🐱রঙিন কাগজ দিয়ে ইঁদুর তৈরি🐱

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন ডাই পোস্ট নিয়ে। আজ আমি রঙিন কাগজ দিয়ে একটি ইঁদুর তৈরি করেছি। আসলে রঙিন কাগজের তৈরি যেকোনো জিনিসই আমার কাছে বেশ ভালো লাগে ।তাই তো কয়েকদিন পরপরই নতুন নতুন জিনিস তৈরি করে সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাই। আশা করছি আপনাদের কাছেও আমার রঙিন কাগজের ডাই পোস্টগুলি ভালো লাগে।

একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি। কয়েক দিন আগে আমার রঙিন কাগজ শেষ হয়ে গিয়েছিল ।তখন কাগজ কিনতে যথারীতি আমি মার্কেটে গেলাম। যে দোকান থেকে কিনি সেখানে গিয়ে রঙিন কাগজ চাইলাম ।দোকানের ছেলেটি কাগজ খুঁজে বলল যে কাগজ শেষ হয়ে গিয়েছে। আপনি অন্য দোকানে দেখেন ।তারপর আমি আশেপাশের বেশ কয়েকটি দোকান খুঁজলাম কিন্তু কোথাও রঙিন কাগজ খুঁজে পেলাম না ।তখন তো আমি বেশ চিন্তায় পড়ে গেলাম, রঙিন কাগজ না পেলে আমি কি দিয়ে ডাই পোস্ট বানাবো ।তারপর ঘুরেফিরে আবার সেই পূর্বের দোকানে এসে ছেলেটিকে বললাম রঙিন কাগজগুলো আর কোথায় পাওয়া যায় ?আমি তো মার্কেটের বেশ কয়েকটি দোকানে খুঁজলাম কোথাও পেলাম না ।আমি তো সবসময় এখান থেকেই কিনি ।তখন ছেলেটি হেসে বলল আপু আপনার অন্য কোথাও খুঁজতে হবে না ।আপনি চলে যাবার পর আমি খুঁজে পেয়েছি। ভালো হয়েছে আপনি আবার ফিরে এসেছেন। তখন আমি সত্যিই স্বস্তির নিঃশ্বাস ফেললাম এবং রঙিন কাগজ কিনে ফেললাম। তারপর বানিয়ে ফেললাম আজকের রঙিন কাগজের ইঁদুর টি। অনেক কথা বলে ফেললাম। তাহলে চলুন শুরু করছি আমার আজকের ডাই রঙিন কাগজ দিয়ে একটি ইঁদুর তৈরি।



রঙিন কাগজ দিয়ে একটি ইঁদুর তৈরি



20220627_224614.jpg



  • রঙিন কাগজ
  • কাঁচি
  • আঠা
  • কলম

প্রুস্তুতপ্রণালী



ধাপ-১

20220627_214900.jpg20220627_214958.jpg

প্রথমে একটি কাগজ নেই। তারপর গোল করে বৃত্ত এঁকে নেই।

ধাপ-২

20220627_215232.jpg20220627_215328.jpg

তারপর কাগজটিকে কেটে নেই ও দুই পাশ থেকে ভাঁজ দেই।

ধাপ-৩

20220627_215424.jpg20220627_215545.jpg

তারপর মাঝখানে একটি বিন্দু এঁকে নেই।

ধাপ-৪

20220627_215701.jpg20220627_220055.jpg

তারপর ওই বিন্দু বরাবর কেটে নেই ও দুই পাশ ঘুরিয়ে আঠা দিয়ে লাগিয়ে নেই।

ধাপ-৫

20220627_220240.jpg20220627_220352.jpg

তারপর আরো একটি কাগজ নেই ও মাঝখান থেকে ভাঁজ দেই।

ধাপ-৬

20220627_220600.jpg20220627_220712.jpg

তারপর ওই ভাঁজ দেওয়া কাগজের ওপর একটি লাভ এঁকে নেই ও কাঁচি দিয়ে কেটে নেই।

ধাপ-৭

20220627_220720.jpg20220627_220945.jpg

তারপর আরো একটি কাগজ নেই।

ধাপ-৮

20220627_221008.jpg20220627_221106.jpg

কাগজটিকে মাঝ বরাবর ভাঁজ দেই ও এভাবে এঁকে নেই।

ধাপ-৯

20220627_221200.jpg20220627_221339.jpg

তারপর কাগজটি কেটে নেই ও লাভের উপর লাগিয়ে দেই।

ধাপ-১০

20220627_221418.jpg20220627_221851.jpg

তারপর লাভের দুইপাশে লাগিয়ে নেই ও একটি সাদা কাগজে চোখ এঁকে নেই।

ধাপ-১১

20220627_222054.jpg20220627_223417.jpg

তারপর লাভের উপর চোখ দুটি বসিয়ে দেই ও তিনটি কালো কাগজ কেটে নেই।

ধাপ-১২

20220627_223607.jpg20220627_223751.jpg

তারপর চিকন করে কেটে রাখা কালো কাগজগুলো লাগিয়ে দেই ও আরও একটি কাগজ গোল করে কেটে লাগিয়ে ইঁদুর টির নাক বানিয়ে নেই।

