জেনারেল রাইটিং|| পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি ভিন্ন ধরনের লেখা নিয়ে হাজির হয়েছি। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব উপলব্ধি করেই মূলত আজকের লেখা। মূলত প্রত্যেকটি প্রাণীই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বৃক্ষের উপর নির্ভরশীল ।বৃক্ষ ছাড়া জীবজগতের অস্তিত্ব কল্পনাই করা যায় না। আর পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের গুরুত্ব অপরিসীম। এই বৃক্ষ শুধু পরিবেশকে সৌন্দর্য মন্ডিতই করেনা বরং পরিবেশের ভারসাম্য রক্ষাতেও অনস্বীকার্য ভূমিকা রাখে ।


louisiana-4003997_1280.jpg
source

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব


বৃক্ষ একদিকে যেমন সকল প্রাণীর খাদ্যের যোগান দেয় । তেমনি অন্যদিকে তাদের বাসস্থান, জ্বালানি ইত্যাদি পেতে ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৃক্ষ বায়ুমণ্ডল কে বিশুদ্ধ ও শীতল রাখতে সহায়তা করে । সাধারণত যেসব জায়গায় গাছপালা বেশি থাকে সেই সকল জায়গায় বৃষ্টিপাত বেশি হয় এবং সেখানকার মাটিও বেশ উর্বর হয় । যার ফলশ্রুতিতে সেখানে বেশ ভালো ফসল হয়। কিন্তু ইদানিং ব্যাপক হারে গাছপালা কেটে ফেলার কারণে আবহাওয়ায় মারাত্মক পরিবর্তন হচ্ছে।বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ায় আবহাওয়া উত্তপ্ত হচ্ছে । পরিবেশ মানুষের বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে।


বেশ কিছু বছর আগে পৃথিবীতে বনভূমির পরিমাণ অনেক বেশি ছিল । তখনকার পরিবেশ এখন কার মত ছিল না । কিন্তু সময় যত গড়িয়েছে পৃথিবী থেকে বৃক্ষ তত কমে গিয়েছে ।যার কারণে মানুষের জীবনধারণ এখন অন্যরকম হয়ে গিয়েছে। আবহাওয়ার উপর মারাত্মক প্রভাব পড়ছে। ঋতু পরিবর্তনের সঙ্গে আবহাওয়ার মিল পাওয়া যাচ্ছে না । বর্ষাকালেও বৃষ্টি হচ্ছে না আবার শীতকালেও আগের মত শীত পড়ছে না। যা সবই হচ্ছে বন উজাড় করে ফেলার দরুণ ।


এই বৃক্ষের অভাবে কোন এলাকায় বন্যা ,খরা, জলোচ্ছ্বাস ,ঘূর্ণিঝড় ইত্যাদি হতে পারে । আর অতিরিক্ত বৃক্ষ যে এলাকায় থাকে সেখানে গাছপালার শিকড় ভূমিকে আঁকড়ে থাকে ,যার দরুন নদী ভাঙ্গন থেকে সেই এলাকা রক্ষা পায় । এছাড়া বড় বৃক্ষ বজ্রপাত প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । বৃক্ষের অভাবে পরিবেশ বিপর্যয়ের কারণে আজ বজ্রপাতে প্রতিদিন অসংখ্য মানুষ মারা যাচ্ছে। আর বৃক্ষের অভাবে একসময়ের উর্বর ভূমি পরবর্তীতে মরুভূমিতেও পরিণত হতে পারে । তাই বৃক্ষ যে মানব জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বলে বোঝানো সম্ভব নয়। যদিও সময় যত যাচ্ছে মানুষ এখন উপলব্ধি করতে পারছে প্রাণীকুলের বেঁচে থাকার জন্য বৃক্ষের গুরুত্ব কতটা। তবুও মানুষ সচেতন হচ্ছে না । যে পরিমাণ গাছ কাটছে সে পরিমাণ গাছ লাগাচ্ছে না।


বর্তমান সময়ে শিল্পায়ন ও নগরায়নের কারণে অতিরিক্ত বৃক্ষ নিধন করা হচ্ছে । কিন্তু সে পরিমাণে বৃক্ষরোপণ করা হচ্ছে না । এই বৃক্ষ নিধনের কারণে আবহাওয়ার উপর মারাত্মক প্রভাব পড়ছে যার ফলশ্রুতিতে আমরা এখন প্রচুর গরম উপলব্ধি করছি । কেননা আমাদের যত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন তার তুলনায় বনভূমির পরিমাণ খুবই সীমিত। আর এখনই যদি প্রচুর পরিমাণে বৃক্ষরোপন করা না হয় তাহলে আমাদের পরবর্তী প্রজন্মের অবস্থা খুবই ভয়াবহ হবে ।


