🥚ডিম ভুনা রেসিপি🥚|| ১০% বেনিফিশিয়ারি @shy- fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


"আমার বাংলা ব্লগের" সকল বন্ধুরা সবাই কেমন আছেন?আশা করছি সবাই খুব ভালো আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।



আজ আমি আপনাদের সামনে খুবই সহজ ও মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি। আর সেটি হচ্ছে ডিম ভুনা রেসিপি।আমরা সবাই জানি ডিম কতোটা পুষ্টিকর খাবার।ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন আছে।তাই প্রতিদিন সবারই উচিত একটি করে ডিম খাওয়া।ডিম বিভিন্ন ভাবে খাওয়া যায়।আজ আমি আপনাদের ডিম পেঁয়াজ ও মরিচ দিয়ে ভুনা করে দেখাবো।তাহলে চলুন দেখে আসি আমার আজকের রেসিপি ডিম ভুনা রেসিপি।



Polish_20210829_175430500.jpg

উপকরণ

ডিম৩টি
পেঁয়াজ১কাপ
কাঁচা মরিচ৫টি
লবন১চা চামচ
হলুদ১চা চামচ
তেল১কাপ

Polish_20210829_174732243.jpg

20210828_204824.jpg

প্রুস্তুতপ্রণালী


১ম ধাপ

20210826_123853.jpg

প্রথমে একটি পাত্রে পানি দিয়ে ডিম গুলি দিয়ে দেই।তারপর ডিম গুলিকে সিদ্ধ করে নেই।

২য় ধাপ

20210828_204419.jpg

ডিম গুলিকে তুলে খোসা ছাড়িয়ে হলুদ ও লবন মাখিয়ে নেই।

৩য় ধাপ

20210828_205238.jpg

20210828_205358.jpg

20210828_205516.jpg

একটি কড়াইয়ে তেল দিয়ে দেই।তেল গরম হলে ডিমগুলো দিয়ে দেই।তারপর ডিম গুলিকে ভেজে একটি বাটিতে তুলে নেই।

৪র্থ ধাপ

20210828_205526.jpg

20210828_205555.jpg

তারপর ওই তেলের মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে দেই।

৫ম ধাপ

20210828_205624.jpg

20210828_205653.jpg

তারপর হলুদ লবন দিয়ে নেড়েচেড়ে ভালো করে ভেজে নেই।

৬ষ্ঠ ধাপ

20210828_205946.jpg

20210828_210004.jpg

পেঁয়াজ বাদামি করে ভেজে তারমধ্যে পূর্বে ভেজে রাখা ডিম গুলি দিয়ে দেই।

৭ম ধাপ

20210828_210022.jpg

ডিম গুলি পেঁয়াজ মরিচের সাথে নেড়েচেড়ে ভালো করে ভেজে নেই ।এভাবে হয়ে গেল আমার ডিম ভুনা রেসিপি।

৮ম ধাপ

20210828_210229.jpg

20210828_210232.jpg

এখন একটি বাটিতে তুলে পরিবেশন করতে হবে।এই ডিম ভুনা পোলাও কিংবা ভাতের সাথে খাওয়া যায়।আজকের মত এখানেই শেষ করছি।


আশা করছি আপনাদের আমার আজকের রেসিপি টি ভালো লেগেছে।


সবাইকে অনেক অনেক ধন্যবাদ,আমার ব্লগটি পড়ার জন্য।সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@wahidasuma
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ৪০

ধন্যবাদ

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

Sort:  
 3 years ago 

খুব সুন্দর রেসিপি ।দেখেই খেতে মন চাইছে আপু।ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু ,সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আচ্ছা পদ্ধতিটি একটু ভিন্ন লাগছে, কারন আপনি ঝোল রাখেন নাই, তার মানে এটা হলো শুকটা ভুনা। আমরা সাধারণত ঝোলসহ ভুনা খেতে বেশী পছন্দ করি। ধন্যবাদ

 3 years ago 

হুম ভাইয়া এটা শুকনা ভুনা রেসিপি।এটি খেতেও খুবই মজা।

 3 years ago 

বাহ খুব ভালো লাগছে, রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ, আমি অনেক জ্ঞান পেয়েছি

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

অনেক সুন্দর একটা রেসিপি। মাঝে মাঝে আমাদের বাসায় এটা রান্না করা হয়। শুভ কামনা রইল।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

ডিম ভুনা রেসিপি আমার খুব প্রিয়।অনেক সুন্দরভাবে রেসিপি লিখেছেন।সেই সঙ্গে ছবি গুলোও অসাধারন হয়েছে। ধনযবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ।

 3 years ago 

ডিমের রেসিপি করার আগে আমাকে ইনভাইট করতে ভুলে গেলে কিভাবে। অন্যান্য খাবার গুলোর তুলনায় এবার আমার অতি প্রিয় খাবার। সুতরাং ধন্যবাদ দেওয়ার চেয়ে শুভকামনা জানানোর গুরুত্বপূর্ণ আপনার জন্য।।
শুভকামনা রইল সুন্দর রেসিপি তৈরি করার জন্য

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভকামনা।ভালো থাকবেন।

 3 years ago 

এই রেসিপিটি আমার কাছে নতুন লাগছে। আমরাতো ডিম ভুনায় ঝোল রাখি। আপনি তো শুকনা রেখেছেন। বাসায় একদিন ট্রাই করবো আপনার রেসিপি দেখে। রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু,আপনার সুন্দর মন্তব্যের জন্য। হ্যা আপু আমিও মাঝে মাঝে ঝোল রাখি,সেই রেসিপি ও একদিন দিয়েছি।আবার এভাবেও মাঝে মাঝে করি স্বাদে পরিবর্তন আনার জন্য।করে দেখবেন ভালো লাগবে।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64071.08
ETH 2763.75
USDT 1.00
SBD 2.66