🥕রঙিন কাগজ দিয়ে গাজর তৈরি🥕

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ কি পোস্ট করবো তাই খুঁজে পাচ্ছিলাম না।পোস্টও করতে ইচ্ছে হচ্ছিল না।মনটা বেশ খারাপ ছিল।তারপরেও ভাবলাম রঙিন কাগজ দিয়ে সোজা কিছু একটা তৈরি করি।কিন্তু রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে বেশ সময়ের প্রয়োজন হয়।তারপরেও বসলাম কিছু বানাতে।তারপর বানিয়ে ফেললাম রঙিন কাগজ দিয়ে একটি গাজর।গাজর টি দেখতে কিন্তু বেশ চমৎকার হয়েছিল।আমার কাছে বেশ ভালো লেগেছে।আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আমার রঙ্গিন কাগজের তৈরি গাজর ।


রঙিন কাগজ দিয়ে গাজর তৈরি



20220924_202032.jpg




  • রঙিন কাগজ
  • কলম
  • পেনসিল
  • আঠা

প্রুস্তুতপ্রণালী



ধাপ-১

20220924_193413.jpg20220924_193516.jpg

প্রথমে একটি রঙিন কাগজ নেই ।তারপর চারপাশে ১৫ ইঞ্চি করে কেটে নেই।

ধাপ-২

20220924_193551.jpg20220924_193730.jpg

তারপর আরো একটি সবুজ কাগজ নেই ।কাগজটি চারপাশে সাড়ে সাত ইঞ্চি করে দুটি কাগজ কেটে নেই।

ধাপ-৩

20220924_193843.jpg20220924_194124.jpg

দুটি কাগজ কেটে নেওয়ার পর কমলা কালারের কাগজটিকে মাঝখান থেকে একটি ভাঁজ দেই।

ধাপ-৪

20220924_195845.jpg20220924_195959.jpg

তারপর দুই পাশে দুইটি ভাজ দেই।

ধাপ-৫

20220924_200126.jpg20220924_200224.jpg

তারপর কাগজটি ঘুরিয়ে উপরের দিকে আরো দুটি ভাঁজ দেই।

ধাপ-৬

20220924_200248.jpg20220924_200558.jpg

তারপর কাগজটি উল্টো করে কলম দিয়ে চোখ মুখ এঁকে নেই।

ধাপ-৭

20220924_200808.jpg20220924_200940.jpg

তারপর কাগজটিকে পেন্সিল দিয়ে আরও একটু এঁকে নেই।

ধাপ-৮

20220924_201029.jpg20220924_201117.jpg

তারপর সবুজ কালারের কাগজটিকে প্রথমে মাঝখান থেকে একটি ভাজ দেই। তারপর কাগজটি খুলে একপাশ থেকে একটি ভাঁজ দেই।

ধাপ-৯

20220924_201143.jpg20220924_201318.jpg

তারপর আরেক পাশ থেকে আরও একটি ভাজ দেই ।তারপরে দুই পাশ থেকে দুইটি ভাজ দেই।

ধাপ-১০

20220924_201644.jpg20220924_201758.jpg

একইভাবে দুইটি সবুজ কাগজ ভাজ দিয়ে নেই ।তারপর একটি সবুজ কাগজ গাজরের উপরের দিকের অংশে লাগিয়ে দেই।

ধাপ-১১

20220924_201952.jpg20220924_202032.jpg

আরো একটি কাগজও এভাবে লাগিয়ে দেই। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার রঙিন কাগজের গাজর। আশা করছি আপনাদের কাছে আমার রঙিন কাগজের গাজরটি ভালো লেগেছে।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

logo.gif

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovfEfMUsxphK2C94MUmPesRzxucV6L5C5WztC1e4L1hqcx2mH3BcV9oEFqiwTsErcMQNvVa4puc9hxr4N1FcnerVs (1).gif

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ডাই এর কাজগুলো আমার বরাবর ভাল লাগে। আপনি অনেক সুন্দর করে রঙিন দুটি কাগজ দিয়ে গাজর বানিয়েছেন। খুব সহজভাবে ধাপগুলো দেখিয়েছেন। গাজর টি দেখতে সত্যিই অনেক কিউট লাগছে। ধন্যবাদ আপু রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি গাজর বানানোর পদ্ধতি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছে আমার তৈরি করা গাজরটি কিউট লেগেছে জেনে বেশ ভালো লাগলো ।মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ।ভালো থাকবেন ।

 2 years ago 

সৃজনশিলতার এক দারুব চিত্র উপস্থাপন করেছেন আপনি রঙিন কাগজ দিয়ে খুব গুছিয়ে সুন্দর ভাবে একটি গাজর বানিয়েছেন অনেক সুন্দর লাগছে দেখতে শুভ কামনা রইলো।

 2 years ago 

আমার গাজর টি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো । আপনার জন্য অনেক অনেক শুভকামনা ।

 2 years ago 

দুই দিন আগে এই গাজরটি আমিও বানিয়েছিলাম এবং পোস্ট করেছিলাম । এই গাজরটি বানানোর পর আসলেই অনেক কিউট লাগছিল দেখতে। আপনি গাজরের গায়ে যে ছোট ছোট পেন্সিলের দাগ দিয়েছেন এর কারণে এটি দেখতে আরো ভালো লাগছে। আমি অবশ্য এই দাগগুলো দিয়েছিলাম না।

 2 years ago 

আপনিও যে দুইদিন আগে এরকম গাজর বানিয়েছেন জেনে বেশ ভাল লাগল । আমি অবশ্য পোস্টটি দেখি নি । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর গাজর তৈরি করেছেন। সত্যি আপনার গাজর তৈরি করার উপস্থাপন আমার অনেক বেশি ভালো লেগেছে। দেখে শিখে নিলাম পরবর্তীতে তৈরি করবে ইনশাল্লাহ।

 2 years ago 

ভাইয়া অবশ্যই আপনি তৈরি করে দেখবেন । আপনার কাছেও বেশ ভালো লাগবে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 2 years ago 

বাহ খুব সুন্দর গাজর বানিয়েছেন। আপনার গাজর দেখতে একদম বাস্তবের মতোই লাগছে। কালার খুব সুন্দর ভাবে মিলিয়েছেন। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আমার কাছে আপনার এই গাজর অনেক ভালো লেগেছে। হ্যাঁ রঙিন কাগজের এই জিনিস গুলো বানাতে অনেক সময় লাগে। কারণ ভাজ গুলো দেওয়াই সবচেয়ে কষ্ট হয়। আমার কাছে গাজরের চোখ আর মুখ দেওয়াতে খুব ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

গাজরের চোখ মুখ দেওয়াতে আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো আপু ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে আমার পাশে থাকার জন্য । ভালো থাকবেন ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.14
JST 0.028
BTC 59511.68
ETH 2613.19
USDT 1.00
SBD 2.39