মিনি মোগলাই পরোটা রেসিপি ||১০% বেনিফিশিয়ারি আমার প্রিয় @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় কমিউনিটি"আমার বাংলা ব্লগের"সকল বন্ধুরা কেমন আছেন?আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন,সুস্থ আছেন।আমিও বেশ ভালো আছি,আলহামদুলিল্লাহ।

আজ আমি আপনাদের সামনে বিকেলের সুস্বাদু একটি নাস্তার রেসিপি নিয়ে এসেছি।আর সেটি হচ্ছে মিনি মোগলাই পরোটা রেসিপি।এখন যে সময় টা চলছে তাতে বিকেলে একটু ভাজাপোড়া না খেলে বিকেলের নাস্তাটা যেন মজাদার হয় না।কেননা এখন বর্ষা মৌসুম সারাক্ষণই ঝুম ঝুম বৃষ্টি হচ্ছে।এই বৃষ্টিতে বিকেলে গরম গরম মোগলাই আর এক কাপ চা অসাধারণ লাগে।চলুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি মিনি মোগলাই পরোটা।

মিনি মোগলাই পরোটা রেসিপি

Polish_20210907_205942774.jpg

উপকরণ

Polish_20210907_205627761.jpg

উপকরণপরিমান
ময়দা১কাপ
পেঁয়াজ কুচি১/২কাপ
মাংসের কিমা১/২কাপ
ডিম১টি
কাঁচা মরিচ৪টি
ধনিয়া পাতা১/২কাপ
লবনস্বাদ মতো
তেলপরিমাণমতো

প্রুস্তুতপ্রণালী

১ম ধাপ

20210906_101846.jpg

২য় ধাপ

20210906_101859.jpg

৩য় ধাপ

20210906_101944.jpg

৪র্থ ধাপ

20210906_102058.jpg

৫ম ধাপ

20210906_102415.jpg

প্রথমে একটি পাত্রে ময়দা নেই।তারপর স্বাদমতো লবন দেই।তারপর সামান্য একটু তেল দেই।তারপর প্রয়োজন মতো পানি দিয়ে ভালো করে মাখিয়ে নেই।

৬ষ্ঠ ধাপ

20210906_102448.jpg

৭ম ধাপ

20210906_102544.jpg

তারপর আবার একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেই।

৮ম ধাপ

20210907_185103.jpg

৯ম ধাপ

20210907_185303.jpg

তারপর মাখিয়ে রাখা সামান্য একটু ময়দা নিয়ে গোল করি।তারপর রুটির মতো বেলে নেই কিন্তু একদম পাতলা করে।

১০ম ধাপ

20210907_185339.jpg

তারপর রুটির উপরে একটু তেল মাখিয়ে নেই।

১১তম ধাপ

20210907_185405.jpg

১২তম ধাপ

20210907_185424.jpg

১৩তম ধাপ

20210907_185457.jpg

১৪তম ধাপ

20210907_185529.jpg

১৫ তম ধাপ

20210907_185641.jpg

তারপর বেলে রাখা রুটির উপরে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ,মাংসের কিমা,ডিম ও ধনিয়াপাতা দিয়ে দেই।

১৬তম ধাপ

20210907_190709.jpg

এভাবে প্রথম ভাঁজ দেই।

১৭তম ধাপ

20210907_190730.jpg

এভাবে দ্বিতীয় ভাঁজ দিয়ে দেই।

১৮তম ধাপ

20210907_190754.jpg

তারপর দুইটা ভাঁজ দেই।

১৯তম ধাপ

20210907_190108.jpg

এখন একটি কড়াইয়ে তেল দিয়ে দেই।

২০তম ধাপ

20210907_190950.jpg

২১তম ধাপ

20210907_191004.jpg

২২তম ধাপ

20210907_191052.jpg

তেল গরম হলে ভাঁজ করে রাখা মোগলাই দিয়ে দেই।তারপর এপাশ ওপাশ করে ভেজে নেই।ভাজতে ভাজতে ফুলে উঠবে এবং বাদামি রঙের হলে, হয়ে যাবে আমার মিনি মোগলাই পরোটা।

২৩তম ধাপ

20210907_191957.jpg

এখন একটি প্লেটে উঠিয়ে শশা ও টমেটো সস দিয়ে পরিবেশন করতে হবে।তারপর গরম গরম খেয়ে নিতে হবে মিনি মোগলাই পরোটা।

