DIY PROJECT(এসো নিজে করি) একটি ম্যাজিক পাখা তৈরি||১০% বেনিফিশিয়ারী আমার প্রিয় shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

বন্ধুরা,সবাই কেমন আছেন ?আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি, আলহামদুলিল্লাহ।



আজ আমি ডাই প্রজেক্ট (এসো নিজে করি) প্রজেক্টে একটি ম্যাজিক পাখা তৈরি করে দেখাবো ।আশা করছি আপনাদের কাছে আমার পাখাটি ভালো লাগবে ।পাখাটি খুবই অদ্ভুত প্রকৃতির এইজন্য এর নাম ম্যাজিক পাখা।নিচের থেকে উপরের দিকে ধাক্কা দিলে পাখাটি আস্তে আস্তে করে খুলে যায় । আবার নিচের দিকে নামাতেই ভিতরে ঢুকে যায়। খুবই সুন্দর পাখাটি দেখতে।পাখাটি বানিয়ে আমি আমার মেয়েকে দিয়েছি।আমার মেয়ে তো ম্যাজিক পাখাটি দেখে খুবই খুশি।ডাই প্রজেক্ট এর মাধ্যমে প্রতিদিন নতুন নতুন কিছু বানাতে আমার বেশ ভালোই লাগে।নতুন নতুন জিনিস বানাচ্ছি আর অনেক কিছু শিখতে পারছি।আশা করছি আপনাদের সকলের কাছে আমার ম্যাজিক পাখাটি খুবই ভালো লাগবে।তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করছি একটি ম্যাজিক হাতপাখা।

একটি ম্যাজিক পাখা


Polish_20211127_204651461.jpg

প্রয়োজনীয় উপকরণ

কাগজ
পেনসিল
আঠা
স্কেল
কাচি
কটন বাড

20211126_194121.jpg20211126_204936.jpg

প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১

20211126_194627.jpg20211126_194750.jpg

প্রথমে একটি কাগজ ১৮"করে কেটে নেই।

ধাপ-২

20211126_194908.jpg20211126_194953.jpg

ধাপ-৩

20211126_195044.jpg20211126_195240.jpg

তারপর ধাপে ধাপে ভাঁজ দেই।

ধাপ-৪

20211126_195420.jpg20211126_195932.jpg

ধাপ-৫

20211126_200054.jpg20211126_200152.jpg

তারপর আঠা দিয়ে মাঝ বরাবর লাগাই।

ধাপ-৬

20211126_200249.jpg20211126_200309.jpg

তারপর দুইটা কে আঠা দিয়ে লাগাই।

ধাপ-৭

20211126_200344.jpg20211126_200409.jpg

আঠা লাগিয়ে চেপে ধরে রাখি।

ধাপ-৮

20211126_200638.jpg

তারপর আরো একটা কাগজ একটু কেটে নেই।

ধাপ-৯

20211126_201123.jpg

তারপর আঠা লাগানো অংশ টুকুকে কাগজ দিয়ে মুড়িয়ে আঠা লাগিয়ে নেই।

ধাপ-১০

20211126_201425.jpg

তারপর একটু সুতা মোটা করে নেই।

ধাপ-১১

20211126_201618.jpg

তারপর পাখার উপরের অংশের দুই পাশে আঠা দিয়ে সুতা দুটি লাগিয়ে দেই।

ধাপ-১২

20211126_201811.jpg

তারপর আরও একটু কাগজ দিয়ে পুরোটা মুড়িয়ে আঠা লাগিয়ে দেই।

ধাপ-১৩

20211126_202006.jpg

তারপর সুতা দুই পাশে আঠা দিয়ে লাগিয়ে দেই।

ধাপ-১৪

20211126_203105.jpg

তারপর টেপ দিয়ে উপরের অংশটা মুড়িয়ে নেই।

ধাপ-১৫

20211126_203631.jpg

তারপর আরো একটি হলুদ রঙের কাগজ দিয়ে মুড়িয়ে আঠা লাগিয়ে দেই।

ধাপ-১৬

20211126_203757.jpg20211126_203910.jpg

তারপর আরো একটু কাগজ নেই। কাগজ কেটে প্রজাপতির মত বানিয়ে নেই।

ধাপ-১৭

20211126_204541.jpg20211126_205118.jpg

তারপর একটি কটন বাড প্রজাপতির শরীরের মতো করে কেটে নেই।

ধাপ-১৮

20211126_205207.jpg

তারপর এভাবে প্রজাপতি বানিয়ে নেই।

ধাপ-১৯

20211126_205552.jpg

তারপর প্রজাপতিটি পাখার উপরে আঠা দিয়ে বসিয়ে দেই।

ধাপ-২০

20211126_214735.jpg

ধাপ-২১

20211126_214750.jpg

ধাপ-২২

20211126_205423.jpg

তারপর হলুদ অংশটা উপরের দিকে আস্তে আস্তে করে ঠেলে দেই ।পাখাটা একটু একটু করে খুলে যাবে।একদম ম্যাজিকের মত।একবারে ধাক্কা দিলে একবারে খুলে যাবে।

ধাপ-২৩

20211126_205512.jpg

ব্যাস এভাবেই হয়ে গেল আমার ম্যাজিক হাত পাখা তৈরি ।আবার হলুদ অংশটা নিচের দিকে টান দিলে পাখাটা আবার ভেতরে ঢুকে যাবে আগের মত।