তাই এখনই আমাদের বৃক্ষ রোপনের কর্মসূচি হাতে নেওয়া প্রয়োজন । শুধুমাত্র বছরে একবার বৃক্ষ মেলার আয়োজন করলেই হবে না বরং বৃক্ষ রোপনকে আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত করে নিতে হবে। যেকোনো উৎসব অনুষ্ঠানেও বৃক্ষ রোপনে সবাইকে উৎসাহিত করতে হবে । বাড়ির আশেপাশে যেখানে খালি জায়গা পাওয়া যায় সেখানেই বৃক্ষরোপণ করতে হবে । তবেই পরিবেশ এই প্রতিকূলতার হাত থেকে রক্ষা পাবে । দূষণমুক্ত পরিবেশের সৃষ্টি হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ সৃষ্টি হবে।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 last year 

পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপনের গুরুত্ব অপরিসীম। কারণ আমাদের দৈনন্দিন জীবন হচ্ছে প্রকৃতির সাথে বসবাস। প্রকৃতি মানে হচ্ছে সবুজের প্রকৃতিকে আমরা বেশি প্রাধান্য দিই। সবুজ প্রকৃতির মাঝে আমাদেরকে বেঁচে থাকতে হলে বৃক্ষের প্রতি সচেতন হওয়া অবশ্যিক। বর্তমান সময়ে বৃক্ষ আমাদের চারপাশ থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে। তাই প্রকৃতিও অসুস্থ হয়ে যাচ্ছে দিন দিন। প্রকৃতি অসুস্থ মানে হচ্ছে আমাদের বসবাসের অযোগ্য। তাই সকলের উচিত বৃক্ষ রোপনের প্রতি অধিক গুরুত্ব দেওয়া।

 last year 

হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন আমাদের সকলেরই উচিত বৃক্ষরোপনের প্রতি অধিক গুরুত্ব দেওয়া।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছপালা ভীষণভাবে ভূমিকা রাখে। কেননা আমরা প্রতিদিনই কোন না কোনভাবে গাছপালার সঙ্গে জড়িত। এটা আপনি ঠিকই বলেছেন বর্তমান আমাদের যতটুকু বনভূমির প্রয়োজন ততটুকু বনভূমি নেই। বর্তমান সময়ে বিভিন্ন ধরনের গাছপালা বিলুপ্ত হয়ে যাচ্ছে। এজন্য আমাদের বৃক্ষরোপণ সম্পর্কে আরো সচেতন হতে হবে।

 last year 

হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলেছেন আমাদের সকলেরই বৃক্ষ রোপনের প্রতি আরো অনেক বেশি সচেতন হওয়া জরুরী। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

এই সময়ে এসে আমাদের যখন গাছ রোপন করার দরকার কিন্তু আমরা সেটা না করে গাছ কেটে ফেলছি। গাছ কাটার কারণে অনাবৃষ্টির সৃষ্টি হচ্ছে। ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আর এই তাপমাত্রার ফলে দুই মেরুর বরফ গলছে। ফলাফল দাঁড়াচ্ছে ভয়াবহ সব বন‍্যা। এগুলোর একটা মাএ সমাধান বৃক্ষরোপণ। ঐসব বৃক্ষরোপণ সপ্তাহ দিয়ে কোনো কাজ হবে না। মানুষের বিবেক কে জাগ্রত করতে হবে।

 last year 

হ্যাঁ ভাইয়া আমিও আপনার সঙ্গে একমত আমাদের সকলের বিবেককে জাগ্রত করতে হবে। তবেই সবুজে সবুজের পৃথিবী ভরে উঠবে ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

বৃক্ষরোপণ করা অনেক গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি ভালো পরিবেশ উপহার দিতে চাই তাহলে অবশ্যই বৃক্ষ রোপনের প্রতি সচেতন হতে হবে। তা না হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আপু আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো।

 last year 

হ্যাঁ আপু আমাদের সকলেরই বৃক্ষ রোপনের প্রতি আরো অনেক বেশি সচেতন হওয়া জরুরি। তবেই ভবিষ্যৎ প্রজন্ম বেঁচে থাকার সুন্দর পরিবেশ পাবে ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 11 months ago 

বৃক্ষরোপণের গুরুত্ব দুই এক কথায় বলে শেষ করা যাবে না। কারণ পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। কিন্তু দুঃখের বিষয় প্রতিনিয়ত বৃক্ষ কর্তন করা হচ্ছে ঘরবাড়ি,কলকারখানা নির্মাণের জন্য। আবার অনেকে অহেতুক গাছপালা কেটে জায়গা পরিষ্কার করে। এভাবে চলতে থাকলে কয়েক বছর পর ভয়াবহ পরিস্থিতিতে পরতে হবে আমাদেরকে। তাই সময় থাকতে সবার উচিত নিয়মিত বৃক্ষরোপণ করা। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59695.98
ETH 2665.47
USDT 1.00
SBD 2.48