বাগানে দীর্ঘদিন পর কাঠগোলাপের দেখা

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।




বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করতে বেশ ভালই লাগে । যদিও এখন সময়টা সবারই ভীষণ খারাপ যাচ্ছে ।তারপরেও কিছু করার নেই ।হয়তো খুব শীঘ্রই আবহাওয়া টা ভালো হয়ে যাবে। সবাইকে এই গরমে একটু সাবধান থাকতে হবে ।নয়তো অসুস্থ হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। যাইহোক আজ আমি আপনাদের সঙ্গে আমার বাগানের কাঠগোলাপ ফুলের কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। কাঠ গোলাপ আমার খুবই পছন্দের একটি ফুল । দীর্ঘদিন খোঁজাখুঁজির পর কয়েক বছর আগে এটি আমার বাগানে লাগিয়ে ছিলাম ।ছোট্ট একটি গাছ কিনে এনেছিলাম। এখন সেই গাছটি বেশ বড় হয়েছে ।যদিও টবের মধ্যে যার কারণে খুব বেশি বড় হওয়ার সুযোগ নেই। তবে কাঠগোলাপ আমার ভীষণ পছন্দের ফুল। কিন্তু কেন জানি আমার গাছে বছরে মাত্র একবার ফুল ফোটে ।দীর্ঘদিন পর এখন গাছটিতে ফুলে ফুলে ভরে আছে। দেখতে অসম্ভব সুন্দর লাগছে । তাইতো আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম ।আশা করছি আপনাদের ও ভালো লাগবে।

বাগানে দীর্ঘদিন পর কাঠগোলাপের দেখা


IMG20240429182738.jpg


এই ফুলটি আমার কাছে ভীষণ ভালো লাগে ।যখন প্রথম এই ফুলটি দেখেছিলাম তখন থেকে এটি আমার বাগানে লাগাতে চেয়েছিলাম ।যদিও অনেক খোঁজাখুঁজি করে গাছটি পেয়েছিলাম ।কয়েক বছর আগের কথা তখন এই গাছ গুলোর এতটা প্রচলন ছিল না ।যাইহোক এইতো কয়েকদিন আগে হঠাৎ ছাদে যেয়ে দেখলাম গাছটিতে কলি এসেছে। দেখে ভীষণ ভালো লেগেছে। কেননা অনেক দিন হয়েছে ফুল আসেনা।


IMG20240429182730.jpg


তবে এখন আবহাওয়াটা যে পরিমাণ খারাপ যাচ্ছে তাতে করে আমার ছাদে যাওয়াই হয় না। বেশ কিছু গাছও মারা গিয়েছে পানির অভাবে। কেননা প্রচন্ড গরম থাকে ছাদে যার কারণে পানি দিতে পারি না ।কয়েক দিন ধরে রাতের বেলায় ছাদের গুলোগুলোতে পানি দিচ্ছি। আর এই কাঠ গোলাপ ফুলগুলো একসঙ্গে অনেকগুলো ফুটে থাকে যার কারণে দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এর খুব মিষ্টি একটা ঘ্রাণ আছে যেটা খুব কাছ থেকে পাওয়া যায়।


IMG20240429183021.jpg

IMG20240429182922.jpg


সাদা রঙের ফুল মাঝখানটা হলুদ দেখতে সত্যি চমৎকার ।যদিও কাঠ গোলাপের বিভিন্ন কালার রয়েছে। তবে আমার বাগানে এই একটি কালারই রয়েছে। এই কালারটি আমার কাছে বেশি ভালো লাগে। তবে অন্যান্য যে কালার গুলো দেখেছি সেগুলোও কিন্তু চমৎকার ।যদিও এখন সময়ের অভাবে গাছগুলোর তেমন একটা পরিচর্যা করা হয় না। যার কারণে নতুন নতুন গান গাছ আর কেনা হচ্ছে না ।পুরনো যেগুলো ছিল সেগুলোও মারা যাচ্ছে।


IMG20240429182938.jpg

IMG20240429182916.jpg


মূলত আমার কাঠ গোলাপ গাছের তিনটি ডাল। যার দুটো ডালের দুই থোকা ফুল ধরেছে। দেখতে সত্যি চমৎকার ।এখন এই ফুলগুলোর জন্য ছাদে যাওয়া হচ্ছে ।কেননা ফুল গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে ।ফুলের মায়ায় প্রতিদিন বিকেলে একবার হলেও ছাদে যাওয়া হচ্ছে ।তবে এর মাঝে অনেকদিন হয় ছাদে যায়নি প্রচন্ড গরমের কারণে। আমি তো ভেবেছিলাম গাছগুলোর মনে হয় মরমরে অবস্থা ।কিন্তু যেয়ে দেখি চমৎকার কলি এসেছে।


