একটি প্রজাপতি ও কাপের চিত্র অঙ্কন||১০% বেনিফিশিয়ারি আমার প্রিয় @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আমার বাংলা ব্লগের বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন ।আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি।

আজ আমি আপনাদের সামনে একটি চিত্র অঙ্কন নিয়ে এসেছি ।এটি আমার এই কমিউনিটিতে দ্বিতীয় চিত্র অঙ্কন। আজ আমি আপনাদের সঙ্গে একটি প্রজাপতি ও একটি কাপ অঙ্কন করে দেখাবো। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি আমার আজকের চিত্রঅঙ্কন একটি প্রজাপতি ও একটি কাপ অঙ্কন।



20210924_193308.jpg

উপকরণ



20210924_193433.jpg

প্রজাপতি ও কাপ অঙ্কন করতে আমার যা যা লাগছে তা নিম্নে উল্লেখ করা হলো:

পেন্সিল১টি
রাবার১টি
খাতা১টি

প্রস্তুত প্রণালী



ধাপ-১

20210924_183330.jpg20210924_183645.jpg

প্রথমে প্রজাপতিটির মাথা আঁকার জন্য একটি গোল বৃত্ত এঁকে নেই। তারপর এর শরীর আঁকার জন্য একটা বাঁকানো দাগ দেই।

ধাপ-২

20210924_183556.jpg20210924_183823.jpg

তারপর প্রজাপতিটির শরীর এঁকে নেই ।তারপর এর ডানা আঁকার জন্য একটি দাগ দেই।

ধাপ-৩

20210924_184047.jpg20210924_184504.jpg

তারপর প্রজাপতিটির ডানার কিছু অংশ আঁকি।

ধাপ-৪

20210924_184558.jpg20210924_184816.jpg

তারপর একে একে পুরো ডানাটা এঁকে ফেলি।

ধাপ-৫

20210924_184936.jpg20210924_185239.jpg

এখন কাপের উপরের অংশটা এঁকে নেই।

ধাপ-৬

20210924_185312.jpg20210924_185352.jpg

এখন কাপের দুই পাশের অংশটা এঁকে নেই।

ধাপ-৭

20210924_185624.jpg20210924_185850.jpg

এখন কাপ ধরার অংশটা ও নীচের পিরিচের কিছু অংশ এঁকে নেই।

ধাপ-৮

20210924_190228.jpg20210924_190437.jpg

এখন কাপের পিরিচ টা সম্পূর্ণ এঁকে নেই।

ধাপ-৯

20210924_190640.jpg20210924_190732.jpg

এখন কাপের মুখের দিকে ডাবল দাগ দেই।

ধাপ-১০

20210924_191054.jpg20210924_191136.jpg

এখন প্রজাপতির ডানাটা একটু গাঢ় করি ও মুখের অংশ এঁকে নেই।

ধাপ-১১

20210924_191851.jpg20210924_192110.jpg

এখন প্রজাপতির বডিতে দাগ দেই ও কাপে লাভ চিন্হ দিয়ে ডিজাইন করি।

ধাপ-১২

20210924_192252.jpg20210924_192439.jpg

সমস্ত কাপটিতে লাভ চিন্হ এঁকে পেন্সিল দিয়ে গাঢ় করি।

ধাপ-১৩

20210924_192914.jpg

প্রজাপতি ও কাপটিকে গাঢ় করে এঁকে নেই।এভাবে হয়ে গেল আমার অঙ্কনটি।

ধাপ-১৪

20210924_193308.jpg

এখন আমার নাম ও তারিখ লিখেছি।

এভাবেই হয়ে গেল আমার প্রজাপতি ও কাপের চিত্র অঙ্কন।আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে ।আজকের মত এ পর্যন্তই ।সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ।আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে।

ফটোগ্রাফার@wahidasuma
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

Sort:  
 3 years ago 

খুব সুন্দর হয়েছে আপু অঙ্কনটি।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

অসাধারণ হয়েছে আপনার ড্রইং।এবং আপনার উপস্থাপনা ও খুব সুন্দর ছিল আপনার জন্য শুভকামনা রইলো আপু।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু ।আপনার মন্তব্যটি শুনে আমার খুব ভালো লাগছে ।কারণ আমি তেমন আর্ট পারি না, চেষ্টা করেছি মাত্র। আবার ও ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভালো হয়েছে অনেক।প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে তুলে ধরেছ।অনেক ধন্যবাদ তোমাকে।

 3 years ago 

মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু খুব সুন্দর হয়েছে আপনার অঙ্কণ। বিশেষ করে প্রজাপতি আঁকাটা বেশি নিখুঁত হয়েছে আপনার।
আপনি খুব সুন্দর করে আঁকা আঁকি করেন।একদম বাড়িয়ে চাড়িয়ে বলছিনা।একদম সত্যি।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য ।আমি আপনাদের মত অত ভালো আঁকতে পারিনা, চেষ্টা করেছি মাত্র।

আপনার চিত্রটি অনেক সুন্দর হয়েছে। আপনি প্রায় আমাদের মাঝে এমন সুন্দর ছবি আর্ট করে উপহার দেন ধন্যবাদ । শুভকামনা রইল।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে আর্টটি করেছেন দেখে আমার খুব ভালো লাগলো।।। আপনার জন্য শুভ কামনা রইল ❤️

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই।ভালো থাকবেন।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে প্রজাপতির ছবিটি যেভাবে কাপের উপর উড়ে এসে পড়ছে। অনেক ধন্যবাদ

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57774.35
ETH 2339.45
USDT 1.00
SBD 2.44