আজকের মত এই পর্যন্তই।এরপর আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে।আমার আজকের ব্লগটি পড়ার জন্য সবাই কে ধন্যবাদ।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@wahidasuma
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

Sort:  
 3 years ago 

আপনি খুব সহজভাবে মোগলাই এর রেসিপি তৈরি করেছেন।আপনার পোস্টটি পড়ে ও দেখে তা বুঝতে পরলাম।আশাকরি আমরাও চেষ্টা করলে রেসিপিটা তৈরি করতে পারবো।আপনাকে ধন্যবাদ এই পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

জি চেষ্টা করে দেখবেন,ভালো লাগবে খেতে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অবশ্যই চেষ্টা করবো।

খুব ভালো চেষ্টা! নিজের তৈরি ছোট কিংবা বড় যে কোনো জিনিসই হোক সেটা উপস্থাপন করতে কিংবা তৈরি করতে যেকারো ভালো লাগে। আপনার এই মোগলাই আমার বেশ ভালো লাগছে মনে চাচ্ছে খেতে কিন্তু আফসোস। যাইহোক, সুন্দর রেসিপি এবং আয়োজন। আমার প্রিয়তমা স্ত্রী এই মোগলাই রেসিপি তৈরি করতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ 🙂

 3 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

❤️❤️

মোগলাই আমার খুবই পছন্দের।আপনি খুব সহজেই রেসিপিটি তৈরি করেছেন।আপনার মতই করে তৈরি করে বাড়িতে খেতে পারলে আর মোগলাই খাওয়ার জন্য বাজারে যেতে হতো না।অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হ্যা ভাই বাড়িতে তৈরি করে খাওয়াই ভালো।একবার ফুড পান্ডায় অর্ডার করেছিলাম কিযে দিয়েছিল ভিতরে না ছিল ডিম না পেয়াজ,কি হাবিজাবি ছিল তারপর থেকে বানিয়ে খাই।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুব সুন্দর হয়েছে মোগলাই পরোটাগুলি।খেতে নিশ্চয়ই দারুণ মজার হয়েছিল।আচ্ছা আপু এগুলো কি মাংস ছাড়া বানানো যায়?ধন্যবাদ আপু।

 3 years ago 

হ্যা আপু মাংস ছাড়াও বানানো যায়,সেটিও খেতে ভালো লাগে ।আমি মাঝে মাঝে মাংস না দিয়েও বানাই।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

মোগলাই আমার অনেক পছন্দের। আর আপনার রেসিপি অনেক সুন্দর হয়েছে। দেখেই বুঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আপনার জন্য শুভকামনা রইলো 🥀 আপু

 3 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনার মিনি মোগলাই পরোটার রেসিপি টা বেশ ভালো হয়েছে। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। যে কেউ দেখে এখন এটা তৈরি করতে পারবে। এ গুলো খেতে খুবই মজা

 3 years ago 

আপনাদের বানাতে যাতে সুবিধা হয় সে জন্যই চেষ্টা করেছি ।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এই রেসিপি টি বাসায় ট্রাই করেছিলাম একবার। ভালই লাগে খেতে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

মিনি মোগলাই পরোটা বাহ বাহ অসাধারণ। খুব ভালো একটি রেসিপি তৈরি করেছেন। দেখতেই এতো সুন্দর লাগছে কী বলব। উপস্থাপন টাও খুব ভালো ছিল। খুব ছোট ছোট ধাপে রেসিপি প্রণালি টা বর্ণনা করেছেন। আপনার জন্য শুভকামনা।।

 3 years ago 

সবাই যাতে ভালো ভাবে বুঝতে পারে তাই ছোট ছোট ধাপ।আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

🙂🙂🙂

দেখে তো মনে হচ্ছে সুস্বাদু হয়েছে। শুভ কামনা আপনার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার রেসিপিটি অনেক লোভনীয়। দেখে খেতে ইচ্ছা করছে। বুঝতে পারছি রেসিপি খুবই স্বাদের হয়েছিল। শুভেচ্ছা রইলো অবিরাম আপু

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60925.88
ETH 2688.98
USDT 1.00
SBD 2.46