IMG20240429182911.jpg

IMG20240429182813.jpg


এমনিতেই এই কাঠগোলাপ গাছে খুব একটা পানি দিতে হয় না ।কয়েকদিন পরপর পানি দিলেই হয়। এর খুব বেশি পানির প্রয়োজন হয় না ।অনেকে এগুলোকে মরুভূমির গাছ বলে থাকে। সাদা শুভ্র ফুলগুলো দেখে যে কারোরই ভালো লাগবে। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তাই তো নিজের বাগানে নিয়ে এসেছি।


IMG20240429182803.jpg

IMG20240429182742.jpg


এই ফুলগুলো যখন ফোটে তখন বেশ কিছুদিন গাছে এভাবে ধরে থাকে। দেখতে সত্যিই চমৎকার লাগে। অনেকগুলো কলি একসঙ্গে আসে একটার পর একটা ফুটতে থাকে। একসঙ্গে দেখা যায় অনেকগুলো ফুল ফুটে থাকে ।বেশ কিছুদিন এই ফুলগুলো গাছটিতে আলো ছড়িয়ে থাকে। দেখতে সত্যিই চমৎকার লাগে। আশা করছি আপনাদের কাছেও আমার বাগানের কাঠগোলাপ ফুলটি ভালো লেগেছে।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 4 months ago 

কাঠগোলাপ আমারও খুব খুব পছন্দের ফুল আপু। আমি তো যতবারই কাঠগোলাপ দেখি ততবারই কাঠগোলাপের প্রেমে পড়ি। আপনার ফটোগ্রাফি গুলো দুর্দান্ত হয়েছে। অসংখ্য ধন্যবাদ কাঠগোলাপের কিছু সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 4 months ago 

আপু আপনি যতবার কাঠগোলাপ ফুল দেখেন ততবারই কাঠগোলাপ ফুলের প্রেমে পড়েন জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 4 months ago 

নিজের হাতে লাগানো গাছে ফুল ফুটলে সত্যি অনেক বেশি আনন্দ হয়। দীর্ঘদিন পর আপনার কাঠগোলাপ গাছে ফুল ফুটেছে। কাঠগোলা গাছের তিনটি লাল সেখানে দুইটি ডালে ফুল ফুটেছে শুনে খুবই ভালো লাগলো। আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে কাঠগোলা ফুলের সুবাস। এই ফুল গুলো গাছে অনেকদিন ধরে থাকে এবং এর সুগন্ধ চারিদিকে ছড়িয়ে যায়। আপনার শেয়ার করা পোস্ট পড়ে খুবই ভালো লাগলো আপু ধন্যবাদ।

 4 months ago 

হ্যাঁ ভাইয়া ঠিকই বলেছেন নিজের গাছে ফুল ফুটলে সত্যি এক অন্যরকম ভালোলাগা কাজ করে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

আপু, কাঠগোলাপ ফুলগুলো এত সুন্দর হয়ে ফুটে রয়েছে আর সেই ফুলগুলো দেখতে হলে তো প্রতিদিন আপনাকে ছাদে যেতেই হবে। আপনি ঠিকই বলেছেন আপু, এমন সুন্দর ফুল দেখলে মায়ায় না পড়ে থাকা যায় না। যাইহোক আপু, বাগানে দীর্ঘদিন পর কাঠগোলাপের দেখা পেয়েছেন জেনে ভালো লাগলো। আর এ বিষয়ে সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 4 months ago 

হ্যাঁ ভাইয়া এত চমৎকার ফুল ফুটেছে যে না দেখে থাকা যায় না। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 4 months ago 

আসলে নিজের হাতে ফুল গাছ লাগানোর সেই গাছে যখন ফুল ফোটে তখন অনেক বেশি ভালো লাগে। ছাদ বাগানে অপরূপ সৌন্দর্যময় এই কাঠ গোলাপ ফুল গাছ লাগিয়েছিলেন, সেখানে আজকে আপনি ফুল ফুটেছে দেখতে পেলেন। আর এই ফুলগুলো দেখে আপনার খুবই ভালো লেগেছে সেটা বুঝতে পারছি, শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 4 months ago 

হ্যাঁ ভাইয়া নিজের হাতে লাগানো গাছে ফুল ফুটলে অন্যরকম ভালোলাগা কাজ করে ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য ।ভালো থাকবেন।

 4 months ago 

এই ফুলগুলো আমার কাছেও খুব ভালো লাগে । আপনি অনেক খোঁজাখুঁজি পরে সুন্দর একটি গাছ কিন্তু লাগিয়েছেন কত সুন্দরভাবে ফুল ফুটেছে । আর দেখছি বেশ কিছু ফুল ফুটে রয়েছে । এই গরমের ভেতরে ছাদে যাওয়ার কথা কল্পনাই করা যায় না । ভালো হয়েছে কম পানি দেওয়া লাগে তা না হলে তো যে পরিমাণ রোদ গরম এর ভিতর পানি না দিলে তো মরে যেত । ভালো হয়েছে অল্প পানিতে হয় দেখে এখনো সুন্দরভাবে বেঁচে রয়েছে এবং সুন্দরভাবে ফুল ফুটে যাচ্ছে ।

