আলু বেগুন দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি| |১০% বেনিফিশিয়ারি @shy- fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী বন্ধুরা,আপনারা সবাই কেমন আছেন?আশা করছি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি।



আজ আমি অনেক দিন পর আপনাদের জন্য মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি।আর সেটি হচ্ছে আলু বেগুন দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি। এটি খেতে খুবই অন্য রকম একটি স্বাদের তরকারি।এটি একেবারে ঝোল ও হবে না আবার চরচরি ও হবে না।এটি মাখামাখা একটি তরকারি হবে।খুবই সামান্য একটু ঝোল ঝোল হবে।আমাদের এখানে এই রান্নাকে বলে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের তরতরি ।চরচরি না কিন্তু,তরতরি ।



তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি আলু বেগুন দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি ।



Polish_20210827_121800623.jpg

উপকরণ:


Polish_20210827_122212286.jpg

উপকরণপরিমাণ
ইলিশ মাছ৪পিছ
আলু৩টি
বেগুন৩টি
পেঁয়াজ কুচি২টি
কাঁচা মরিচ৭টি
পেঁয়াজ বাটা২টেবিল চামচ
হলুদ গুঁড়া২চা চামচ
ধনিয়া গুঁড়া১চা চামচ
লবনস্বাদ মতো
তেলপরিমাণমতো

প্রুস্তুতপ্রণালী


১ম ধাপ

20210826_132140.jpg

প্রথমে মাছ গুলি একটু হলুদ ও লবণ মাখিয়ে নেই।

২য় ধাপ

20210811_132926.jpg

চুলায় একটি কড়াইয়ে তেল দিয়ে দেই।

৩য় ধাপ

20210826_133510.jpg

তেল গরম হলে কেটে ধুয়ে রাখা আলু বেগুন দিয়ে দেই।

৪র্থ ধাপ

20210826_133536.jpg

এখন হলুদ,লবন ও ধনিয়া গুঁড়া দিয়ে দেই।

৫ম ধাপ

20210826_133554.jpg

তারপর পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ দিয়ে দেই।

৬ষ্ঠ ধাপ

20210826_133618.jpg

এখন পেঁয়াজ বাটা দিয়ে দেই।

৭ম ধাপ

20210826_133711.jpg

এখন মশলা গুলি ভালো করে নেড়েচেড়ে আলু বেগুনের সাথে মিশিয়ে নেই।

৮ম ধাপ

20210826_133838.jpg

এখন সামান্য একটু পানি দিয়ে আলু বেগুন কষিয়ে নেয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেই।

৯ম ধাপ

20210826_134344.jpg

আলু বেগুন একটু সিদ্ধ হলে হলুদ ,লবন মাখিয়ে রাখা মাছ গুলি দিয়ে দেই।

১০ম ধাপ

20210826_134433.jpg

মাছ একটু নেড়েচেড়ে তরকারির সঙ্গে মিশিয়ে নেই।

১১ম ধাপ

20210826_134653.jpg

এখন একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করি।

১২তম ধাপ

20210826_135750.jpg

আরো কিছুক্ষণ রান্না করি।

১৩তম ধাপ

20210826_140031.jpg

এভাবে পানি কমে মাখামাখা হলে,হয়ে গেল আমার আলু বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না।

১৪তম ধাপ

20210826_141311.jpg

এভাবে একটি বাটিতে তুলে পরিবেশন করতে হবে।গরম ভাতের সঙ্গে এই তরকারি টা খুবই মজা লাগে।যারা ইলিশ মাছ এভাবে রান্না করে খান নি তারা খেয়ে দেখবেন খুবই মজা লাগবে।আজকের মত এই পর্যন্তই।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@wahidasuma
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ৪০

ধন্যবাদ

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

Sort:  
 3 years ago 

দেখেই মনে হচ্ছে তরকারিটা খুবই মজা হয়েছে আর ইলিশ মাছ বলে কথা মজাতো হতেই হবে। আমার কাছে ইলিশ মাছের সাথে আলু আর বেগুন পারফেক্ট লাগে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু, খুব সুন্দর মন্তব্য করেছেন।

 3 years ago 

খুবই মজাদার একটি রেসিপি বানিয়েছো, দেখতে একদম আম্মা যে ভাবে বানায় সেরকম লাগছে।অনেক ধন্যবাদ তোমাকে।

 3 years ago 

আম্মার কাছ থেকে শুনে শুনেই রান্নাটা করেছি।খেতেও আম্মার রান্নার সঙ্গে একটু মিল হয়েছিল।ধন্যবাদ আপু তোমাকে।

 3 years ago 

ইলিশ মাছ আমার খুবই প্রিয়।আর বেগুন দিয়ে ইলিশ মাছ তা হলে তো অসাধারণ স্বাদ হতেই হবে।আপু একটা কথা জানতে মন চাইছে।তৈহিদা আপু, আপনি এবং তানজিরা আপু কি তিনজন নিজের বোন বোন ?

 3 years ago 

ধন্যবাদ আপু আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।আপনার জন্য শুভকামনা থাকলো।হ্যা আপু ।কিভাবে বুজলেন?

 3 years ago 

আপনাদের মন্তব্য পড়ে পড়ে বুঝতে পেরেছি।আপনাদের খুব ভালো লাগে আমার।

 3 years ago 

তোমাকেও আমার ভালো লাগে।তুমি আমার থেকে অনেক ছোট তাই তুমি বললাম আপু।

 3 years ago 

কোনো সমস্যা নেই আপু।তুমি বলাতে আমি খুব খুশি।ভালো থাকবেন আপু।

 3 years ago 

খুব সুন্দর রেসিপি। এখন ইলিশ মাছের সময় চলছে আশা করছি এরকম আরো অনেক নতুন নতুন ইলিশ মাছের রেসিপি দেখতে পারবো আপনাদের থেকে।

 3 years ago 

হ্যা অবশ্যই ভাইয়া, আরো নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্য।আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

🙂🙂

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64159.10
ETH 2771.78
USDT 1.00
SBD 2.66