জেনারেল রাইটিং|| হিংসা ও অহংকার থেকে সবার বিরত থাকা উচিত

in আমার বাংলা ব্লগ11 months ago (edited)

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।




বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি ভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। মাঝে মাঝে কিছু ভিন্ন ধরনের বিষয় লিখতেও ভালো লাগে ।সব সময় রেসিপি, ফটোগ্রাফি, ডাই, আর্ট,কবিতা,গল্প আরো বিভিন্ন বিষয় শেয়ার করি । আবার মাঝে মাঝে কিছু ভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করতেও ভালো লাগে ।তাই তো আজ আমি আপনাদের মাঝে কিছু ভিন্ন ধরনের বিষয় শেয়ার করতে এসেছি। আসলে প্রতিনিয়ত আমরা সমাজে বিভিন্ন মানুষের সংস্পর্শে আসি । মানুষের বিভিন্ন কার্যকলাপ থেকে বিভিন্ন ধরনের কথা মনে আসে, যেখান থেকেই কিছু লেখার প্রয়াস পাই।

chick-1176205_1280.jpg

source

হিংসা ও অহংকার থেকে সবার বিরত থাকা উচিত



আসলে আমাদের প্রতিটা মানুষের ভেতরেই ভালো এবং মন্দ দুটি সত্তা থাকে ।তেমনি মন্দ সত্তার মধ্যে একটি হচ্ছে অহংকার বা হিংসা। এই অহংকার বা হিংসা যাদের মধ্যে থাকে তাদের জীবনে ভালো কিছু হবার সম্ভাবনা খুব কম দেখা যায়। কেননা এদের অন্তর থাকে কুলুষিত। এরা মানুষের ভালো দেখতে পারে না। সবসময় মানুষের ক্ষতি কামনা করে ।অন্যের বিন্দুমাত্র উপকার এরা করেই না বরং তাদের কিভাবে ক্ষতি হয় সেই চেষ্টাই করে। আর নিজের সামান্যতম উন্নতি হলে নিজেকে অন্য কিছু ভাবতে শুরু করে ।এই মানুষগুলো সমাজের জন্য অনেক বেশি ক্ষতিকর।


আসলে অহংকারি মানুষের কখনো ভালো কিছু হতে পারে না। কেননা অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় । আসলে অহংকারী তারাই হয় যারা জীবনে তেমন কিছু করতে পারেনা। সামান্য কিছু পেলেই তারা মনে করে যে আহামরি কিছু পেয়ে গিয়েছি ,যার কারণে তারা তাদের থেকে নিচের লোকদেরকে হেয় চোখে দেখে। মানুষকে তখন তারা মানুষ মনে করে না তারা এমন একটা ভাব ধরে থাকে যেন তারাই সমাজের সবথেকে নামিদামি লোক। অহংকারী মানুষগুলোকে কেউই পছন্দ করে না। কিন্তু একজন ভালো মানুষকে সবাই অনেক বেশি পছন্দ করে।


একজন মানুষ যতোটুকু খ্যাতি অর্জন করে তার অহংকারের কারণে সেটুকু আবার সে হারিয়ে ফেলে ।কেননা বহুল প্রচলিত একটি কথা আছে অহংকার পতনের মূল।হিংসা ,অহংকার, দাম্ভিকতা কখনো জীবনে ভালো কিছু হতে পারে না ।একজন মানুষ অহংকারী হলে তাকে কেউ ভালোবাসে না, সম্মান করে না। তাকে সবাই উপর দিয়ে সম্মান করলেও পেছনে তার বদনাম করে ।কিন্তু একজন ভালো মানুষকে সবাই সম্মান করে ।তাই কখনো নিজের অবস্থার উন্নতির কারণে অহংকার করা উচিত নয়, বা নিজের সম্পদ প্রতিপত্তির কারণেও কারো অহংকার করা উচিত নয়। কেননা মানুষের জীবনই যেখানে নিশ্চিত নয়, আজ আছে তো কাল নাও থাকতে পারে ।সেখানে অহংকার করে কি হবে।


