ইলিশ মাছের ডিম ভুনা রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী বন্ধুরা,আপনারা সবাই কেমন আছেন?আশা করছি সবাই ভালো আছেন।আমিও বেশ ভালো আছি।

আজ আমি আপনাদের জন্য খুবই সহজ একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি।আর সেটি হচ্ছে ইলিশ মাছের ডিম ভুনা রেসিপি।ইলিশ মাছ যেমন মজাদার তেমনি এর ডিম খেতেও খুবই সুস্বাদু।আজ আমি আপনাদের ইলিশ মাছের ডিম ভুনা করার রেসিপি টি দেখাবো।তাহলে চলুন দেখে আসি ইলিশ মাছের ডিম ভুনা রেসিপি।

20210811_140827.jpg

উপকরণ



Polish_20210812_192905372.jpg

উপকরণপরিমাণ
ইলিশ মাছ২পিছ
পেঁয়াজ কুচি১কাপ
পেঁয়াজ বাটা৩টেবিল চামচ
কাঁচা মরিচ৫টি
হলুদ গুঁড়া১চা চামচ
লাল মরিচ গুঁড়া১চা চামচ
জিরা গুঁড়া১/২চা চামচ
ধনিয়া গুঁড়া১চা চামচ
লবনস্বাদ মতো
তেলপরিমাণ মতো

প্রুস্তুতপ্রণালী



20210811_132926.jpg

20210811_132939.jpg

১৷ প্রথমে একটি কড়াইয়ে পরিমাণমতো তেল নেই।তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেই।

20210811_133227.jpg

20210811_133341.jpg

20210811_133357.jpg

20210811_133519.jpg

২৷ এখন পেঁয়াজ বাদামি করে ভেজে বাটা মসলা ও সব গুঁড়া মসলা ও লবণ দিয়ে মসলাটা ভালো করে কষিয়ে নেই।

20210811_133622.jpg

20210811_133652.jpg

৩৷ ইলিশ মাছের ডিম আমি আগেই কেটে রেখেছিলাম,এখন ওই কাটা ডিম মসলার মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেই।

20210811_133732.jpg

20210811_133740.jpg

৪৷ এখন পানি ও কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ রান্না করি।

20210811_134623.jpg

৫৷ এভাবে হয়ে গেল আমার ইলিশ মাছের ডিম ভুনা রান্না।এখন পরিবেশনের পালা।

20210811_140758.jpg

এখন গরম ভাতের সঙ্গে খেয়ে নিতে হবে।সবাই বাড়িতে করে দেখবেন খুবই মজার একটি খাবার।

সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ।আশা করছি সবার কাছে ভালো লেগেছে।আজকের মত এই পর্যন্তই।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।



ফটোগ্রাফার@wahidasuma
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ৪০

ধন্যবাদ

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

Sort:  
 3 years ago 

খুবই মজাদার একটি রেসিপি মনে হচ্ছে।আমি কখনো ট্রাই করি নাই। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে ও অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

দেখে তো খুবই টেস্টি মনে হচ্ছে ,খুবই সুন্দর বানিয়েছ, ইলিশ মাছের ডিম আমার খুব পছন্দের, শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago (edited)

অনেক অনেক টেস্টি একটা রেসিপি। দেখেই বোঝা যাচ্ছে খুব সুস্বাদু।আপু শুভেচ্ছা রইলো অনেক

 3 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ভাই।

 3 years ago 

এটি আমার খুব প্রিয়।দেখে জিভে জল এসে গেল।সুন্দর রেসিপি বানিয়েছেন,ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60270.61
ETH 2411.66
USDT 1.00
SBD 2.43