রমনা পার্কে ঘুরে আসা পর্ব :২

in আমার বাংলা ব্লগ7 months ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি রমনা পার্কে ঘুরে বেড়ানোর দ্বিতীয় পর্ব নিয়ে।আসলে পার্ক টি বেশ বড়, যার কারণে একদিনে পুরোটা শেয়ার করা সম্ভব হয় নি।তাই আজ আবার নতুন কিছু নিয়ে হাজির হয়েছি। আসলে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন পুরো পার্ক টিতে লোকজনে ভরপুর ছিল । যেহেতু সেদিন ছিল শুক্রবার। ছুটির দিনে সবাই পরিবার-পরিজন নিয়ে রমনা পার্কে ভিড় জমিয়ে ছিল। ফটোগ্রাফি গুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন কতটা ভিড় ছিল।


রমনা পার্কে ঘুরে আসা পর্ব :২


IMG20231201163637.jpg

IMG20231201163639.jpg

আমরা বেশ কিছুদূর ঘুরে বেড়ানোর পর দেখতে পেলাম একটা ব্রিজ ।যার এক প্রান্ত থেকে ওপর প্রান্ত পুরোটাই লোকজনে ভরপুর ছিল। আসলে এই জায়গাটা বেশ চমৎকার। ব্রিজের উপর দিয়ে হাঁটতে বেশ ভালো লাগে ।তাই সবাই ব্রিজে দাঁড়িয়ে সময় কাটাচ্ছিল। আমরাও ব্রিজের উপর দিয়ে হেঁটে বেড়িয়েছি ।


IMG20231201164137.jpg

IMG20231201164139.jpg

আমরা অবশ্য পার্কের ভেতরে ঢোকার কিছুদূর পরেই বাচ্চাদের একটি ছোট আকারের পার্ক দেখতে পেয়েছিলাম। যেখানে স্লিপার, দোলনা এগুলো ছিল ।কিন্তু লোকজনের এতটা ভিড় ছিল যে বাচ্চাদের ওগুলোতে চড়ানোর মতো কোনো অবস্থা ছিল না। তাই আমরা বাচ্চাদেরকে প্রথমে বুঝিয়েছিলাম, আমরা প্রথমে ঘুরে আসি ,তারপর লোকজন কমলে আমরা আবার আসবো। এই বলে আমরা পুরো পার্কটা ঘুরে দেখে আসার সময় আবার আমরা বাচ্চাদের পার্কে গেলাম।যেয়ে দেখি ভিড় যেন আগের তুলনায় আরো বেড়েছে। তখন কি আর করার। আমরা বাচ্চাদেরকে ওগুলোতে চড়াতে নিয়ে গেলাম। যেহেতু তারা কিছুতেই শুনবে না।


IMG20231201161817.jpg

IMG20231201162418.jpg

IMG20231201161820.jpg

IMG20231201162252~2.jpg

IMG20231201162250~2.jpg

তারপর বাচ্চারা স্লিপার গুলোতে চড়ে মজা পেল। আমরা দাড়িয়ে দাড়িয়ে দেখলাম। যদিও ভীষণ কষ্ট হয়েছিল তাদেরকে ওগুলোতে উঠাতে। কেননা বাচ্চাদের প্রচুর ভিড় ছিল। তার পরেও বেশ চেষ্টা করে একটু চড়াতে পেরেছিলাম ,তাতেই তারা বেশ খুশি হয়েছিল।


IMG20231201165317.jpg

তারপর আমরা আবার কিছুদূর হেঁটে এই জায়গাটায় এসে কিছুক্ষণ বসে রেস্ট নিলাম ।জায়গাটা বেশ ভালই লেগেছিল বসে থাকতে ।অনেকে এখানে বসে গল্প করছিল।


IMG20231201165003.jpg

IMG20231201164950.jpg

IMG20231201165010.jpg

তারপর আরো কিছু দূর যাবার পর দেখলাম শরীরচর্চা বিষয়ক কিছু সরঞ্জাম রাখা হয়েছে । যেখানে অনেকে এসে ব্যায়াম করছে।বাচ্চারাও একটু ব্যায়াম করার চেষ্টা করলো। সব মিলিয়ে বেশ ভালো কেটেছিল সময় টা।আসলে বোনের সঙ্গে ঘোরাঘুরি করতে বেশ ভালই লাগে।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T
লোকেশন:ঢাকা রমনা পার্ক

