গল্প|| মিথ্যে ভালোবাসা(১ম পর্ব)
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি গল্প নিয়ে হাজির হয়েছি। আসলে আমাদের চারপাশে প্রতিনিয়ত অসংখ্য ঘটনা ঘটে যাচ্ছে ।যেগুলো লিখতে গেলে এক একটি গল্প হয়ে যাচ্ছে। আসলে গল্প মূলত বাস্তব জীবনকে কেন্দ্র করে গড়ে ওঠে। আমিও আজ আপনাদের মাঝে তেমনি একটি গল্প শেয়ার করব যা বাস্তব জীবনের সঙ্গে অনেক মিল আছে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল গল্পে।
মিথ্যে ভালোবাসা পর্ব-১
শহরের মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে নিতু। সবেমাত্র এইচএসসি পাশ করে অনার্সে ভর্তি হয়েছে। তাদের শহরেরই একটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে সে। ছোটবেলা থেকেই সে গার্লস স্কুল এবং মহিলা কলেজে পড়াশোনা করেছে । ছেলেদের সঙ্গে কখনো তার পড়াশোনা করা হয়নি। এর আগে ছেলেদের সঙ্গে তেমনভাবে মেশে নি সে। কলেজে ভর্তি হবার পর বেশ কিছু ছেলে বন্ধু হয় তার । তাদের সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। নিতুর সঙ্গে নিতুর একজন ঘনিষ্ঠ বান্ধবীও ছিল । তারা ছোটবেলা থেকেই স্কুল ,কলেজ এবং অনার্সে একসঙ্গে পড়ছে।
এভাবে বন্ধু-বান্ধব নিয়ে কলেজে বেশ ভালো সময় কাটাচ্ছিল নিতু। নিয়মিত কলেজে যেত নিতু এবং নিতুর বান্ধবী । কলেজের ক্লাস শেষ করে তারা বন্ধুরা মিলে বেশ কিছু সময় আড্ডা দিত । নিতুদের ডিপার্টমেন্টে পড়তো একটি ছেলে যার নাম ছিল গালিব। শহরের ছেলে সে । একটু উগ্র স্বভাবের ছিল । বেশ ঠাট বাট ছিল তার । সে সব সময় ক্লাসে দেরি করে ঢুকতো এবং একদম শেষের বেঞ্চিতে যেয়ে বসতো। যার জন্য স্যারদের বকা খেত । আবার মাঝে মাঝে ক্লাসে হাসাহাসি ,গল্প করত যার জন্য স্যার তাকে ক্লাস থেকে বের করে দিত । বিভিন্ন কারণে তাকে ক্লাসের সবাই বেশ ভালোভাবেই চিনতো । নিতু ও নিতুর বান্ধবীও বিষয় টি নিয়ে বেশ মজা পেত। তবে নিতুর বান্ধবী মাঝে মাঝে ছেলেটির উপর বিরক্ত হতো ক্লাসে এরকম ডিস্টার্ব করার জন্য।
এভাবে বেশ কিছুদিন যেতে যেতে নিতুরা ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে উঠলো । একদিন নিতুর বান্ধবী নিতুকে বলল আমার তো গালিব কে খুব ভালো লাগে । ওর আচার-আচরণ ,কাজ বাজ সবই আমার কাছে বেশ ভালো লাগে । নিতুর বান্ধবী একদম রেগে উঠলো । এরকম উগ্র ছেলেকে কি করে তোর পছন্দ হয় ? সে খুব বকা দিল নিতুকে।নিতু তার বান্ধবীকে বলল আমি ওর সঙ্গে কথা বলতে চাই । যে করেই হোক ওর মোবাইল নাম্বারটা জোগাড় করতে হবে ।নিতুর বান্ধবী বলল তোর যা ইচ্ছে হয় কর তবে এর ভেতরে আমি নেই। এভাবে বেশ কিছুদিন যেতে লাগলো । নিতু ছেলেটির প্রতি আরো দুর্বল হতে থাকলো । সে ক্লাসে ছেলেটিকে বেশ ফলো করতো বাইরেও ফলো করতো । ছেলেটিও একটু একটু বুঝতে পারত।
যেহেতু তারা একই ডিপার্টমেন্টে পড়তো তাই নিতুর খুব একটা সমস্যা হয়নি গালিবের মোবাইল নাম্বার জোগাড় করতে । তার এক বন্ধুর থেকে তার মোবাইল নাম্বার নিল । তারপর একদিন নিতু গালিবকে ফোন দিল । প্রথমে দু এক মিনিট তারপর পাঁচ মিনিট এভাবে করে করে ফোনে কথা বলার সময় বাড়তে থাকলো ।একটা সময় এসে তাদের বেশ ভালো বন্ধুত্ব হলো । বেশ কিছুদিন পর তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক হল । তার কিছুদিন পর নিতু তার বান্ধবীকে বলল আমার তো গালিবের সঙ্গে বেশ ভালো সম্পর্ক হয়েছে ।এ কথা শুনে তো ওর বান্ধবী অবাক তাকে কিছুই বলেনি নিতু।