কেমন লেগেছে আমার আজকের আয়োজন? আশা করছি আপনাদের কাছে ম্যাজিক পাখাটি খুবই ভালো লেগেছে ।কারণ এটি খুবই সুন্দর ,ভালো লাগার মত ।

আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকুন ,সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

Sort:  
 3 years ago 

আপু আপনার ম্যাজিক পাখা তৈরি টি খুবি সুন্দর হয়েছে। অনেক সুন্দর করে আপনি ধাপে ধাপে এই পাখিটি তৈরি করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার ম্যাজিক হাতপাখাটি দেখে আমার খুবই ভাল লাগল এই হাতপাখাটি আমি তৈরি করতে চেয়েছিলাম।আপনি খুবই সুন্দর ভাবে এটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন।আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।ভালো থাকবেন।

ম্যাজিক পাখা অসাধারণ একটি নাম দিয়েছেন এই পাখা টির। নামটি আমার অনেক ভালো লেগেছে, নামের মধ্যে অন্যরকম একটা আকর্ষণ আছে। ম্যাজিক শব্দটাই যেন অন্য রকম একটা অনুভূতি কাজ করে। আপনার পাখাটি অনেক সুন্দর হবে আপনি বানিয়েছেন। আপনার পাখাটি দেখতে খুব চমৎকার লাগছে।
আশা করি আরো অনেক সুন্দর সুন্দর এমন কাজ করবেন। আপনার আগামীর জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।ভালো থাকবেন।

 3 years ago 

আপনার ম্যাজিক পাখাটি দেখতে অনেক সুন্দর হয়েছে। তবে আমার কাছে মনে হল এই পাখাটি বানানো অনেক কঠিন আমি দেখেওতো মনে হয় বানাতে পারব না আপনি কত সুন্দর সহজ ভাবে পাকাটি বানিয়ে ফেললেন দেখতে খুবই ভালো লাগলো। আপনারটা দেখে আমি একদিন অবশ্যই ট্রাই করব দেখি পারি কিনা চেষ্টা করতে তো আর দোষ নেই।

 3 years ago 

হ্যা করে দেখবেন নিশ্চয়ই পারবেন।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক সুন্দর একটা ম্যাজিক পাখা আমাদের মাঝে শেয়ার করছেন আপু দেখে আমার খুব ভালো লাগলো। কিন্তু আজকে আমার এটা পোস্ট করার কথা ছিল কিন্তু আমি দেখলাম আমার আগে আপনি পোষ্ট টা করে দিছেন। অনেক সুন্দর হয়েছে আপু৷

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।আমি দিয়েছি তাতে কি আপনিও দিয়ে দিন কোন সমস্যা নেই।এটা বানাতে অনেক কষ্ট আপনি তো জানেন।দিয়ে দিন।

 3 years ago 

নিশ্চয়ই দিব কোন একদিন আপু। আপনার টা অনেক সুন্দর হয়েছে আপু।

 3 years ago 

এটি একটি খুব সুন্দর এবং খুব আকর্ষণীয় হাতের কাজ, কাজ চালিয়ে যান।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

গরমকালে পাখা টা তৈরি করলে ভালো হতো বিদ্যুৎ চলে গেলে এটি ব্যবহার করতে পারতেন। আসলে এখন যত্ন সহকারে রেখে দিলোও পারবেন। কাগজের তৈরি পাখা টা অসাধারন হয়েছে ।খুবই সুন্দর ভাবে ধাপগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনার জন্য শুভকামনা রইল। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

আপু আপনার ম্যাজিক পাখাটি খুব সুন্দর হয়েছে। আপনার পাখাটি দেখে তো বিপদে পড়ে গেলাম। আমার ছেলে এরকম একটি পাখা বানিয়ে দিতে বলছে। কিন্তু আপনার বানানোর পদ্ধতি পরে বুঝতে পারলাম যে এটি বানানো একটু জটিল। আপনি খুব সুন্দর ভাবে সে কাজটি সম্পন্ন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

নাহ আপু তেমন জটিল না,বানিয়ে দেখবেন।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ওয়াও আপু জাস্ট অসাধারণ হয়েছে।
আসলে সৃজনশীলতা থাকলে যেকোনো কিছুই সম্ভব। যেমন আজকে আপনি কাগজ দিয়ে কি সুন্দর করে ম্যাজিক কলম তৈরি করে ফেললেন, সত্যিই অসাধারণ।

 3 years ago 

এটি ম্যাজিক কলম না আপু ম্যাজিক পাখা।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কি ধরনের প্রতিবাদ থাকলে এমন পাখা তৈরি করা যায় সত্যিই অবাক হয়ে গেলাম। আসলেই এটির নাম ম্যাজিক পাখা দেয়ার মতই। আপনি ঠিক বলেছেন আমাদের সত্যি পছন্দ হওয়ার মতো একটি কাজ আপনি করেছেন। নিচ থেকে ধাক্কা দিলে পাখাটি এত সুন্দর করে খুলে যায় সত্যি এটি দেখার মতন।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 58085.08
ETH 2337.41
USDT 1.00
SBD 2.37