Diy(এসো নিজে করি)|| রঙিন কাগজ দিয়ে ফুলের ঝুড়ি তৈরি||১০% বেনিফিসিয়ারি আমার প্রিয় @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম



বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি এই করোনাকালীন সময়েও সবাই খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি।



আজ আমি আপনাদের সামনে একটি ডাই প্রজেক্ট নিয়ে এসেছি। আর সেটি হচ্ছে রঙিন কাগজ দিয়ে একটি ফুলের ঝুড়ি তৈরি। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিস বানাতে আমাদের সবারই বেশ ভালো লাগে ।আমার কাছেও এটি বেশ ভালো লাগে। ডাই প্রজেক্ট এর মাধ্যমে আমরা সবাই আমাদের ভেতরের প্রতিভাকে বিকশিত করতে পারি। দাদা খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছেন। যার মাধ্যমে সবার ভেতরে লুকায়িত প্রতিভাগুলো দেখতে পাওয়া যায়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করছি আমার আজকের ডাই রঙিন কাগজ দিয়ে একটি ফুলের ঝুড়ি তৈরি।



রঙিন কাগজ দিয়ে ফুলের ঝুড়ি তৈরি||


20211230_164941.jpg

উপকরণ:

একটি কাগজ
একটি পেনসিল
একটি কাঁচি
একটি আঠা

প্রস্তুত প্রণালী



ধাপ-১

20211230_161008.jpg

প্রথমে একটি কাগজ নেই ।তারপর কাগজটিকে এভাবে কোনা করে ভাঁজ করে নেই।

ধাপ-২

20211230_161102.jpg

তারপর নিচ থেকে কেটে ফেলি।

ধাপ-৩

20211230_161210.jpg

তারপর এভাবে একটি ভাজ দেই।

ধাপ-৪

20211230_161224.jpg

ধাপ-৫

20211230_161428.jpg

তারপর এভাবে এভাবে দুটি ভাঁজ দেই।

ধাপ-৬

20211230_161551.jpg

তারপর পেন্সিল দিয়ে এঁকে নেই।

ধাপ-৭

20211230_161615.jpg

তারপর এভাবে কাঁচি দিয়ে কেটে নেই।

ধাপ-৮

20211230_161730.jpg

তারপর খুলে দেখি এমন একটি ফুলের মত হল।

ধাপ-৯

20211230_161847.jpg

তারপর এভাবে আরো একটি ভাঁজ দেই।

ধাপ-১০

20211230_161909.jpg

ধাপ-১১

20211230_162007.jpg

তারপর আবার খুলে দেখি এমন হলো।

ধাপ-১২

20211230_162125.jpg

ধাপ-১৩

20211230_162136.jpg

তারপর এভাবে ধাপে ধাপে ভাঁজ করে নেই।

ধাপ-১৪

20211230_162416.jpg

তারপর আঠা দিয়ে লাগিয়ে দেই।

ধাপ-১৫

20211230_162627.jpg

ধাপ-১৬

20211230_163449.jpg

তারপর আরো একটি কাগজ এভাবে কেটে নেই।

ধাপ-১৭

20211230_163549.jpg

তারপর কাগজগুলো আঠা দিয়ে এভাবে লাগিয়ে দেই।

ধাপ-১৮

20211230_164043.jpg

ধাপ-১৯

20211230_164108.jpg

ব্যাস এভাবেই হয়ে গেল আমার রঙিন কাগজের ফুলের ঝুড়ি তৈরি।

আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

Sort:  
 3 years ago 

কাগজ দিয়ে কাজ করতে আমার কাছে খুব ভালো লাগে। আপনার তৈরি করা এই ফুলের ঝুড়ি টি খুবি সুন্দর হয়েছে আপু। আসলে মাঝেমধ্যে এভাবে সিম্পল কিছু তৈরি করতে অনেক ভালো লাগে। আপনার জন্য অনেক ধন্যবাদ রইল এটি আমাদের সাথে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

আমার ফুলের ঝুড়ি টি আপনার কাছে ভাল লেগেছে জেনে খুবই ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপু আপনাকে ।এভাবে মন্তব্য করে পাশে থাকবেন ।আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর একটি ফুলের ঝুড়ি তৈরি করেছেন।খুব ভালো লাগলো।প্রতিটি ধাপ সুন্দর করে বর্ণনা করেছেন।শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আমার ফুলের ঝুড়ি টি আপনার কাছে ভাল লেগেছে শুনে খুবই ভালো লাগলো ।আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন।

 3 years ago 

ওয়াও আপু রঙ্গিন কাগজ দিয়ে অসাধারণ একটি ঝুড়ি বানিয়েছেন আমার অনেক ভালো লেগেছে আপনি প্রত্যেকটি স্টেপ অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি রঙ্গিন পেপার দিয়ে ঝুড়ি বানানো পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

আমার ঝুড়িটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো ।আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।এভাবেই পাশে থাকবেন ।ধন্যবাদ।

 3 years ago 

বাহ আপু আপনি রঙিন পেপার দিয়ে অনেক সুন্দর একটি ঝুড়ি তৈরি করেছেন। দেখতে অনেক সুন্দর লাগতেছে। তাছাড়া অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপু। আপনার জন্য শুভ কামনা রইলো

 3 years ago 

আপনার মন্তব্যটি আমার কাছে অনেক ভালো লেগেছে ।এভাবেই মন্তব্য করে পাশে থাকবেন ।আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।

 3 years ago 

আপনার তৈরি রঙিন কাগজ দিয়ে ফুলের ঝুড়ি টা বেশ সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আর দেখে খুব ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি আমার ফুলের ঝুড়িটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো ।আপনার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59993.26
ETH 2312.53
USDT 1.00
SBD 2.49