বাইম মাছ ভুনা রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার প্রিয় ব্লগ"আমার বাংলা ব্লগের"বন্ধুরা সবাই কেমন আছেন?আশা করছি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি।

আজ আমি আপনাদের জন্য আরও একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি। সেটি হচ্ছে বাইম মাছ ভুনা রেসিপি।এই রেসিপিটি অনেকেই হয়তো খেয়ে থাকবেন।খুবই মজাদার একটি রেসিপি।তাহলে চলুন দেখে নেওয়া যাক আলু দিয়ে বাইম মাছ ভুনা রেসিপি।

Polish_20210802_205030333.jpg

উপকরণ

Polish_20210802_195237461.jpg

প্রুস্তুতপ্রণালী

বাইম মাছ১টি
আলু২টি
পেঁয়াজ বাটা৩টেবিল চামচ
আদা বাটা১চা চামচ
রসুন বাটা১চা চামচ
পেঁয়াজ কুচি১/২কাপ
কাঁচা মরিচ৩টি
হলুদ গুঁড়া২চা চামচ
লাল মরিচ গুঁড়া১চা চামচ
ধনিয়া গুঁড়া১চা চামচ
জিরা গুঁড়া১চা চামচ
লবনস্বাদ মতো
ধনিয়া পাতা২০গ্রাম
তেল৪টেবিল চামচ

20210801_131537.jpg

20210801_132041.jpg

প্রথমে একটি কড়াইয়ে তেল দিয়ে দেই।তেল গরম হলে আলু দিয়ে দেই।আলু বাদামি করে ভেজে একটি বাটিতে তুলে রাখি।

20210801_132012.jpg

20210801_132141.jpg

20210801_132213.jpg

20210801_132313.jpg

তারপর পেঁয়াজ দিয়ে দেই।পেঁয়াজ বাদামি হয়ে আসলে সব বাটা মসলা,গুঁড়া মসলা ও লবন দিয়ে ভালো করে মিশিয়ে নেই।

20210801_132438.jpg

20210801_132510.jpg

20210801_132756.jpg

তারপর মাছ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মসলার সাথে ভালো করে মিশিয়ে দেই।এবার সামান্য একটু পানি দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করি।

20210801_133430.jpg

20210801_133622.jpg

তারপর পানি শুকিয়ে আসলে মাছটাকে একটি বাটিতে তুলে রাখি।

20210801_133632.jpg

20210801_133653.jpg

20210801_133728.jpg

এবার আলু দিয়ে দেই ও মসলার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে আবার একটু পানি দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করি।

20210801_134143.jpg

20210801_134303.jpg

আলু সিদ্ধ হলে তুলে রাখা মাছ গুলি দিয়ে একটু পানি ও কাঁচা মরিচ দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করি।

20210801_135737.jpg

পানি কমে আসলে ধনে পাতা গুলি ছড়িয়ে দেই ও আরো কিছুক্ষণ জ্বাল দেই।

20210801_135852.jpg

এখন পানি শুকিয়ে একদম মাখা মাখা হয়ে আসলে হয়ে গেল আমার বাইম মাছ ভুনা রেসিপি।এখন পরিবেশনের পালা।

20210801_142221.jpg

এখন গরম ভাতের সঙ্গে খেয়ে নিতে হবে।কেমন লাগলো আমার রেসিপি টি।আশা করছি ভালো লেগেছে।আজকের মত এই পর্যন্তই।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ৪০

Cc-@rme
@blacks
@rex-sumon
@amarbanglablog

ধন্যবাদ
@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

Sort:  
 3 years ago 

আলু দিয়ে বাইম মাছ ভুনা আমার খুবই প্রিয় একটি খাবার

 3 years ago 

হ্যা ভাইয়া আমার কাছেও খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে কষ্ট করে আমার পোস্ট টি পড়ার জন্য।

 3 years ago 

খুব সুন্দর হয়েছে আপু রেসিপিটা।নিশ্চয়ই অনেক স্বাদের হয়েছে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হুম আপু অনেক টেস্ট হয়েছিল।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

confused হয়ে গেলাম, কারন আমি তো জানি পেয়াজ দিয়ে মাছের ভূনা করে।

তবে রান্নাটি সুন্দর হয়েছে এই কথা নিশ্চিন্তে বলা যায়। বড় বাইম মাছ আমার খুব পছন্দ ।

 3 years ago 

ভাইয়া এই ভাবে খেয়ে দেখবেন,অবশ্যই ভালো লাগবে।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

ওকে ঠিক আছে, ট্রাই করে দেখবো একবার, মজা লাগলে আবার, হি হি হি

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.26
JST 0.042
BTC 97960.39
ETH 3466.65
USDT 1.00
SBD 2.40