মেয়ের জন্য ঈদের কেনাকাটা

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।


বন্ধুরা আজ আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি । আজ আমি আপনাদের সামনে মেয়ের শপিং করার কিছু মুহূর্ত নিয়ে হাজির হয়েছি । দেখতে দেখতে ঈদ চলে এলো ।শপিং তো করতেই হবে । যদিও একটু দেরি হয়ে গিয়েছে কারণ মেয়ের পরীক্ষা চলছিল । তাই শপিংয়ে যাওয়া হয়নি। যদিও সে যাওয়ার জন্য কয়েকদিন থেকেই বেশ আগ্রহ দেখাচ্ছিল । কিন্তু আমি নিতে চাইনি ।আমি চেয়েছিলাম পরীক্ষা শেষ হোক । আজকে পরীক্ষা শেষ হয়েছে তো হঠাৎ করেই আজ ঠিক করলাম আমরা প্রথমে একটু ঘুরাঘুরি করব । তারপর একটি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব ।তারপর সেখান থেকে শপিংয়ে যাব । তারপর যথারীতি আমরা প্রথমে নদীর পাড়ে কিছু সময় কাটালাম । সেখান থেকে একটু রেস্টুরেন্টে যেয়ে কিছু খাওয়া দাওয়া করলাম ।তারপর সন্ধ্যার পরে শপিংয়ে যেয়ে শপিং করে একবারে বাসায় ফিরলাম ।সাড়ে চার ঘন্টা বাইরে ঘোরাঘুরি করলাম । তারই কিছু মুহূর্ত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে।



মেয়ের জন্য ঈদের কেনাকাটা


IMG20230625194849.jpg

IMG20230625194847.jpg

প্রথমেই আমার হাজবেন্ড আমাকে ও মেয়েকে বাটার শোরুমে ঢুকিয়ে দিয়ে বলল তোমরা স্যান্ডেল দেখতে থাকো আমি মাগরিবের নামাজ পড়ে আসি। তো এই বলে সে চলে গেল । তারপর আমি ও আমার মেয়ে দুজনে মিলে ঘুরে ফিরে সবকিছু দেখতে লাগলাম। আসলে এই বাটার শোরুমগুলোতে সাধারণত দামটা অনেক বেশি থাকে কিন্তু এদের কালেকশন খুব একটা বেশি থাকে না । যা দেখে খুব একটা পছন্দ হয় না । যদিও রোজার ঈদে এখান থেকে একটি স্যান্ডেল কিনেছিলাম মেয়ের জন্য ।এবারও ওই একই রকমের স্যান্ডেল দেখলাম।


IMG20230625190848.jpg

IMG20230625190722.jpg

আমার নিজেরই তেমন একটা পছন্দ হচ্ছিল না মেয়েকে আর কি বলব । যদিও সে কয়েকটা স্যান্ডেল নিয়ে পায়ে ট্রায়াল দিয়ে দেখেছে তার কাছেও ভালো লাগেনি । তারপরে বেশ কিছুক্ষন তার স্যান্ডেল গুলো খোঁজাখুঁজির পর চিন্তা করলাম তার গুলোতো এখান থেকে কেনা হবে না। তাহলে আমার স্যান্ডেল গুলো দেখে আসি।এই চিন্তা থেকে আমার নিজের জন্য কিছু স্লিপার দেখতে থাকলাম ।কিন্তু ওই একই সমস্যা পছন্দ হয় না।


IMG20230625190825.jpg

IMG20230625191133.jpg

IMG20230625191144.jpg

তারপর বেশ কিছুক্ষণ দেখাদেখির পর দেখলাম দুজনের কারোরই কোন স্যান্ডেল পছন্দ হলো না ।তারপর কি আর করার মেয়ের বাবার জন্য অপেক্ষা করতে লাগলাম। অপেক্ষা যেন আর শেষই হচ্ছিল না। সে আসছিলই না ।একটা সময় বিরক্ত লাগছিল ।তার কিছুক্ষণ পরেই দেখলাম সে চলে এলো ।তারপর সে এসে একটু দেখলো এবং জিজ্ঞাসা করল আমাদের কোনটা পছন্দ হয়েছে কিনা। আমরা বললাম আমাদের কিছুই পছন্দ হয়নি। তারপর সেখান থেকে আমরা মেয়ের ড্রেস কিনতে চলে গেলাম।