ধাপ-১৩

20220627_223855.jpg20220627_224234.jpg

তারপর কলম দিয়ে মুড়িয়ে কাগজটি একটু বাঁকা করে নেই।

ধাপ-১৪

20220627_224358.jpg20220627_224503.jpg

তারপর আরো একটি কাগজ চিকন করে কেটে নেই ও কলম দিয়ে ঘুরিয়ে গোল করে নেই।

ধাপ-১৫

20220627_224603.jpg

এখন ইঁদুরটির পিছনে লাগিয়ে লেজ বানিয়ে নেই ।ব্যাস তৈরি হয়ে গেল আমার রঙিন কাগজের ইঁদুর ।আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে।

আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

logo.gif

Sort:  
 2 years ago 

যাক শেষ পর্যন্ত ফিরে গিয়ে আবার পেয়েছেন এটা ভাগ্যই বলতে হবে। তবে মার্কেটে বেশ কয়েকটি দোকানে রঙিন কাগজ বিক্রি হয়। আপাতত দুটি নাম বলে দিচ্ছি। একটা হচ্ছে রাজা স্টোর আরেকটা হচ্ছে রানী স্টোর।

 2 years ago 

বাহ রাজা রানি স্টোর ।ধন্যবাদ ভাইয়া দোকানের নামটি জানানোর জন্য ।এর পরেরবার এখান থেকে খুঁজে দেখব ।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ইঁদুরের অরিগামি তৈরি দেখতে খুবই সুন্দর লাগছে ।।ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করেছেন যা বুঝতে সুবিধা হয়েছে।।
শুভকামনা রইল আপনার জন্য।।

 2 years ago 

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল ।ভালো থাকবেন।

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে ইঁদুর তৈরির প্রসেস গুলো ধাপে ধাপে অতি চমৎকারভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। রঙ্গিন কাগজ দিয়ে তৈরি ইঁদুরটি দেখতেও বেশ চমৎকার লাগছে।

 2 years ago 

আমার রঙিন কাগজের ইঁদুর ছানাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যি ভাইয়া ভীষণ ভালো লাগলো। এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ।ভালো থাকবেন।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর একটি ইঁদুরতৈরি করেছেন। ইঁদুর টিকে দেখতে কিউট লাগছে প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে ধন্যবাদ কাগজের তৈরি একটি ইঁদুর আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আমার তৈরি করা ইঁদুরটি আপনার কাছে কিউট লেগেছে জেনে বেশ ভালো লাগলো ।এত সুন্দর একটি মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।

 2 years ago 

আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ইদুর তৈরি করেছেন। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগল।এভাবে সুন্দর মন্তব্যগুলি নিয়ে পাশে থাকবেন আশা করছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর করে একটি ইঁদুরের অরিগামি তৈরি করেছেন আপনি। আমার কাছে আপনার কারু কাজটি বেশ ভালো লেগেছে। আপনার উপস্থাপনা অনেক ভাল ছিল। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি কারুকাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছে আমার রঙিন কাগজে ইঁদুরটি ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো। এত সুন্দর একটি মন্তব্য পেলে সত্যিই কাজ করার উৎসাহ বেড়ে যায়। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ। দারুন। কি চমতকার ইদুর বানিয়ে ফেললেন। একেই বলে টেলেন্ট। ইদুরের ছানাটিকে অনেক কিউট লাগছে। অনেক ভাল লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ভাইয়া আপনার কাছে ইঁদুরটি ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ।সব সময় ভালো থাকবেন এই শুভকামনা রইল।

 2 years ago 

ছেলেটি মনে হয় আপনাকে কাগজগুলো দিবে না দেখে লুকিয়ে রেখেছিল পরে আবার কি মনে করে যেন দেওয়ার জন্য বের করে রেখেছে ও চিন্তায় করেননি যে আপনি আবার ফিরে আসবেন। যাইহোক আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ইঁদুর তৈরি করেছেন এ ধরনের ইঁদুরগুলো দেখতে খুব ভালো লাগা আর বাচ্চারা পেলেও খুব খুশি হয়।

 2 years ago 

না এমন করার তো কোনো কারণ নেই। কারণ তার তো বিক্রি করতেই হবে। রেখে দিয়ে লাভ কি? ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।ভালো থাকবেন।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি করা আপনারা ইঁদুরটা দেখতে সত্যি অনেক চমৎকার লাগছে বিশেষ করে আপনি এটি তৈরি করাতে রঙিন কাগজ ব্যবহার করেছেন বিধায় আরো বেশি আকর্ষণীয় মনে হচ্ছে । সবমিলিয়ে দারুন একটা পোস্ট আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার রঙিন কাগজের ইঁদুর টি আপনার কাছে দারুন লেগেছে জেনে বেশ ভাল লাগল ভাই ।এত সুন্দর একটি মন্তব্যের জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ।ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.33
TRX 0.11
JST 0.034
BTC 66753.89
ETH 3256.47
USDT 1.00
SBD 4.34