প্রতিবেশীর বিয়ের আয়োজন

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম



আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



প্রতিবেশীর বিয়ের আয়োজন



বন্ধুরা আজ আমি আপনাদের সামনে শেয়ার করতে এসেছি আমার এক প্রতিবেশীর বিয়ের জমকালো আয়োজন নিয়ে। আমাদের এলাকায় আমাদের এক প্রতিবেশীর মেয়ের বিয়ে। মেয়ের বিয়ে উপলক্ষে বিরাট বড় আয়োজন করেছে তারা ।তো আমাদেরও সেখানে নিমন্ত্রণ করেছিল। তাদের বাসা আমাদের বাসা থেকে বেশ পেছনে অনেক দূর যেতে হয়। কিন্তু আমাদের মেইন রোড থেকে তাদের বাসা পর্যন্ত তারা লাইটিং করেছিল ।এটা আসলে অনেক বিস্তৃত ছিল। বাসার সামনে দিয়ে রাস্তাটা চমৎকার লাগছিল দেখতে। সেই ফটোগ্রাফি গুলিই আপনাদের সঙ্গে শেয়ার করব ।আশা করছি আপনাদের ভালো লাগবে।

20230112_192345.jpg

20230112_192353.jpg

এটি হচ্ছে বিয়ের মেইন গেট । আরো কয়েকটি গেট ভেতরের দিকে তারা সাজিয়েছিল। বেশ চমৎকার লাগছিল দেখতে। রাতের বেলায় এটি যেন আরো অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছিল। এই রাস্তা ধরে হাঁটতে ভীষণ ভালো লাগছিল। আসলে এরকম আয়োজন অনেকদিন দেখা হয় না ।এখন মনে হয় আগের মত বিয়ের অনুষ্ঠানগুলো তেমন একটা দেখি না। একটা সময় ছিল কয়েকদিন পরপরই বিয়ের নিমন্ত্রণ পাওয়া যেত। কিন্তু এখন আমার মাঝে মাঝে মনে হয় লোকজন কি বিয়ে করা ছেড়ে দিয়েছে নাকি? বিয়ের নিমন্ত্রণ খুব একটা পাওয়া যায় না ।যাই হোক তারপরেও বেশ অনেকদিন পর এই নিমন্ত্রণ পেয়ে বেশ ভালো লাগলো। তারপর আবার তাদের আয়োজনও ছিল বিশাল।

20230112_192211.jpg

20230112_192247.jpg

উপরের দিকে তাকালে মনে হচ্ছিল যেন তারা রা ঝিকিমিকি করছে। সত্যি এলাকাটা নতুন রূপে সেজে উঠেছিল ।এরা বারোশো লোকের আয়োজন করেছিল ।সাতদিনব্যাপী এরকম লাইটিং করে রাখা হয়েছিল। বেশ আনন্দ উৎসবের মধ্য দিয়ে তারা মেয়ের বিয়ের আয়োজন করেছিল ।বেশ ভালই লেগেছিল ব্যাপারটা।

20230112_192201.jpg

আমার মেয়ে তো বেশ আনন্দ পেয়েছিল এরকম আয়োজন দেখে। রাতের বেলায় এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে।

20230112_170855.jpg

20230112_170853.jpg

এরা আবার তাদের বাসার সামনে পানির ফোয়ারার ব্যবস্থা করেছিল। আসলে কোন বিয়ের অনুষ্ঠানে এরকম পানির ফোয়ারার ব্যবহার আমি এর আগে কখনো দেখিনি। এবারই প্রথম দেখলাম ।আবার পানির চারিপাশে ফুলের টব রেখেছিল ।যেটা দৃশ্যটিকে আরো অনেক বেশি মনোরম করে তুলেছিল। সত্যি চমৎকার আয়োজন করেছিল তারা। সব দিক দিয়েই যেন পরিপূর্ণ ছিল আয়োজন । হলুদের স্টেজ করেছিল বাসার ছাদে। আর বিয়ের আয়োজন ছিল কমিউনিটি সেন্টারে ।যাই হোক মেয়ের বিদায় বলে কথা।



আজকের মতো এখানেই শেষ করছি । আশা করছি আপনাদের ভালো লেগেছে ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 last year 

কিন্তু এখন আমার মাঝে মাঝে মনে হয় লোকজন কি বিয়ে করা ছেড়ে দিয়েছে নাকি?

