**ছোলা মাখা রেসিপি**

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার প্রিয় ব্লগ"আমার বাংলা ব্লগের"বন্ধুরা সবাই কেমন আছেন?আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন।আমিও ভালো আছি।

আজ আমি আপনাদের জন্য আরও একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি। সেটি হচ্ছে ছোলা মাখা রেসিপি।এই বৃষ্টির দিনে ছোলা মাখা না খেলে বৃষ্টির মজাটাই পাওয়া যায় না।এই রেসিপিটি অন্য রকম মজাদার একটি রেসিপি।আপনারা সবাই হয়তো ছোলা ভুনা খেয়েছেন।কিন্তু এটি হচ্ছে তেল মসলা ছাড়া ছোলা মাখা রেসিপি।এটি খেতে ভীষণ মজাদার।তাহলে চলুন শুরু করি আমার ছোলা মাখা রেসিপি

20210802_183510.jpg

উপকরণ

Polish_20210803_224204155.jpg

উপকরণপরিমান
ছোলা১কাপ
আলু২টি
তেঁতুল৫পিছ
ধনে পাতা২০গ্রাম
পেঁয়াজ১/২কাপ
শসা১/২কাপ
হলুদ গুঁড়া১চা চামচ
লবনস্বাদ মত
চাট মসলা১চা চামচ
জিরা গুঁড়া১/২চা চামচ
ধনিয়া গুঁড়া১/২চা চামচ
গোল মরিচ গুঁড়া১/২চা চামচ
বিট লবন১/২চা চামচ
লাল মরিচ৩টি
চিনি১চা চামচ

প্রুস্তুতপ্রণালী

20210802_172938.jpg

প্রথমে আমি ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছি।

20210802_172456.jpg

ছোলা মাখা তৈরি করার এক ঘন্টা আগে আমি তেঁতুল টা ভিজিয়ে রেখেছি।

20210802_173449.jpg

20210802_173513.jpg

20210802_174432.jpg

তারপর একটি কড়াইয়ে ভিজিয়ে রাখা ছোলা হলুদ,লবন ও একটু পানি দিয়ে সিদ্ধ করে নেই।

20210802_173836.jpg

তারপর একটি পাত্রে আলু সিদ্ধ করে নেই।

20210802_180757.jpg

তারপর শুকনা মরিচ পুড়িয়ে নেই।এতে করে সুন্দর একটি পোড়া পোড়া ঘ্রাণ হবে।

20210802_181105.jpg

তেতুলের বীচি গুলি তেঁতুল থেকে তুলে ফেলি।

20210802_181348.jpg

20210802_181435.jpg

20210802_181712.jpg

এবার তেতুলের মধ্যে শুকনা মরিচ ভেঙ্গে ,চিনি,জিরা গুঁড়া ,ধনেগুরা, বিট লবন,গোল মরিচ গুঁড়া ও চাট মসলা দিয়ে ভালো করে একটি মিশ্রণ তৈরি করি।

এখানে বলে রাখি চাট মসলা ছাড়া ছোলা মাখা হবে না।এটি লাগবেই।

20210802_181733.jpg

তারপর আলু ভেঙ্গে নেই।

20210802_181817.jpg

20210802_181905.jpg

20210802_181921.jpg

20210802_182004.jpg

এবার একটি পাত্রে ছোলা নেই।তারপর একে একে আলু,পেঁয়াজ, শসা দিয়ে দেই।

20210802_182023.jpg

20210802_182050.jpg

এবার ধনেপাতা ও পূর্বের তৈরি করা মিশ্রণ টি দিয়ে দেই।

20210802_182323.jpg

এখন আলতো করে মাখিয়ে নেই।তাহলেই হয়ে গেল আমার ছোলা মাখা রেসিপি।এখন পরিবেশন করতে হবে।

20210802_182434.jpg

হয়ে গেল ছোলা মাখা রেসিপি।আশা করছি সবার কাছে ভালো লেগেছে।এভাবে করে দেখবেন খুব ভালো লাগবে।আজকের মত এখানেই আমি আমার ব্লগটি শেষ করছি।অন্য দিন অন্য একটি রেসিপি নিয়ে আসব।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ৪০

Cc-@rme
@blacks
@rex-sumon
@amarbanglablog

ধন্যবাদ
@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

Sort:  
 3 years ago 

এই ছোলা মাখা অনেক ভালো লাগে আমার। আমি যখন ঢাকায় আগে স্থান থেকে অন্য স্থানে যেতাম তখন প্রায়ই এই ছোলা মাখা খেতাম।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে আমার পোস্ট টি পড়ার জন্য।

 3 years ago (edited)

শুভ কামনা আপু।

 3 years ago 

সন্ধ্যার পারফেক্ট টিফিন, দেখেই খেতে মন চাইছে। খুব সুন্দর হয়েছে এবং ভালো উপস্থাপনা। মাঝে মাঝে এই রকম ব্যতিক্রম এবং স্বাদের কিছু না হলে একদম জমে না। ধন্যবাদ

 3 years ago 

খুব সুন্দর ভাবে বলেছেন ভাইয়া।ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

দেখেই খেতে মন চাইছে। খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ শেয়ার করার জন্য আপু

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

আঃ, ছোলা মাখা আমার অতি প্রিয় একটি স্ন্যাকস , অনেক ধন্যবাদ আপনাকে রেসিপিটি শেয়ার করার জন্য :)

 3 years ago 

ধন্যবাদ দাদা। যাক দেরিতে হলেও দেখেছেন,আমি এতেই খুশি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62647.29
ETH 2439.61
USDT 1.00
SBD 2.66