তাই আমাদের সকলকেই হিংসা ও অহংকার থেকে দূরে থাকা উচিত। তবে কেউ যদি অহংকার থেকে নিজেকে বিরত রাখতে চায়, তাহলে তার উচিত অন্যের ভালো কিছু দেখলে সেটা নিয়ে চিন্তা না করে সেটা এড়িয়ে যাওয়া । আবার নিজে কোন ভালো অবস্থানে গেলে নিজের থেকে আরো উপরের অবস্থানের লোকজনকে প্রত্যক্ষ করা তাহলে তার মধ্যে অহংকার টা আসবে না। কিংবা সমাজের একদম নিম্নবিত্ত অসহায় মানুষগুলোকে দেখা যাদেরকে দেখলেও আর অহংকার করতে ইচ্ছে করবে না। সুতরাং আমরা সবাই হিংসা ও অহংকার থেকে নিজেদের দূরে রাখবো এটাই প্রত্যাশা করছি।

আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 11 months ago 

হ্যাঁ আপু আপনি বিভিন্ন ধরনের পোস্ট আমাদের মাঝে শেয়ার করে থাকেন। যেটা আমার কাছে খুবই ভালো লাগে আজকে দারুন একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন। হিংসা এবং অহংকার যেটা একটি মানুষকে পতনের দিকে নিয়ে যায়। সেজন্য মানুষ হিসেবে এই দুটো শব্দের অন্তর্নিহিত কর্মকাণ্ড থেকে বিরত রাখাই উচিত ভাল লাগলো।

Posted using SteemPro Mobile

 10 months ago 

ভাইয়া আমার পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন সব সময় ।শুভকামনা রইল।

 11 months ago 

সুন্দর একটি টপিক নিয়ে লিখেছেন আপু হ্যাঁ হিংসা কখনো মানুষের উন্নতি সাধন করে না বরং ধ্বংস বয়ে আনে। মানুষের জীবনের তো কোন গ্যারান্টি নেই আজকে আছে কাল নেই তাহলে হিংসা করে কি লাভ।

Posted using SteemPro Mobile

 10 months ago 

হ্যাঁ ভাইয়া আসলেই আমাদের জীবনের কোন গ্যারান্টি নেই ।আজ আছি তো কাল নাও থাকতে পারি। যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 11 months ago 

ঠিক বলেছেন আপনি অহংকারী মানুষকে কেউ পছন্দ করে না।আসলেই তারা একটু কিছু পেলেই মনে করে আমি যে কি হলাম।মানুষকে ছোট চোখে দেখে হেয় করে।তারা কখনো কোনদিন মানুষের ভালো দেখতে পারে না আর এই মন ভাবের কারণে নিজের ক্ষতি হয় তা বুঝতে পারে না।খুব সুন্দর পোস্ট শেয়ার করেছে আপনি।আমাদের সবার উচিত অহংকার না করে মিলেমিশে থাকাও সবার উপরে মানুষ সত্য এই কথাটা মানা।ধন্যবাদ।

 10 months ago 

হ্যাঁ আপু আপনি একদম ঠিক বলেছেন আমাদের সকলেরই মিলেমিশে থাকা উচিত এবং সবার উপরে মানুষ সত্য এটাও মনে রাখা উচিত। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 11 months ago 

মানব শরীরের ষড়রিপুর ভেতরে হিংসা ও অহংকার দুটি রিপু। প্রতিটি মানুষের উচিত এই দুটি রিপুকে কঠোরভাবে কন্ট্রোল করা। কোন মানুষের ভিতরে হিংসা এবং অহংকারের উৎপত্তি হলে সে অমানুষ হয়ে ওঠে। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 10 months ago 

ভাই আপনি বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন জেনে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 11 months ago 

আসলে হিংসা এবং অহংকার এই দুইটি জিনিস একটা মানুষের ভিতর থাকলে সে মানুষটাকে কেউ পছন্দ করেনা। আমাদের সবার উচিত এই দুইটি জিনিসের কাছ থেকে অনেক বেশি দূরে থাকা। আমরা যদি এই দুটি জিনিসের কাছ থেকে দূরে থাকতে পারি, তাহলে আমাদের জীবনটা অনেক বেশি সুন্দর হবে এবং সবার আপন হয়ে থাকতে পারবো । আপনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পোস্ট শেয়ার করেছেন যেটা আমার কাছে ভালো লেগেছে।

