ওয়াটার ওয়ার্ল্ড পার্কে ঘুরতে যাওয়া

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আমি আপনাদের সামনে ঘুরাঘুরির একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। বেশ কিছুদিন থেকে আমার মেয়ে বায়না করছিল ওয়াটার ওয়ার্ল্ড পার্কে ঘুরতে যাওয়ার জন্য। অনেকদিন আগে একবার এই পার্কে গিয়েছিল সে। তার কাছে বেশ ভালো লেগেছিল পার্কটি।তাই আবারও সেই পার্কে যেতে চেয়েছিল। যদিও পার্ক টি আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না। অল্প কিছু খেলাধুলার সামগ্রী নিয়ে ছোট আকারে এই পার্ক টি তৈরি হয়েছে। একটা লেকের পাড়ে তৈরি হয়েছে, পরিবেশটা বেশ ভালই । তাই ঠিক করলাম ওকে নিয়ে একদিন বিকেলে পার্কে ঘুরতে যাব। তাই বেশ কিছুদিন আগে আমরা মেয়েকে নিয়ে ওয়াটার ওয়ার্ল্ড পার্কে ঘুরতে গিয়েছিলাম । সেই ফটোগ্রাফি ও অনুভূতি গুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে আসি ওয়াটার ওয়ার্ল্ড পার্ক।


ওয়াটার ওয়ার্ল্ড পার্কে ঘুরতে যাওয়া



Polish_20221019_133118289.jpg

একদিন বিকেলে আমি, আমার মেয়ে ও হাজবেন্ড আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম পার্কে যাওয়ার উদ্দেশ্যে । আমাদের বাসা থেকে পার্ক টি সামান্য একটু দূরে । আমরা একটি রিকশা নিয়ে রওনা দিলাম ।তারপর পার্কে যেয়ে পৌঁছলাম।



20220514_175213.jpg

20220514_175319.jpg

20220514_175326.jpg

এটা পার্কে ঢোকার মূল প্রবেশ দ্বার। এখান দিয়েই পার্কের ভেতরে প্রবেশ করতে হয়। নীচে দিয়ে পানি এবং উপরে একটি ব্রিজের মত তৈরি করে পার্ক টি
তৈরি করা হয়েছে ।যেটা দেখতে বেশ ভালই লাগে ।
আমরা তারপর পার্কের ভেতরে প্রবেশ করলাম।



20220514_175553.jpg

20220514_175600.jpg

পার্কে ঢোকার পরেই দেখতে পেলাম ফুড কর্নার , বেশ চমৎকার ডেকোরেশন করে বানানো হয়েছে। কিছু কিছু বানানো হয়েছে লেকের উপরে কাঠ ও বাঁশ দিয়ে। ওখানে বসে খাবার খাওয়া সত্যি চমৎকার পরিবেশ ছিল। লেকের ভেতরে কয়েকটি বোট দেখতে পেলাম। অনেকে আবার বোটে চড়ে ঘুরে বেড়াচ্ছিল।



20220514_175757.jpg

20220514_175814.jpg

এটি হচ্ছে বাচ্চাদের খেলাধুলার জায়গায় প্রবেশের মূল প্রবেশদ্বার । এখানে ঢুকতে হলে টিকেট কেটে তারপর ঢুকতে হয়। আমি আর আমার মেয়ে দুটি টিকিট কেটে ভিতরে ঢুকে ছিলাম। ভিতরে ঢুকে মেয়েতো বেশ খুশি এবং বিভিন্ন ধরনের খেলনা গুলোতে চড়তে লাগলো। বেশ কিছু খেলনার আয়োজন করেছিল ওরা। মেয়ে একটার পর একটা খেলনায় চড়েছিল আর ঘুরে বেড়াচ্ছিল।



20220514_175635.jpg

20220514_175750.jpg

20220514_180202.jpg

20220514_175808.jpg

প্রতিটা খেলনায় আমার মেয়ে একটু একটু করে চড়ে বেড়াচ্ছিল আর বেশ মজা পাচ্ছিলো। একবার এইটাতে চড়ে তো ওটা থেকে নেমে আবার আরেকটাতে চড়ে। এভাবে বেশ কিছুক্ষণ ছোটাছুটি করতে লাগলো। ওর আনন্দ দেখে বেশ ভালো লাগছিল।



