ প্রকৃতিতে হারিয়ে যেতে ভীষণ ভালোবাসি। অনেক অনেক ধন্যবাদ আপু, প্রকৃতির সান্নিধ্যে কাটানো সুন্দর সময় টুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন প্রকৃতি আমাদেরকে সবসময় আকর্ষণ করে। যার কারণে আমরা প্রকৃতির টানে সেখানে চলে যাই ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

প্রকৃতির মাঝে সময় কাটাতে আমার ও ভীষণ ভালো লাগে।এমন সুন্দর প্রকৃতির মাঝে সময় কাটালে শরীর ও মন দুটোই ভালো লাগে।যদিও বেশি রোদ আর বৃষ্টি হলে সমস্যা হয়ে যায়। এছাড়া এমন প্রকৃতির মাঝে হাঁটা খুব ভালো।আপনি প্রকৃতির সান্নিধ্যে গিয়ে বেশকিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন।আমার কাছে খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপু সুন্দর এই অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

 last year 

হ্যাঁ আপু হাঁটার ক্ষেত্রে রোদ বৃষ্টি খুবই বাধা প্রদান করে। যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58482.75
ETH 2615.94
USDT 1.00
SBD 2.42