IMG20230625194543.jpg

সেখানে যেয়েতো রীতিমতো অবাক। সমস্ত শপিংমল টাই একেবারে ফাঁকা ছিল ।লোকজন একেবারেই ছিল না ।রোজার ঈদে যথেষ্ট লোক ছিল এবার কোরবানির ঈদ দেখে হয়তো লোকজন খুব একটা নেই । যাই হোক আমরা প্রথমে একটি দোকানে যেয়ে কয়েকটি জামা দেখলাম কিন্তু কোন জামা ভালো লাগলো না । তারপর আরো অন্য একটি দোকানে গেলাম সেখানে যাবার পর দুটো জামা বেশ পছন্দ হলো ।গরমের জন্য এবার মেয়ের জন্য একটু হালকা পাতলা ধরনের জামা কিনব চিন্তা করেছিলাম।সে রকমই দুটো জামা কিনলাম সঙ্গে দুটো গেঞ্জি প্যান্ট কেনা হলো ।


IMG20230625194601.jpg

IMG20230625194608.jpg

ঈদের কেনাকাটা শেষ করার পর মেয়ে তো বেশ খুশি । তারপর সে আইসক্রিম খেতে চাইল। তাকে আইসক্রিম কিনে দিয়ে আমরা রিকশায় উঠে বসলাম । তারপর চলে এলাম বাসায়। আজকের সময়টা বেশ ভালই কেটেছিল । আশা করছি আপনাদের ও ভালো লেগেছে।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 last year 

আপনার মেয়ের ঈদের কেনাকাটা দেখে অনেক ভালো লাগলো।আসলে বাটার জিনিস গুলো দাম অনেক তবে তেমন পছন্দ হয় না। আর এটা সত্যি বলেছেন অপেক্ষা জিনিস অনেক কষ্টের। আসলে কোরবানি ঈদে তেমন ভির থাকে না বলেই চলে তবে দুপুরের দিকে অনেক ভীর ছিল। যাইহোক অবশেষে মেয়ের জন্য দুটি ড্রেস কিনতে পেরেছেন জেনে অনেক ভালো লাগল। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

আসলে ঈদের আগে কেনাকাটা করা বেশ ঝামেলায় মনে হয় আমার কাছে । তারপরেও কেনাকাটা করতে পেরে বেশ ভালোই লেগেছিল ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

আপু আপনার মতো আমার ও একই অবস্থা পরীক্ষা থাকলে তখন কোথাও বের হওয়া হয়না।মনে হয় শেষ হোক রিলাক্স ভাবে কেনাকাটা করবো। আর এটা ঠিক বাটার জুতার ডিজাইন পছন্দ হয়না।আর এই গরমে বাচ্চাদের হাল্কা পাতলা ড্রেস পরানোই ভালো।আগে সুস্থতা তারপর স্টাইল। খুব ভালো লাগলো আপনার কেনাকাটার মূহুর্তগুলো পড়ে। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 last year 

আপু আপনার কাছে আমার কেনাকাটার মুহূর্তগুলো পড়ে ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 last year 

ঠিকই বলেছেন আপু দেখতে দেখতে চলে আসলো। তবে এই ঈদ শেষ হওয়ার পরে আবারো আমাদেরকে সেই একটি বছর অপেক্ষা করতে হবে। মুসলমানদের জন্য ঈদ খুবই গুরুত্বপূর্ণ এবং খুশির একটি সময়। আরে ঈদে সবাই কম বেশি কেনাকাটা করেই থাকে। তবে রোজার ঈদের থেকেও এই ঈদে একটু মার্কেটে ভিড় কম থাকে। ঈদের কেনাকাটা কিছু মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন খুব ভালো লাগলো ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 last year 

হ্যাঁ ভাইয়া দেখতে দেখতে ঈদ চলেও গেল ।আবার একটি বছর অপেক্ষা করতে হবে সবাইকে ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

বাচ্চাদের স্কুলগুলোতে সব সময় ঈদের আগে পরীক্ষার একটা ঝামেলা লাগিয়ে রাখে। পরীক্ষা গুলো আরো কিছুদিন আগে শেষ হলে ভালো হয়। বাটার দোকানের স্যান্ডেলগুলো আমারও পছন্দ হয় না। এদের কালেকশন অনেক কম থাকে। এজন্যই হয়তো আপনাদের পছন্দ হচ্ছিল না। তাছাড়া আপনারা শেষ টাইমে গিয়েছেন জন্য মার্কেট ফাঁকা পেয়েছেন। সবার কেনাকাটা মনে হয় শেষ হয়ে গিয়েছে। যাই হোক মেয়ে খুশি হয়েছে জেনে ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 last year 

হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন ঈদের দু-তিন দিন আগে অবশ্য মার্কেটে ভিড় একটু কমই থাকে । তবে এই মার্কেট টাতে এমনিতে ভিড় কম থাকে ।নিউমার্কেটে প্রচুর ভিড় থাকে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

বেশিরভাগ সময় বাচ্চাদের পরীক্ষা ঈদের আগেই হয়ে থাকে। যার জন্য একটু ঝামেলায় থাকতে হয়। যেহেতু বাচ্চার পরীক্ষা ছিল তাই প্রথমে কেনাকাটা করতে চাননি এটা ভালোই করেছিলেন। পরীক্ষা শেষ হওয়ার পরে আপনারা বেশ ঘোরাঘুরি করেছিলেন নদীর পাড়ে গিয়ে, তারপরে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করেছিলেন, তারপরে শপিং করতে গিয়েছিলেন। আসলে বাটার শোরুমগুলোতে গেলে আমারও কোন কিছুই পছন্দ হয় না। কালেকশন খুবই কম থাকে। কেনাকাটা শেষ হওয়ার পরে আপনার মেয়ে তাহলে খুবই খুশি হয়েছিল। আসলে ছোটরা খুবই পছন্দ করে কেনাকাটা করতে তাই অনেক খুশি হয় কেনাকাটা শেষ হলে।

 last year 

হ্যাঁ আপু কেনাকাটা শেষ হওয়ার পরে মেয়ে বেশ খুশি হয়েছিল ।আপনার মন্তব্যটি পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 last year 

ঈদের সময় বাচ্চাদেরকে কিছু কেনাকাটা করে দিতে হয় তাহলে মনটা খারাপ করে বসে থাকে। আপনি তো যে উদ্দেশ্যে বের হয়েছেন সে উদ্দেশ্য সফল হয়েছে। সুন্দর সুন্দর কেনাকাটা করলেন অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

হ্যাঁ আপু বেশ কিছু উদ্দেশ্য নিয়ে বেরিয়ে ছিলাম ।বেশ ভালো সময় কেটেছিল । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

মেয়ের জন্য ঈদের কেনাকাটা করার পরে সে অনেক খুশি হয়েছিল এটা জেনে খুবই ভালো লেগেছে। আসলে বাচ্চাদের জন্য কেনাকাটা করলে তারা অনেক বেশি খুশি হয়। যেহেতু ওর পরীক্ষা ছিল তাই আগে কেনাকাটা করেননি। আপনাদের শপিং করার মুহূর্তটা বেশ ভালোই উপভোগ করেছি এই পোস্টের মাধ্যমে। যেহেতু এখন কোরবানির ঈদ তাই অনেকে কেনাকাটা করতেছে আবার কেউ করতেছে না। রোজার ঈদের মতো একেবারেই ভিড় নেই শপিংমল গুলোতে।

 last year 

হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলেছেন রোজার ঈদে শপিংমলগুলো যে পরিমাণ ভিড় থাকে কোরবানি ঈদে সে তুলনায় একেবারে কম থাকে ।যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

আর কিছুদিন পরেই ঈদ আর ঈদ উপলক্ষে ছোট বাচ্চারা ঈদের শপিং করতে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ে, যদিও পরীক্ষার কারণে আপনি তাকে শপিং করাতে নিয়ে যাননি। আসলে পরীক্ষার মধ্যে কোন শপিং চলবে না হাহাহা। অবশেষে পরীক্ষা শেষ করে তার সঙ্গে শপিং করেছেন এবং নদীর পাড়ে অবশ্যই অনেক সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছিলেন বোঝাই যাচ্ছে। যাইহোক অবশেষে তার ইচ্ছে পূরণ করেছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাদের কাটানো মুহূর্ত টা শেয়ার করার জন্য।

 last year 

হ্যাঁ ভাইয়া সেদিনটা বেশ ভালো সময় কাটিয়ে ছিলাম ।বেশ ভালো লেগেছিল ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।ভালো থাকবেন।

 last year 

আসলে বাচ্চারা নতুন পোশাক পেলে তো আনন্দই অনুভব করে। তবে আপনার বাচ্চার জন্য খুবই সুন্দর পোশাক কিনে দিয়েছেন। হয়তো স্যান্ডেল পছন্দ হলে সেটাও কিনে ফেলতেন। যাহোক ঈদের কেনাকাটার সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

হ্যাঁ ভাইয়া সেদিন স্যান্ডেল পছন্দ হয়েছিল না তাই কিনতে পারিনি ।পরবর্তী আরেকদিন কেনা হয়েছিল ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56586.95
ETH 2389.49
USDT 1.00
SBD 2.34