 4 months ago 

হ্যাঁ আপু এই কাছে পানি কম দিতে হয় যার কারণেই বেঁচে রয়েছে। না হলে তো কবেই মারা যেত। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 4 months ago 

আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। আপনার বাগানের কাঠগোলাপ ফুলের ছবি এবং বর্ণনা অসাধারণ। এই ফুলগুলোর সৌন্দর্য এবং আপনার লেখনী সত্যিই মন ছুঁয়ে গেছে। আপনার বাগানের প্রতি ভালোবাসা এবং যত্ন প্রতিটি শব্দে প্রতিফলিত হয়েছে। আপনার এই শখ এবং প্রেম অনুপ্রেরণামূলক। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 4 months ago 

ভাইয়া আপনার কাছে আমার ফুলের ছবি এবং বর্ণনা ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 4 months ago 

কাঠগোলাপ ফুলের গাছ দেখতে বেশ সুন্দর দেখাচ্ছে আপু। যেহেতু আপনি অনেক খোঁজাখুঁজির পরে কাঠগোলাপ ফুলের গাছটি আনছিলেন। কাঠগোলাপ ফুল আমার এত পছন্দের অনেক ভালো লাগে। আমিও কিছুদিন আগে যখন ছাদে উঠি আমাদের ছাদ বাগানে বেশ সুন্দর কাঠগোলা ফুল দেখতে পাই। আর দেরি না করে বেশ কয়েকটি কাঠগোলাপ ফুলে ফটোগ্রাফি নিয়েছিলাম। আজকে আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লেগেছে।

 4 months ago 

আপু আপনার ছাদেও কাঠ গোলাপ ফুল রয়েছে জেনে বেশ ভালো লাগলো ।আসলে ফুল গুলো দেখতে অনেক সুন্দর ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 4 months ago 

আপু এই ফুলের কদর আগে ছিল না সেজন্য আপনি খুঁজে পাননি। তবে ইদানিং এই ফুল সবাই পছন্দ করে আর যেকোনো নার্সারিতে গেলেই পাওয়া যাবে। আপনার বাগানেও এই ফুলের গাছ রয়েছে জেনে ভালো লাগলো। আমিও এই ফুল খুব পছন্দ করি। আপনার গাছের কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। এই ফুল একসাথে অনেক গুলো ফুটে থাকে বলে বেশি ভালো লাগে। এখন আবহাওয়া একটু পরিবর্তন হচ্ছে আর আপনি রাতে পানি দেন বলেই হয়তো গাছ তার সতেজতা ফিরে পেয়ে ফুলের সৌন্দর্য দিয়ে আপনাকে মুগ্ধ করেছে। সেই সাথে তার এই সৌন্দর্যে আমরাও মুগ্ধ হয়ে গেলাম।

 4 months ago 

হ্যাঁ আপু এখন যে কোন নার্সারিতেই এই কাঠ গোলাপ ফুল পাওয়া যায়। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।ভালো থাকবেন।

 4 months ago 

কাঠ গোলাপের সৌন্দর্যটা আমার কাছেও দারুন লাগে আপনি যেহেতু বাসার ছাদে কাঠ গোলাপের গাছ রোপন করেছেন সেহেতু এই কাঠ গোলাপের সৌন্দর্যটা খুব কাছ থেকে উপভোগ করতে পারেন। আমারও ইচ্ছা যে ছাদ বাগানে এরকম একটি কাঠ গোলাপ গাছ রোপণ করব।

 4 months ago 

হ্যাঁ ভাইয়া এই ফুলগুলো কাছ থেকে দেখতে সত্যি অসম্ভব ভালো লাগে। আপনার যেহেতু এই গাছ ছাদে লাগানোর ইচ্ছা তাহলে দ্রুতই লাগিয়ে ফেলুন ।অনেক ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 4 months ago 

কাটগোলাপ আমারও অনেক বেশি ভালো লাগে। আসলেই ফুলে সৌন্দর্য করতে হলে প্রতিদিন ছাদে যেতে হবে আর আপনি সেটাই করছেন। ছাদে যদি এত সুন্দর ফুল থাকে তাহলে কি আর না গিয়ে পারা যায়। ফুলের ছবিগুলো আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

 4 months ago 

হ্যাঁ ভাইয়া ফুল গুলো দেখার জন্যই তো এখন গরমের মধ্যে হলেও ছাদে যাই। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58389.23
ETH 2521.57
USDT 1.00
SBD 2.35