নিতুর বান্ধবীর মন ভীষণ খারাপ হয়, এত ঘনিষ্ঠ বান্ধবী তাকে তার প্রেমের সম্পর্কের কথা গোপন করেছে জেনে বেশ কষ্ট পায় । তারপরেও কিছু বলে না । এভাবে একদিন তারা ক্লাস শেষ করে বাইরে বসে গল্প করছে এবং তাদের পাশ দিয়ে গালিব বারবার বাইক নিয়ে যাওয়া আসা করছে । একটা সময় কিছু চিপস ও ড্রিঙ্ক কিনে দিয়ে গালিব চলে গেল । নিতু কে বেশ খুশি খুশি দেখালো । কিন্তু নিতুর বান্ধবীর বিষয়টা বেশি একটা ভালো লাগলো না । কারণ সে গালিবকে মোটেই পছন্দ করে না । গালিবের চোখের চাহনি নিতুর বান্ধবীর ভালো লাগেনা। কেমন যেন ভাললাগা একটা চাহনি নিয়ে নিতুর বান্ধবীর দিকে গালিব তাকায় যেটা নিতুর বান্ধবীর একদমই পছন্দ হয় না ।চাহনি দেখলে মনে হয় যেন সে নিতুর বান্ধবী কে পছন্দ করে যেটা নিতুর বান্ধবী বুঝতে পারত।কিন্তু নিতু কিছুই বুঝতে পারত না।
চলবে
আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
ফটোগ্রাফার: | @wahidasuma |
---|---|
ডিভাইস: | স্যামসাং গ্যালাক্সি এ৪০ |
🔚ধন্যবাদ🔚
@wahidasuma
আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
গল্পটা পড়েছি আপু।নিতু কেন এমন একটা ছেলেকে পছন্দ করলো বুঝিনা।নিতুর শেষ পরিনতি কি হবে কে জানে। তবে নিতুর বান্ধবীর দিকেই বা ভালো লাগার চোখে গালিব তাকাবে কেন?? অবাক কান্ড।যাক পরের পর্বের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আপু গল্পটি শেয়ার করার জন্য।
আসলে অনেক মেয়ে আছে যারা ভদ্র ছেলেকে পছন্দ করে না ।একটু উগ্র ছেলেকেই পছন্দ করে। নিতুও তেমন একটি মেয়ে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আসলেই বাস্তবিক ঘটনা গুলো যদি লেখা হয় তখন সেগুলো একটা গল্পে পরিণত হয় এটা সত্যি। আর এরকম গল্প গুলো পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। অবশেষে নিতুর সাথে গালিব এর ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছে। কিন্তু অপরদিকে দেখছি গালিব নিতুর বান্ধবীর দিকে ভালো লাগার দৃষ্টিতে তাকায়। এখন তো আমি ভাবছি পরবর্তীতে কি হয় তা নিয়ে। আশা করছি আপনি এই গল্পটির পরবর্তী পর্ব খুব শীঘ্রই আমাদের মাঝে শেয়ার করবেন।
ভাইয়া আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরবর্তী পর্ব নিশ্চয়ই পড়বেন।
আমার তো মনে হচ্ছে আমি তোর সাথে ছেলেটি মিথ্যা ভালোবাসার অভিনয় করছে। না হলে কেনই বা নিতুর বান্ধবীর দিকে সে ভালোলাগার চোখে তাকাবে। কিন্তু নিতু তো মনে হয় ছেলেটার প্রতি অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছে। এখন আমি শুধু ভাবছি পরবর্তীতে পারবে কি হবে এবং নিতুর অবস্থা কি রকম হবে সে যখন এই বিষয়টা আন্দাজ করবে। পরবর্তী পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকলাম তাহলে।
আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ গল্পটি পড়ে মন্তব্য করার জন্য । ভালো থাকবেন সব সময় শুভকামনা রইল।
আপু নিতুর মতো ভালো মেয়েরা অনেক সময় গালিবের মতো ফালতু ছেলেদের খুব পছন্দ করে। এমন ঘটনা প্রায়ই ঘটে থাকে। আমার কেনো জানি মনে হয়, কিছু কিছু মেয়ে আছে যারা ভদ্র বা ভালো ছেলেদের পছন্দ করে না। তাদের আকর্ষণ থাকে উগ্র টাইপের ছেলেদের প্রতি। নিতুও সেই মেয়েদের দলে। গালিব হয়তোবা প্লে বয় টাইপের। তাই সে নিতুর বান্ধবীর দিকেও অন্য দৃষ্টিতে তাকায়। যাইহোক গল্পটি পড়ে সত্যিই খুব ভালো লাগলো। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম।
হ্যাঁ ভাই আপনি একদম ঠিকই বলেছেন কিছু কিছু মেয়েরা ভদ্র ছেলেদের থেকে উগ্র ছেলের প্রতি বেশি আকৃষ্ট হয়। এটিও তেমনি একটি গল্প। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।