20220514_180231.jpg

20220514_180819.jpg

এই ঘরটিতে এক পাশ দিয়ে ঢুকে অন্যপাশ দিয়ে স্লিপ কেটে বেরোতে হয়। বেশ মজার ছিল ঘরটি। দেখতেও বেশ সুন্দর চমৎকার।খুবই সুন্দর ডেকোরেশন করেছে এরা।



20220514_180824.jpg

20220514_181354.jpg

20220514_181100.jpg

এভাবে বেশ কিছুক্ষণ ছোটাছুটি ও ঘোরাঘুরি করে যখন বেশ ক্লান্ত হয়ে পড়ল তখন বলল আমি আর ঘুরবো না, চলো এখন বাসায় যাই। ব্যাস এভাবেই শেষ হয়ে গেল আমাদের পার্কে ঘোরাঘুরি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০
লোকেশনওয়াটার ওয়ার্ল্ড পার্ক,ফরিদপুর

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovfEfMUsxphK2C94MUmPesRzxucV6L5C5WztC1e4L1hqcx2mH3BcV9oEFqiwTsErcMQNvVa4puc9hxr4N1FcnerVs (1).gif

Sort:  
 2 years ago 

ওয়াটার ওয়ার্ল্ড পার্ক দেখতে সত্যি খুব সুন্দর। পরিবেশটা খুব শান্ত। ছোট বাচ্চাদের জন্য খুব সুন্দর একটি ঘুরার জায়গা। প্রত্যেকটা জায়গা খুব সুন্দর করে রং করেছে তাই দেখতে আরো বেশি ভালো লেগেছে। আপনার মেয়েকে দেখে বোঝা যাচ্ছে ও খুব আনন্দে ছিল। যাক ভালই সময় কাটিয়েছেন তাহলে ওয়াটার ওয়ার্ল্ড পার্কে। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

হ্যাঁ আপু ওখানে বেশ ভালো সময় কাটিয়েছিলাম এবং আমার মেয়েও বেশ আনন্দ পেয়েছিল। আপনার মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ওয়াটার ওয়ার্ল্ড পার্ক টির নাম আজকে প্রথম শুনলাম আমি, যাইহোক বিকেলে সময় করে ঘুরতে গিয়ে অনেক ভালো কাজই করেছেন কেননা এমন ঘোরাফেরা করলে মানুষের মন অনেক ভালো থাকে এবং সেই সাথে, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আপনার মুহূর্তগুলো আমাদের মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য।

 2 years ago 

ভাইয়া এই পার্কটির নাম আপনার শোনার কথা নয় ।কারণ এটি আমাদের শহরের একটি পার্ক। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।ভালো থাকবেন।

 2 years ago 

আপু মেয়ে ও মেয়ের বাবাকে নিয়ে খুবই মনোমুগ্ধকর পরিবেশে ওয়াটার ওয়ার্ল্ড পার্কে ঘুরে বেড়িয়েছেন। পার্কটি দেখতে আমার কাছেও বেশ ভালো লাগলো। এরকম পার্কে ছোট ছোট সোনামণিদের জন্য বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী আছে যা পেলে তারা সত্যিই অনেক অনেক আনন্দিত হয়। আমাদের এদিকে একটি নতুন শিশু পার্ক তৈরি হচ্ছে। তবে এখনো উদ্বোধন হয়নি। ওয়াটার ওয়ার্ল্ড পার্কে গিয়ে আপনার মেয়ে খেলতে খেলতে ক্লান্ত হয়ে পড়েছে, তারমানে সে ভীষণ আনন্দ করেছে। দিনটি আপনাদের খুবই ভালো কেটেছে। আর সেই ভালো লাগা দিনটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া দিনটি আমাদের বেশ ভালো কেটেছিল। আপনার মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।সবসময় ভালো থাকবেন ।শুভকামনা রইল।