সবাই বিয়ে করা ছেড়ে দেয়নি আপু চুপি চুপি বিয়েটা সেরে নিচ্ছে আর কি 🤭🤭। যাইহোক বিয়ে বাড়ির গেট থেকে শুরু করে লাইটিং গুলো ভীষণ সুন্দর হয়েছে। আসলে বিয়ে বাড়িতে পানির ফোয়ারা এর আগে কখনো দেখিনি। সত্যি ব্যতিক্রমধর্মী আয়োজন ছিল। তবে সব মিলিয়ে কিন্তু আমারও বেশ ভালো লেগেছে। আপু আপনার মেয়ে অর্থাৎ আমাদের মামনির অনেক ভালো লেগেছে বুঝতেই পারছি। আসলে এরকম লাইটিং দেখলে যে কারো ভালো লাগে।

 last year 

হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন সবাই মনে হয় এখন চুপি চুপি বিয়ে শেরে নিচ্ছে । তাইতো দাওয়াত এত কম পাচ্ছি । আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

 last year 

বিয়ের ফটোগ্রাফি গুলো থেকে বোঝা যাচ্ছে বেশ চমৎকার আয়োজন করেছেন তারা।সআজকাল এমন আয়োজন দেখা যায় না চুপিচুপি বিয়ের কাজটা সেরে নেই সবাই।লোকজন বিয়ে করছে ঠিকই তবে বিয়ের দাওয়াতটা একটু কমে গেছে।আপনি ঠিক বলছেন আসলে বিয়ের অনুষ্ঠানে রাতের বেলায় অনেক ভালো লাগে লাইটিং গুলো দেখতে।প্রতিবেশীর বিয়ে যেহেতু এবং আপনাদের রাস্তা পর্যন্ত সাজিয়েছেন অনেক আনন্দ উপভোগ করছেন।

 last year 

হ্যাঁ আপু বাসার সামনে দিয়ে এরকম আয়োজন সত্যি বেশ ভালো লেগেছিল । অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 last year 

আপু আপনার জন্য সবার কম করে দুই তিনটা করে বিয়ে করা উচিত তাহলে দেখবেন রোজ রোজ বিয়ের দাওয়াত পাচ্ছেন।🤣🤣🤣বিয়ে মানেই আনন্দ তাই বিয়ের নিমন্ত্রণ পেলে সত্যি আমারও অনেক ভালো লাগে।প্রতিবেশির বিয়ের লাইটিং গুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম চোখ জুড়িয়ে গেলো। আমিও কখনো বিয়ে বাড়িতে ফোয়ারা দেখিনি এটা খুবই সুন্দর একটি পরিকল্পনা ছিলো যা সবাইকে অবাক করে দেওয়ার মতো বিষয়। অনেক সুন্দর আলোকিত একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 last year 

হ্যাঁ আপু তারা এমন ভাবে আয়োজন করেছিল সবাইকে তাক লাগিয়ে দেয়ার মতই ছিল । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য । ভালো থাকবেন ।

 last year 

প্রত্যেক বছর এভাবে ম্যারেজ এনিভার্সারি করলে দাওয়াত পাওয়া যাবে😜 কারণ সবাই তো দুই তিনটে বিয়ে করতে পারেনা😆। বেশ সুন্দর ডেকোরেশন দেখছি। মেনগেট টা বেশ ভালো লাগলো। পানির ফোয়ারার এরকম ব্যবস্থা আমি আগেও কয়েকবার দেখেছিলাম। ফটোগ্রাফি গুলো ভালো ছিল। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

পানির ফোয়ারার ব্যবস্থা আপনি এর আগে দেখেছিলেন জেনে ভালো লাগলো । তবে আমি এই প্রথম দেখলাম । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 last year 

বিয়ে করা তো ছাড়িনি কিন্তু এখন সবাই চুপি চুপি বিয়ে করে। সেই জন্য আর বিয়ের অনুষ্ঠান গুলো তেমন একটা দেখা যায় না। আপনার ফটোগ্রাফি গুলো দেখে বুঝতে পারলাম ওনারা ওনাদের মেয়ের বিয়ের জন্য বেশ ভালোই আয়োজন করেছিল। বিয়ে বাড়ির পানির ফোয়ারাটাও বেশ ভালোই সাজিয়েছিল। আসলে বিয়ে বাড়িতে পানির ফোয়ারা আমিও আজকে প্রথম দেখলাম। যাই হোক ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আসলে ভাইয়া আপনি ঠিকই বলেছেন এখন সবাই চুপি চুপি বিয়ে করে নেয় । তাইতো দাওয়াত এত কমে গিয়েছে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 last year 

গেট বাদে রাস্তার লাইটিং দেখে আমার বিয়ের কথা মনে পরে গেল। 🤣এমনভাবেই লাইটিং করা হয়েছিল আর পথটাও ঠিক এমন ছিল।যাই হোক সাজসজ্জা দারুন লাগলো। প্রতিবেশির বিয়েতে খুব সুন্দর সময় কাটিয়েছেন আশাকরি। রাতে লাইটিংগুলো খুব সুন্দর লাগে দেখতে। পানির ফোয়ারাটা বেশ দারুন লাগলো। আপনার মেয়ে খুব আনন্দ পেয়েছে জেনে বেশ ভাল লাগলো। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 last year 

আপু আমার পোস্টটি দেখে আপনার বিয়ের কথা মনে পড়েছে যেনে সত্যিই ভীষণ ভালো লাগলো । তাহলে আপনার বিয়ে তে বেশ সুন্দর করে সাজিয়েছিল বোঝা যাচ্ছে ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.11
JST 0.032
BTC 61041.41
ETH 2947.17
USDT 1.00
SBD 3.85