DIY(এসো নিজে করি)রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি||১০%বেনিফিশিয়ারী আমার প্রিয় shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন ।আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি ।


আজ আমি আপনাদের সামনে ডাই প্রজেক্ট (এসো নিজে করি) প্রজেক্টে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করে দেখাবো। এর আগে আমি রঙিন কাগজ দিয়ে অন্যান্য জিনিস তৈরি করেছি। কিন্তু ওয়ালমেট আমি এই পর্যন্ত একটিও তৈরি করিনি। আজ প্রথমবার তৈরি করছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার ওয়ালমেটটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করছি আমার আজকের ডাই প্রজেক্ট রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি।

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি

20211105_212939.jpg

উপকরণ:
রঙিন কাগজ-২টি
কাঁচি-১টি
আঠা-১টি
কম্পাস-১টি

20211105_224615.jpg

প্রুস্তুতপ্রণালী:



১ম ধাপ

20211105_200945.jpg

২য় ধাপ

20211105_201225.jpg

প্রথমে কাগজটি থেকে একটি কাগজ লম্বা করে কেটে নেই।

৩য় ধাপ

20211105_201357.jpg

৪র্থ ধাপ

20211105_201438.jpg

৫ম ধাপ

20211105_201528.jpg

তারপর এভাবে একের পর এক তিনটি ভাঁজ দেই।

৬ষ্ঠ ধাপ

20211105_201932.jpg

৭ম ধাপ

20211105_201948.jpg

তারপর কাঁচি দিয়ে এভাবে কেটে নেই।

৮ম ধাপ

20211105_202230.jpg

৯ম ধাপ

20211105_202256.jpg

১০ম ধাপ

20211105_202325.jpg

১১তম ধাপ

20211105_202355.jpg

১২তম ধাপ

20211105_202409.jpg

১৩তম ধাপ

20211105_202439.jpg

তারপর আরো একটি কাগজ মোটা করে কেটে নেই। তারপর একে একে এভাবে ভাঁজ দিয়ে নেই।

১৪তম ধাপ

20211105_202944.jpg

১৫তম ধাপ

20211105_203026.jpg

তারপর মাঝ বরাবর একটি ভাঁজ দেই।

১৬তম ধাপ

20211105_203226.jpg

তারপর কাগজের এক পাশের দুই কোনা কেটে নেই।

১৭তম ধাপ

20211105_203244.jpg

১৮তম ধাপ

20211105_203331.jpg

তারপর ওই মাপ দিয়ে আরেক পাশ কেটে নেই।

১৯তম ধাপ

20211105_204357.jpg

তারপর এভাবে আঠা দিয়ে লাগিয়ে দেই।

২০তম ধাপ

20211105_203550.jpg

তারপর ভাঁজ দিয়ে একপাশে আঠা দিয়ে দুই পাশ লাগিয়ে দেই।

২১তম ধাপ

20211105_203803.jpg

২২তম ধাপ

20211105_205650.jpg

এভাবে তিনটি ফুল বানিয়ে নিলাম।

২৩তম ধাপ

20211105_211226.jpg

তারপর ফুলের উপর আঠা দিয়ে তার উপরে সুতা বসিয়ে তারপর আঠা দিয়ে কাগজ লাগিয়ে দেই।

২৪তম ধাপ

20211105_210557.jpg

২৫তম ধাপ

20211105_210653.jpg

তারপর গোল করে দুটি কাগজ কেটে ফুলের উপর আঠা দিয়ে বসিয়ে দেই।

২৬তম ধাপ

20211105_211952.jpg

এভাবে তিনটি ফুলের উপরে বসিয়ে নেই।

২৭তম ধাপ

20211105_212116.jpg

২৮তম ধাপ

20211105_212435.jpg

এভাবে আঠা দিয়ে পেঁচিয়ে লাগিয়ে নেই।

২৯তম ধাপ

20211105_213148.jpg

এভাবে আমার ওয়ালমেট টি তৈরি হয়ে গেল।

আশা করছি আপনাদের আমার ওয়ালমেট টি ভালো লেগেছে।আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার@wahidasuma
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

Sort:  
 3 years ago 

আপনার কাগজ দিয়ে ওয়ালমেটটি খুবি সুন্দর হয়েছে। অনেক সুন্দর ভাবে এটি তৈরী করেছেন।আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

সত্যিই রঙিন কাগজ দিয়ে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন খুবই ভালো লাগলো। আপু আপনার কাজ বরাবরই আমার খুবই ভালো লাগে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

আপু,অসাধারণ সুন্দর হয়েছে আপনার ওয়ালমেট তৈরি। রঙিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন।এইরকম ওয়ালমেট ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে।ধন্যবাদ এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

বিভিন্ন রঙিন কাগজ দিয়ে সজ্জিত ওয়ালমেটটি অসম্ভব সুন্দর হয়েছে। কালার কমিউনিকেশন আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দর বর্ণনার মাধ্যমে সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। শুভকামনা রইল আপনার জন্য আপু।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আপু আপনার কাগজের তৈরি ওয়ালমেট টি খুব সুন্দর হয়েছে ।আপনি খুবই ধৈর্য সহকারে ওয়ালমেটটি তৈরি করেছেন তা দেখেই বোঝা যাচ্ছে। এই জন্যই এত চমৎকার হয়েছে আপনার ওয়ালমেটটি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট বানানো আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

সত্যিই আপু আপনার ওয়ালমেটটি অসাধারণ হয়েছে। রঙিন কাগজ দিয়ে ধাপে ধাপে গড়ে তুলেছেন সুন্দর একটি ওয়ালমেট। আপনার তৈরি ওয়ালমেট ঘরের দেওয়ালের সৌন্দর্য বৃদ্ধি করবে। ধন্যবাদ আপু সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু।

বা আপু সুন্দর একটা রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। সত্যিই অনেক ভাল লেগেছে আপনার ওয়ালমেট। অনেক সুন্দর করে নির্ভুলভাবে তৈরি করেছেন যা সত্যিই প্রশংসনীয় ব্যাপার। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই

 3 years ago 

আপু আপনার রঙ্গীন কাগজ দিয়ে তৈরি করা কাজ গুলো এতো সুন্দর হয় যে কি আর বলবো!জাস্ট অসম্ভব অসাধারণ লাগে আমার কাছে। বেগুনি রঙ এর চেয়ে আমার কাছে বেশি ভালো লাগছে টিয়া রঙ দিয়ে করা ফুলগুলো। দেখতেই ভালো লাগছে অনেক।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপুমনি।

বাহ্ আপু আপনি দেখছি অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেটটি তৈরি করেছেন।দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আপু আপনার ওয়ালমেটটি খুব সুন্দর হয়েছে। বেশ সময় নিয়ে ওয়ালমেটটি বানিয়েছেন। আর পোস্ট লিখতে অনেক সময় লেগেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.18
JST 0.032
BTC 87512.19
ETH 3031.52
USDT 1.00
SBD 2.72