DIY PROJECT:এসো নিজে করি রঙিন কাগজ দিয়ে ব্যাঙ তৈরি||১০% বেনিফিশিয়ারি আমার প্রিয় shy-fox এর জন্য
বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই যে যেখানে আছেন, ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি ।
আজ আমি এসো নিজে করি প্রজেক্টে অংশ নিতে এসেছি। আজ আমি রঙিন কাগজ দিয়ে ব্যাঙ তৈরি করে দেখাবো ।আশা করছি আপনাদের কাছে আমার প্রজেক্টটি ভালো লাগবে ।তাহলে চলুন শুরু করছি, আমার আজকের প্রজেক্ট রঙিন কাগজ দিয়ে ব্যাঙ তৈরি।
উপকরণ:
রঙিন কাগজ :১টি
কলম :১টি
এন্টি কাটার :১টি
প্রুস্তুতপ্রণালী:
১ম ধাপ
প্রথমে এ ফোর সাইজের একটি সবুজ কালারের কাগজ নিয়েছি।
২য় ধাপ
এক সাইডে কোনা করে একটা ভাঁজ দিয়ে নিয়েছি।
৩য় ধাপ
এখানে নিচের বাড়তি অংশ কেটে দিয়েছি।
৪র্থ ধাপ
৫ম ধাপ
৬ষ্ঠ ধাপ
৭ম ধাপ
৮ম ধাপ
উপরে দেখানো ছবির মত প্রতিটা ভাঁজ দিয়ে নিয়েছি ।
৯ম ধাপ
প্রতিটা ভাঁজ দেওয়ার পর আমার কাগজ টা দেখতে এমন হয়েছে।
১০ম ধাপ
১১তম ধাপ
১২তম ধাপ
১৩তম ধাপ
উপরে দেখানো ছবির মত ভাঁজ দেয়ার পর আমার কাগজটা দেখতে এমন হয়েছে।
১৪তম ধাপ
১৫তম ধাপ
১৬তম ধাপ
দুই সাইজের মাথার কাছে এভাবে কোনা করে আমি ভেঙে নিয়েছি।
১৭তম ধাপ
১৮তম ধাপ
এ পর্যায়ে কাগজটা উল্টে দিয়ে এক পাশের নিচ থেকে এভাবে ভেঙে নিয়েছি।
১৯তম ধাপ
তারপর উপর দিকে কোনা করে এভাবে দুইপাশ আমি ভেঙ্গে নিয়েছি।
২০তম ধাপ
তারপর দুই কোনা নিচের বাড়তি অংশের ভিতরে ঢুকিয়ে দিয়েছি।
২১তম ধাপ
এ পর্যায়ে মাঝখান থেকে একটা ভাঁজ দিয়েছি।
২২তম ধাপ
এ পর্যায়ে নিচ থেকে আরেকটা ভাঁজ দিয়ে নিয়েছি।
২৩তম ধাপ
তারপর কলম দিয়ে দুটো চোখ এঁকে নিয়েছি।
২৪তম ধাপ
২৫তম ধাপ
ব্যাস আমার কাগজের ব্যাঙ একদম তৈরি ।বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে এমন হয়েছে।
আজকের মত এখানে শেষ করছি।আশা করছি আপনাদের ভালো লেগেছে।
আগামীতে দেখা হবে আবার নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন ,সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
ফটোগ্রাফার | @wahidasuma |
---|---|
ডিভাইস | স্যামসাং গ্যালাক্সি এ৪০ |
🔚ধন্যবাদ🔚
@wahidasuma
আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
কাগজ দিয়ে ব্যাঙ তৈরিটি দেখতে খুবি সুন্দর লাগছে। আপনার ধাপে ধাপে ব্যাঙ তৈরি দেখে আমি শিখতে পারেছি।শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ ভাই।
সত্যি অনেক সুন্দর হয়েছে ব্যাঙটি ।
দাদা আপনার মন্তব্য শুনে খুবই ভালো লাগল।অনেক অনুপ্রেরণা পেলাম।অনেক অনেক ধন্যবাদ দাদা।
আমার মনে আছে ছোট বেলায় স্কুলে প্রথম এটি বানানো শিখেছিলাম।তখন অনেক বেশি বানাতাম। আজকে আপনারটি দেখলাম, অনেক ভালো লেগেছে আমার কাছে।
অনেক অনেক ধন্যবাদ আপু।ভালো থাকবেন।
খুব সুন্দর হয়েছে আপনার ব্যাঙটি । অনেক সময় নিয়ে খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন যে কেউ দেখে খুব সহজে বানিয়ে ফেলতে পারবে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কাগজের ব্যাঙ তৈরি করার জন্য।
খুব খুশি হয়েছি, অনেক অনেক ধন্যবাদ আপু।
Diy project মানেই প্রতিদিন সৃজনশীলতার উদ্ভব ঘটছে এবং আপনি এত সুন্দর ভাবে ব্যাঙের অরিগামি তৈরি করেছেন যা ছিল দেখার মতো। এত নিখুত ভাবে আপনি প্রতিটি ধাপে উপস্থাপন করেছেন ।আমরা খুব সহজে জিনিসটা বুঝতে পেরেছি সহজে তৈরি করতে পারব। আপনি অনেক সুন্দর কাজ করে যাচ্ছেন খুবই ভালো লাগছে। আপনার জন্য শুভকামনা রইল।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন।
আপু আমার মতে ৯ এবং ১০ নাম্বার এর এর স্টেপ টা খুব জরুরি ।এই স্টেপ টা দিয়ে গুরুত্ব পূন্য কাজ টা শুরু হয়েছে। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কাজ করে সেটা এত কষ্ট করে পোস্ট করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।আপনার জন্য শুভকামনা।
আপনি এত সুন্দর ভাবে ব্যাঙের অরিগামি তৈরি করেছেন যা ছিল দেখার মতো। এত নিখুত ভাবে আপনি প্রতিটি ধাপে উপস্থাপন করেছেন ।অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কাগজের ব্যাঙ তৈরি করার জন্য।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ
আপনার রঙিন কাগজের তৈরি করা ব্যাঙটি অনেক সুন্দর হয়েছে। এটি তৈরি করার ধাপগুলো আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ
রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ব্যাঙ তৈরি করেছেন আপু। সেই সাথে প্রতিটা স্টেপ ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। খুবই ভালো লাগলো আপনার ব্যাঙ তৈরির দৃশ্য টা। 🥰🥰
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
ভালোই তো হয়েছে কাগজের তৈরি ব্যাঙ টি। তবে খুবই জটিল প্রক্রিয়ায় তৈরি করতে হয় দেখছি। অনেক সুন্দর করে বানিয়েছেন আপনি। শুভকামনা রইল অনেক।
অনেক অনেক ধন্যবাদ