 2 years ago 

সত্যিই তো ছোট বাচ্চাদের জন্য পার্কটি অসাধারণ ৷ যেখানে তাদের বিনোদনের জন্য সুন্দর সুন্দর কিছু খেলার সঙ্গী রয়েছে৷ আর তাইতো আপনার মেয়ে বারবার এই পীর্কটিতে আসতে চায়৷ খুব ভালো করছেন আপনার মেয়েকে নিয়ে এসেছে৷ ন তারও তো বিনোদন আনন্দনের প্রয়োজন আছে তাই না ৷
যা হোক ওয়াটার ওয়ার্ল্ড পার্কে ঘুরতে যাওয়া ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো ৷

 2 years ago 

ভাই আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। তবে আপনার মন্তব্যের বেশ কয়েকটি ভুল রয়েছে। মন্তব্য করে একবার পড়ে দেখবেন ।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ওয়াটার ওয়ার্ল্ড পার্কে ঘুরতে গিয়েছেন যেনে ভালো লাগলো। এই পার্কে শিশুর জন্য বিনোদনের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। পাকে পরিবেশ খুবই সুন্দর। পরিবারের সদস্যদের নিয়ে পার্কে কিছুক্ষণ সময় অতিবাহিত করেছেন। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া পার্কে বেশ ভালো সময় কাটিয়েছিলাম। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।ভালো থাকবেন সব সময়।

 2 years ago 

আপু অনেক সময় সন্তানের ভালো লাগার জন্য নিজের ভালোলাগাকে বিসর্জন দিতে হয়। আসলে এখানে খেলা ধুলা করার যে উপাদান গুলো আছে সেগুলো মুলত শিশুদের জন্যই। মাঝে মাঝে আমাদের প্রত্যেকের উচিৎ শিশুদের কোথাও ঘুরতে নিয়ে যাওয়া। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া আমিও চেষ্টা করি মাঝে মাঝে বাচ্চাকে নিয়ে ঘুরতে যেতে। আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।ভাল থাকবেন।

 2 years ago 

অনেক সুন্দর একটা পার্কে ঘুরতে গিয়েছেন দেখছি। কাঠ ও বাঁশ দিয়ে করা ঘরটি আমার কাছে বেশি ভালো লেগেছে। যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। আমাদের এখানেও একটা পার্ক আছে সেখানেও এইরকম ব্যবস্থা করা হয়েছে। টিকিট কেটে মেয়ের সাথে বাচ্চাদের খেলনার জায়গায় গিয়েছেন। দেখছি অনেক সুন্দর সুন্দর ব্যবস্থা রয়েছে। শেষ পর্যন্ত খেলা শেষ করে হাঁপিয়ে পড়ে বলছে এবার চলে যাবে। বেশ সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন।

 2 years ago 

হ্যাঁ আপু কাঠ ও বাঁশের তৈরি ঘর টি আমার কাছেও ভীষণ ভালো লেগেছে। যেটি আবার পানির উপরে তৈরি করা। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।ভালো থাকবেন।

 2 years ago 

লেকের পাড়ে মনোরম পরিবেশে বাচ্চাদের বিনোদনের জন্য খুব সুন্দর একটি পার্ক তৈরি করেছে। ঘরগুলোতে এবং বিভিন্ন রাইডের মধ্যে বিভিন্ন ধরনের রং ব্যবহার করা হয়েছে যাতে করে বাচ্চারা আরো বেশি আকৃষ্ট হয়। মাঝেমধ্যে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাফেরার জন্য বাহিরে যেতে হয়। তাহলে তাদের মন বেশ ভাল থাকে।অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাই আপনি ঠিকই ধরেছেন এদের কালার গুলো এত সুন্দর হয়েছে যার কারণে পার্ক টি দেখতে অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

 2 years ago 

ওয়াটার ওয়ার্ল্ড পার্কের এত শান্ত পরিবেশ দেখে মুগ্ধ হয়ে গেলাম। এমন পরিবেশে বাচ্চাদের ঘুরতে নিয়ে গেলে নিজের কাছেও অনেক ভালো লাগে। বাচ্চাদের অনেক খেলার জায়গা রয়েছে। আপনারা বিকাল বেলা পার্কে খুব সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন। এত সুন্দর কিছু মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64658.37
ETH 3421.84
USDT 1.00
SBD 2.52