 10 months ago 

হ্যাঁ আপু এই দুটো জিনিস থেকে আমরা দূরে থাকলে আমাদের জীবনে সফলতা আসবে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 11 months ago 

পৃথিবীতে ভালো মানুষ খারাপ মানুষ দুই ধরনের লোক আছে। আর খারাপ মানুষ গুলোর মধ্যে হিংসা বেশি থাকে। এরা মানুষের উপকার ভালো সহ্য করতে পারে না। এ ধরনের লোকগুলো সমাজে এবং দেশের জন্য বড়ই ক্ষতিকর। তবে এটি ঠিক বলেছেন প্রত্যেক মানুষ অহংকার এবং হিংসা থেকে দূরে থাকতে হবে। তাহলে মানুষের থেকে ভালো কিছু আশা করা যাবে। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর শিক্ষনীয় একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

হ্যাঁ আপু এদুটো জিনিস থেকে দূরে থাকলেই মানুষের দ্বারা ভালো কিছু আশা করা যাবে ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।ভালো থাকবেন।

 11 months ago 

মানুষের মধ্যে ভালো এবং মন্দ থাকে। আর যে মানুষের মধ্যে মন্দ হিংসা এবং অহংকার থাকে সেই মানুষ ভালো কিছু করতে পারে না। নিজে ভালো করতে পারে না এবং অন্যের ও সব সময় ক্ষতি করার চেষ্টা করে। এসব মানুষ সমাজ এবং জাতির জন্য ক্ষতিকর। তাই এগুলো পরিহার করে ভালো কিছু করতে পারলে নিজের জন্য ভালো অন্যের জন্য মঙ্গল। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি শিক্ষনীয় পোস্ট শেয়ার করার জন্য।

 10 months ago 

হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন এসব মানুষ সমাজ এবং জাতির জন্য ক্ষতিকর।।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।ভালো থাকবেন।

 11 months ago 

আজকে আপনি হিংসা এবং অহংকার নিয়ে অনেক সুন্দর করে পোস্টটা লিখেছেন দেখে ভালো লেগেছে। আসলে হিংসা এবং অহংকার বেশিরভাগ মানুষ করে থাকে আর এটা কিন্তু উচিত হয় না। যারা হিংসা এবং অহংকার করে তারা কখনো ভালো ফলাফল পায় না। আমাদের যত বেশি সম্ভব তত বেশি হিংসা এবং অহংকার থেকে দূরে থাকা উচিত।

 10 months ago 

হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমাদের হিংসা এবং অহংকার থেকে সবারই দূরে থাকা উচিত ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 10 months ago 

অনেক সুন্দর কথাগুলো লিখেছেন আপু, পড়ে অনেক ভালো লাগলো। এটা আমাদের করণীয় হিংসা অহংকার থেকে নিজেদেরকে বিরত রাখা। এই হিংসা অহংকার করে নিজেদেরও ক্ষতি হয়। এই হিংসা অহংকার না করে অন্যের ভাল চাওয়া আমাদের দায়িত্ব।

 10 months ago 

হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলেছেন হিংসা এবং অহংকার না করে অন্যের ভালো চাওয়াই আমাদের উচিত ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 10 months ago 

চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করেছেন আপু। আসলেই আমাদের সবার উচিত হিংসা এবং অহংকার থেকে বিরত থাকা। কারণ অহংকার পতনের মূল। আর যে হিংসা করে, তাকে সৃষ্টিকর্তা অপছন্দ করে। এটা ঠিক যে যারা অহংকারী তারা অল্প কিছু অর্জন করলেই, সেটা নিয়ে অহংকার করতে থাকে। কথায় আছে যে খালি কলসি বাজে বেশি। তাদের অর্জনের চেয়ে ফুটানি থাকে খুব বেশি। এতে করে খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায় তারা। যাইহোক এতো গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 10 months ago 

ভাইয়া আপনার কাছে আমার লেখার বিষয়টি ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59887.64
ETH 2670.13
USDT 1.00
SBD 2.47