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 7 months ago 

সারা জীবন রমনা পার্কের কথা বইয়ের পাতায় আর বিভিন্ন মানুষের দ্বারা শুনে গেলাম কিন্তু আজ পর্যন্ত সেখানে যাওয়ার সৌভাগ্য হলো না। আজকে আপনি খুব সুন্দর ভাবে রমনা পার্কের ভ্রমণের মুহূর্তটা তুলে ধরার চেষ্টা করেছেন ফটোগ্রাফির মাধ্যমে পাশাপাশি সুন্দর বর্ণনা। খুবই ভালো লাগলো পুনরায় যেন রমনা পার্ক সম্পর্কে বেশ কিছু ধারনা পেলাম।

 7 months ago 

আসলে ভাইয়া এই পার্কটা বেশ চমৎকার। কখনও সময় সুযোগ হলে যেয়ে ঘুরে দেখে আসবেন ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 7 months ago 

রমনা পার্কে যখনই যাই না কেন, ঐ ব্রীজটা আর খালি পাই না। ব্রীজটা কানায় কানায় ভরা থাকে। এর মধ্যে মানুষে ফটোগ্রাফি করে কি করে? তবে আগে কিন্তু এত সুন্দর ব্যায়ামের জায়গা ছিল না। আপনি কিন্তু বেশ দারুন কিছু ফটোগ্রাফির মাধ্যমে আপনার রমনা পার্কে ভ্রমনের দ্বিতীয় পর্ব আমাদের সাথে শেয়ার করেছেন।

 7 months ago 

আপু ব্রিজটা যতই ভিড় থাক না কেন লোকজন সেখানে ফটোগ্রাফি ঠিকই করছে। যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 7 months ago 

কিছুদিন আগেই আমি এই পার্ক থেকে ঘুরে এসেছি। খুব ভালো কিছু মুহুর্ত সেখানে উপভোগ করেছি৷ আজকে আপনি এই পার্কে ঘুরার কিছু সুন্দর মুহূর্ত তুলে ধরেছেন৷ খুবই সুন্দরভাবে আপনি ফটোগ্রাফি শেয়ার করেছেন৷ একইসাথে সুন্দর বর্ননাও দিয়েছেন। অনেক ধন্যবাদ।

 7 months ago 

আপনিও কিছুদিন আগে এই পার্ক থেকে ঘুরে এসেছেন জেনে বেশ ভাল লাগল। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 7 months ago 

রমনা পার্কে এমনিতে সবাই বলে জায়গাটি অনেক সুন্দর। আর আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে রমনা পার্ক সৌন্দর্য অসাধারণ। তবে এটি ঠিক এ ধরনের পার্কের মধ্যে ব্রিজ থাকলে তখন আলাদা একটা সৌন্দর্য লাগে। আর ছোট বাচ্চাদের খেলাধুলা জায়গা থাকলে তারা অনেক খুশি হয় খেলাধুলা করতে। আবার পার্কের মধ্যে ব্যায়াম করার সরঞ্জাম আছে। আর আপু শুক্রবারে এমনিতে পার্কের মধ্যে লোক বেশি থাকে। আপনার পোস্টটি দেখে অনেক ভালো লাগলো। এবং এত সুন্দর করে পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

ভাইয়া আমার পোস্টটি পড়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।ভালো থাকবেন।

 7 months ago 

রমনা পার্কে পোস্টটি দেখে অসম্ভব ভালো লাগলো আমার কাছে। কিছুদিন আগে আপনার একটি পোস্ট দেখেছিলাম রমনা পার্কের। তবে এই পার্কে আমার যাওয়া হয়নাই। রমনা পার্কের মধ্যে দেখতেছি খুব সুন্দর একটি ব্রিজ । আর এইসব পার্কে যদি ছোট বাচ্চাদের খেলাধুলা জায়গা থাকে বাচ্চারা অনেক খুশি হয়। আপনার ফটোগ্রাফির মধ্যে দেখতেছি পার্কটি অনেক অনেক বড়। দেখ খুব সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে উপস্থাপনা করছেন তাই ধন্যবাদ।

 7 months ago 

হ্যাঁ আপু পার্ক টি বেশ বড় এবং বেশ সুন্দর। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57956.22
ETH 3126.99
USDT 1.00
SBD 2.45